<p>নাটোরের সিংড়ায় বিষ প্রয়োগ করে এক মাছচাষীর পুকুরের সব মাছ নিধন করার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে সুকাশ ইউনিয়নের লয়দাপাড়া গ্রামের একটি পুকুরে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষী মো. শাহজামাল শেখ।</p> <p>ক্ষতিগ্রস্ত মাছচাষী শাহজামাল শেখ জানান, আমি লয়দাপাড়া গ্রামে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছি। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টায় পুকুরের মাছ দেখে বাড়ি ফিরি। কিন্তু বুধবার সকালে পুকুরে গিয়ে দেখি, কে বা কারা বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার স্বপ্ন শেষ হয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।</p> <p>এ ঘটনায় সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাছচাষী।</p> <p>সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসমাউল হক বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p> <p>স্থানীয়দের দাবি, পুকুরে বিষ প্রয়োগের মতো এ ন্যক্কারজনক ঘটনা শুধু মাছচাষীর আর্থিক ক্ষতিই নয়, তার স্বপ্ন ও পরিশ্রমের অপমৃত্যু। প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।</p>