<p>বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে রংপুর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। </p> <p>শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বুধবার (১১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উন্নত চিকিত্সার জন্য তার বাবাকে ঢাকায় নেওয়া হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকার বিএনপির আন্দোলনের কথা স্বীকার করে না : গয়েশ্বর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733930464-7819d64b662f3e8be6157c67fe5042a9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকার বিএনপির আন্দোলনের কথা স্বীকার করে না : গয়েশ্বর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/11/1456436" target="_blank"> </a></div> </div> <p>এর আগে গত ৭ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা জ্বর ও পেটের ব্যথা নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। পরে ১০ ডিসেম্বর তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুল্যান্সযোগে রংপুর মেডিক্যাল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। <br /> সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে আর্মি হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। সকাল থেকেই চিকিৎসকরা বাবার চিকিৎসা সেবা দিচ্ছেন।</p> <p>রমজান আলী বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, বাবার হার্ট অ্যাটাক হয়েছে। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ সময় তার বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন রমজান আলী।</p>