<p style="text-align:justify">রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাইকমিশন কার্যালয় ঘিরে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।</p> <p style="text-align:justify">পাশাপাশি এই কার্যালয়ের আশপাশের এলাকায় সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী হাইকমিশন ভবন এলাকায় সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়।</p> <p style="text-align:justify">জানা যায়, নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে আগে শুধু প্রধান ফটকে আগত ব্যক্তির ‘অ্যাপয়েন্টমেন্ট’ দেখত পুলিশ। এর পাশাপাশি তল্লাশিও করা হতো। তবে এখন এগুলোর পাশাপাশি হাইকমিশনারের কার্যালয় ঘিরেই বাড়তি আরো দুই স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">মঙ্গলবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সহকারী হাইকমিশন ভবন যাওয়ার রাস্তার প্রবেশমুখেই পুলিশের একটি পিকআপ রাখা হয়েছে। সেখানে তিনজন পুলিশ সদস্য সহকারী হাইকমিশন ভবনের দিকে যাতায়াতকারী ও পথচারীদের জিজ্ঞাসাবাদ করছেন। মোটরসাইকেল আরোহীকেও থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সহকারী হাইকমিশন ভবনে প্রবেশ করতেও দিতে হচ্ছে বিভিন্ন তথ্য। পাশাপাশি তল্লাশি আছেই। সহকারী হাইকমিশনের ‘অ্যাপয়েন্টমেন্ট’ থাকলেই শুধু ভেতরে প্রবেশের অনুমতি মিলছে দর্শনার্থীদের।</p> <p style="text-align:justify">সহকারী হাইকমিশন কার্যালয়ের অদূরে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবন। মঙ্গলবার সকালে এই বাসভবনের ফটক ঘিরে ছয়জন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। হাইকমিশনারের বাসভবনেও কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।</p> <p style="text-align:justify">ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গেল কয়েক দিন ধরেই ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর পুলিশকে আরো সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।’</p> <p style="text-align:justify">এদিকে নগরীর বর্ণালী মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসাপ্রত্যাশীদের আনাগোনা নেই বললেই চলে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে এখানে ভিসার আবেদন আসা একেবারেই কমে গেছে। ভিসা আবেদন কেন্দ্রে অবশ্য নিরাপত্তাব্যবস্থা আগের মতোই দেখা গেছে। পুলিশ সদস্যরা অবস্থান করছেন।</p> <p style="text-align:justify">রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ‘ভারতীয় সহকারী হাইকমিশন, সহকারী হাইকমিশনারের বাসভবন এবং ভিসা আবেদন কেন্দ্র ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘পর্যাপ্ত পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও চলছে আশপাশের এলাকা ঘিরে। এসব স্থাপনায় হামলার কোনো শঙ্কা নেই। তার পরেও আমরা সতর্ক আছি।’</p> <p style="text-align:justify">এরে আগে গতকাল মঙ্গলবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে।</p>