<p>ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাড়ে ৫ কেজি ওজনের ৪৬টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।</p> <p>সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম রায়পুর থেকে এই সোনা উদ্ধার করা হয়।</p> <p>আটককৃতরা হলেন- মহেশপুরের ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মণ্ডলের ছেলে মো. আব্দুল কাদের মণ্ডল ও রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ কালের কণ্ঠকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রায়পুর গ্রামের একটি ধানক্ষেতের মধ্যে সোনা পাচারকারীরা অবস্থান করছে। সে সময় সামন্তা বিওপির বিজিবির সদস্যরা তাদের আটক করে। তখন তাদের শরীর তল্লাশি করে ৪৬টি সোনার বার উদ্ধার করে তারা। যার ওজন ৫ কেজি ৪৭৯ গ্রাম ও বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।</p> <p>তিনি আরো বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।’</p>