<p>বরগুনার আমতলী উপজেলা শহরের বকুলনেছা মহিলা কলেজের বিপরীতে অবস্থিত সড়কের অপরপাশে দুটি ৪তলা ভবনের মধ্যে একটিকে হেলে পড়তে দেখা গেছে। সোহরাব হোসেন মালিকানাধীন ‘মা মঞ্জিল’ নামের ভবনটি পাশের আব্দুর রাজ্জাক মিয়ার মালিকানাধীন ‘মাতৃছায়া ম্যানশন’-এর গায়ে হেলে পড়েছে।</p> <p>শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করলে ঘটনাস্থলে ভিড় জমে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের একটি দল হেলে পড়া ভবনটি পরিদর্শন করেছে।</p> <p>মাতৃছায়া ম্যানশনের মালিক আব্দুর রাজ্জাক জানান, ভবনের এই অবস্থার কারণে তারা যেকোনো সময় বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। ওই ভবনে ৮টি ফ্ল্যাট এবং নিচতলায় একটি মার্কেট রয়েছে। অপরদিকে, ‘মা মঞ্জিল’-এ রয়েছে ১১টি ফ্ল্যাট ও নিচতলায় মার্কেট। উভয় ভবনে ১৯টি পরিবার বসবাস করছে। বাসিন্দারা আতঙ্কিত হয়ে ভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।</p> <p>মাতৃছায়া ম্যানশনের মালিক আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, ২০১৯ সালের নভেম্বর মাসে সোহরাব হোসেন কোনো প্রকৌশল প্ল্যান ছাড়াই ‘মা মঞ্জিল’ নির্মাণ করেন। তখন বিষয়টি বন্ধ করার জন্য তিনি আমতলী পৌরসভার মেয়রের কাছে লিখিত আবেদন করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ভবনটি অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়।</p> <p>তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্পের মতো ঘটনা ঘটলে উভয় ভবনের বাসিন্দাদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।</p> <p>‘মা মঞ্জিল’-এর মালিক সোহরাব হোসেন জানান, তিনি বর্তমানে তার গ্রামের বাড়িতে আছেন এবং ভবন হেলে পড়ার বিষয়ে কিছুই জানেন না।</p> <p>আমতলী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।</p> <p>উভয় ভবনের বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এই ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করা অত্যন্ত বিপজ্জনক। তারা ভবনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।</p>