<p>কেরানীগঞ্জে সরকারি জায়গা দখল চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্র অধিকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের ওপর হামলা চালিয়েছে দখলবাজ, চাঁদাবাজ সন্ত্রাসীরা।</p> <p>রবিবার (১৭ নভেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া বেপারীপাড়া নিজ বাসায় ফেরার পথে ইকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসী চাঁদাবাজদের হামলার স্বীকার হয়েছেন তিনি।</p> <p>আহত অবস্থায় সাজ্জাদকে তার সঙ্গীয় বন্ধু ও স্থানীয়রা উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করে। অবস্থার উন্নতি হলে সোমবার বিকেলে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। </p> <p>অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাতে বাদী ও তার বন্ধু নিজ বাসায় ফেরার পথে বিবাদী হাসিবুল হাসান অনিক ওরফে ময়লা অনিক, ওরফে টেপা অনিক (২৬) ইফাজ (২৪), হৃত্তিক (২৪), সোহান ওরফে ডিব্বা সোহান (২৮) ও কালা বাবু (৩০)সহ আরো ৭/৮ অজ্ঞাতকে আসামি করা হয়েছে।</p> <p>পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সাজ্জাদ ইসলাম এ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে। সেখানে চাঁদাবাজ ও সন্ত্রাস সিন্ডিকেটের বিরুদ্ধে সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার কারণে ওই সিন্ডিকেটটি হামলার ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন।</p> <p>এ হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সামাজিক সংগঠক সায়মন চৌধুরী জানান, আমি রাতে খবর শুনেছি। সকালে তার বাসায় গিয়ে তার খোঁজ-খবর নিয়েছি। সবাইকে খবর দিয়ে বিকেলে থানায় অবগত করেছি।</p> <p>তিনি বলেন, এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা জনগণের অধিকার নিয়ে কথা বলায় আমাদের ভাইদের ওপর হামলা চালিয়েছে চাঁদাবাজ সন্ত্রাসীরা। থানা পুলিশ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে ২৪ ঘণ্টার মধ্যে সাজ্জাদ ইসলামের ওপর হামলায় জড়িত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।</p> <p>গণঅধিকার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, কেরানীগঞ্জে ছাত্র অধিকার নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহযোদ্ধা সাজ্জাদ ইসলামের ওপর হামলার ঘটনায় গণঅধিকার কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এ হামলা করেছে প্রশাসনের আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ হামলায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনতে হবে।</p> <p>এ হামলার ঘটনায় গণঅধিকার, ছাত্র অধিকার, যুব অধিকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।</p> <p>হামলার ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বিকেলে সাজ্জাদ নামে এক ছাত্রের ওপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকারের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা এসেছেন। আমি এ হামলায় জড়িত যেই হোক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে ও মামলা প্রক্রিয়াধীন।</p>