<p>বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘শুধু অন্তর্বর্তীকালীন সরকারই সংস্কার চায় না, সংস্কার আমাদেরও কর্মসূচি। অনেক সংস্কার দরকার। সেটা আমরাও মানি। আমরা কোনো সংস্কারে বাধা দিচ্ছি না। তবে অনেক বহুমাত্রিক সংস্কার আছে। গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো সাংবিধানিক সংস্কার করা কখনো সম্ভব নয়।’</p> <p>শনিবার (৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয়তাবাদী ওলামা দলের ফরিদপুর বিভাগীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। </p> <p>তিনি বলেন, ‘এর আগে ওয়ান-ইলেভেনের সময়েও আমরা দেখেছি অনেক সংস্কারের জন্য অনেক আইন করা হয়েছিল। তবে সেগুলো পরে আর বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ তারা একটি দিকনির্দেশনা দিয়ে যাক, যাতে পরবর্তী নির্বাচিত সরকার তা চালিয়ে যাবে।’ </p> <p>আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমরা কোনোভাবেই চাই না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক। তবে তারা যদি নিজেদের সফল করতে চাইলে তাদেরও কিছু কর্তব্য আছে। তাদের পথ যেন লম্বা ও অমসৃণ না হয়। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা একটি রোডম্যাপ দেবে। গত ১৬ বছর এই লক্ষ্য অর্জনের জন্যই আমরা লড়াই করে চলেছি। এর আগে বিএনপির ২৭ দফাসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ৩১ দফা সংস্কারের দাবি প্রণয়ন করা হয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আপনে যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনি’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731158940-af453762cba465b79f4976a4ac2a57ef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আপনে যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনি’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/09/1444652" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, ‘এক মাসের আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন ঘটে না। গত ১৬ বছর ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অত্যাচারিত-নির্যাতিত হয়েছেন। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৬২ হাজার মামলা দেওয়া হয়েছে। দলের ৬২ হাজার নেতাকর্মী আসামি হয়েছে। আমরা প্রাথমিক বিজয় লাভ করেছি। সবার প্রতি অনুরোধ, নিজেদের বিজয়ী ভেবে জনগণ থেকে যেন বিচ্ছিন্ন না করে ফেলি।’ </p> <p>বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠান করানোই ছিল আমাদের লক্ষ্য। যত দিন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হয়, তত দিন বিজয় আসবে না। বিজয় না আসা পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘তারেক জিয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছে মইন-ফখরুদ্দীন’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731164806-d0459caeec04c79a52964a5937a26c29.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘তারেক জিয়ার মেরুদণ্ড ভেঙে দিয়েছে মইন-ফখরুদ্দীন’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/09/1444686" target="_blank"> </a></div> </div> <p>জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহায়ক মো. সেলিম রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।</p>