বাংলাদেশে প্লাস্টিক দূষণ কমাতে এবং দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যৌথভাবে "প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর" চালু করেছে। এই সেন্টার থেকে পণ্য নেওয়া এক পোশাক কর্মী বলেছেন, আমি ১০ কেজি প্লাস্টিক কুড়িয়ে এনে স্টোরে জমা দিয়েছি। এর বিনিময়ে প্রায় হাজার টাকার নিত্যপণ্য পেয়েছি। এই পণ্য আমার পরিবারের প্রায় ১৫ দিনের বাজারের সমান।
প্লাস্টিকের বিনিময়ে মিলছে নিত্যপণ্য, চলবে ১৫ দিন
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর

কথাগুলো বলেছেন, গাজীপুরের গাছা এলাকার পোষাক কারখানার শ্রমিক ফাতেমা বেগম (৪০)। গতকাল শনিবার (৯ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগ 'প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর' থেকে পণ্য গ্রহণের পর তিনি এ কথা বলেন।
গাছা কলেজ মাঠে ৩০০ দরিদ্র পরিবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ব্যবহৃত প্লাস্টিকের বোতল ও অন্যান্য প্লাস্টিকসামগ্রী জমা দিয়ে বিনিময়ে চাল, ডিমসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেছেন তারা।
বিদ্যানন্দ ফাউন্ডেশন ভাইস-চেয়ারম্যান ফারুক আহমেদ জানান, প্রথম দিনেই তিন টন প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। যা পরবর্তীতে রিসাইক্লিংয়ের জন্য প্রক্রিয়াজাত করা হবে। বাংলাদেশে প্লাস্টিক দূষণ কমাতে এবং দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যৌথভাবে "প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর" চালু করেছে। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো প্লাস্টিক দূষণ রোধ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহের মাধ্যমে পরিবেশকে সুরক্ষিত রাখা এবং দরিদ্র পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটানো।
এই অনুষ্ঠানে স্থানীয় সরকারি ও বেসরকারি কর্মকর্তা, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের লক্ষ্যে তিস্তা তীরবর্তী এলাকা পরিদর্শন
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

চীন সরকার বাংলাদেশে তিস্তা তীরবর্তী ১ হাজার শয্যাবিশিষ্ট একটি বৃহৎ হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লহ্মীটারী ইউনিয়নের মহিপুর মৌজার চর কলাগাছি এলাকা পরিদর্শন করা হয়।
গঙ্গাচড়ায় তিস্তা তীরবর্তী এলাকা পরিদর্শন করেন হাসপাতাল নির্মাণ প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজীব প্রমুখ।
এ সময় তারা লক্ষীটারী ইউনিয়নের চর কলাগাছিতে থাকা খাস জমিতে হাসপাতাল নির্মাণের জন্য ২০ একর জায়গা পরিদর্শন করেন। এরপর চীনা কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে হাসপাতাল নির্মাণের জন্য সর্ব উৎকৃষ্ট জায়গায় নির্ধারণ করবেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজীব বলেন, রংপুর বিভাগে দেড় কোটির বেশি মানুষের জন্য উন্নত চিকিৎসা সুবিধার অভাব রয়েছে। রোগীরা প্রায়ই হৃদ্রোগ বা ক্যান্সারের মতো চিকিৎসার জন্য ঢাকা বা ভারতে যান, যা উচ্চ ব্যয় এবং জটিলতার কারণ হয়।
তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে রংপুর এগিয়ে যাবে। স্থানীয় মানুষের অর্থনৈতিক স্থিতিশীলতাসহ স্বাস্থ্যসেবা উন্নত চিকিৎসা নিশ্চিত হবে।
লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, আমাদের সবাই স্বল্প আয়ের মানুষ। বড় ধরনের কোন সমস্যা হলে বাইরে দিয়ে গিয়ে চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। এছাড়াও আমাদের এখান খাস জমি আছে। এখান থেকে সারা দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও ভালো।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, হাসপাতাল নির্মাণের জন্য তিস্তা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে আজ গঙ্গাচড়ার একটি চর এলাকা পরিদর্শন করেছে কর্তৃপক্ষ। গঙ্গাচড়ায় আধুনিক মানের হাসপাতাল হলে নদী ভাঙন কবলিত মানুষসহ উত্তরবঙ্গের বিপুল সংখ্যক জনগোষ্ঠী উপকৃত হবে।

পরীক্ষা শুরুর ২০ মিনিট পরই ফেসবুক গ্রুপে এসএসসির প্রশ্নপত্র ফাঁস
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষার শুরুর ২০ মিনিট পরই ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে ইংরেজি প্রথশপত্রের প্রশ্ন ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ‘আমাদের চৌহালী’ নামের একটি গ্রুপ থেকে ওই প্রশ্ন ফাঁস করা হয়। ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রশাসনের তৎপরতায় ৪০ মিনিট পর ওই গ্রুপ থেকে আপলোড করা প্রশ্নপত্র সরিয়ে ফেলা হয়।
‘আমাদের চৌহালী’ নামের ফেসবুক গ্রুপটির অ্যাডমিন মনিরুল ইসলাম চৌহালী উপজেলার খাসপুকুরিয়া এলাকার বাসিন্দা।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের চৌহালী’ গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলামের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হলেও দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ায় পরীক্ষায় এর কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন তিনি।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন সন্ধ্যায় বলেন, বিষয়টির তদন্ত চলছে। তথ্য-প্রযুক্তি আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
এ বিষয়ে ‘আমাদের চৌহালী’ গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলাম সন্ধ্যায় মোবাইল ফোনে বলেন, ‘সানজিদা ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে মঙ্গলবার সকাল ১০টা ২০টা মিনিটে মেসেঞ্জার গ্রুপে প্রশ্নপত্রটি পোস্ট করা হয়। পরবর্তীতে পোস্টকারী নিজেই তা ডিলিট করেন।

রংপুরে বুধবার আধাবেলা ধর্মঘটের ডাক
রংপুর অফিস

রংপুর নগরীতে বুধবার ১৫ এপ্রিল আধাবেলা ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সব দোকানপাট বন্ধ রাখা হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সংগঠনের প্রেসিডেন্ট আকবর আলী ও মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী সংবাদ সম্মেলনে জানান, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বুধবার (১৬ এপ্রিল) রংপুর নগরীর সুপারমার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ, ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া কর্মসূচি পালন করা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে নগরীর সব দোকানপাট বন্ধ থাকবে।
এ সময় ইসরায়েলের সব পণ্য বয়কটের সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সুপারমার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এমদাদ হোসেন, জুয়েলারি ব্যবসায়ী সমিতির সংগঠক আব্দুল আলীম বুলু, মোটরসাইকলে পাটর্স ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ অন্যরা।

ঘাড়ে চেপে বসেছিল আ. লীগ নামক এক ফ্যাসিবাদ : শামা ওবায়েদ
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘এই বছর সব ধর্ম-বর্ণের মানুষ নববর্ষকে বরণ করে নিতে পেরেছে। অথচ গত ১৭ বছর দেশের মানুষ কোনো ধরনের উৎসব ও দেশীয় সংস্কৃতি খেলাধুলা স্বাধীনভাবে পালন করতে পারেনি। কারণ আমাদের ঘাড়ে চেপে বসেছিল আওয়ামী লীগ নামক এক ফ্যাসিবাদ। ৭১ যেমন দখল করে তারা প্রতিটি দিন চেতনা বিক্রি করে খেত।
বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে নিজ নির্বাচনীয় এলাকা ফরিদপুরের সালথা উপজেলার সালথা সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী লাঠি ও হা-ডু-ডু খেলা প্রদর্শনী এবং আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘এই দেশ কারো বাপ-দাদার নয়, এই দেশ আমাদের সবার। সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে।
তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত করার জন্য বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করেছেন। নিজে একজন আপসহীন হওয়ার কারণে একটি মিথ্যা মামলায় শেখ হাসিনা তাকে জেল খাটিয়েছে।
সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খনদকার খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট জাহিদ হাসান লাভলু, যুবদল নেতা এনায়েত হোসেন, মিরান হোসেন, শ্রমিক দল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম, রাজ প্রমুখ।