<p>শেরপুরের নকলায় পণ্যবাহী ট্রাকচাপায় নাতির পর এবার মারা গেলেন আহত নানি সিন্দুরী বেগমও (৬০)। আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। বৃদ্ধা সিন্দুরী বেগমও নকলার ছত্র-কোনা গ্রামের কফিল উদ্দিনের স্ত্রী।</p> <p>নকলা থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নাতির পর আহত সিন্ধুরী বেগমেরও মৃত্যু ঘটেছে বলে জেনেছি। ঘাতক ট্রাকটি থানায় আটক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পালিয়ে যাওয়া ২২০০ কারাবন্দির মাঝে এখনো পলাতক কত জন?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733295315-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পালিয়ে যাওয়া ২২০০ কারাবন্দির মাঝে এখনো পলাতক কত জন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/04/1453732" target="_blank"> </a></div> </div> <p>ওসি আরো জানান, গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে নকলা উপজেলার ধুকুড়িয়া পশ্চিমপাড়া এলাকায় ময়মনসিংহ-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ওই এলাকার রেফাজ উদ্দিনের ছেলে শিশু মো. তাকরিম (২) নিহত হয়। সেসময় শিশুটির নানি সিন্দুরী বেগমও ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা বৃদ্ধা সিন্দুরী বেগমকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে আজ বুধবার সকালে বৃদ্ধা সিন্দুরী বেগমের মৃত্যু ঘটে।</p>