<p style="text-align:justify">বগুড়ার আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় রহমত হোসেন (২৭) নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। </p> <p style="text-align:justify">গ্রেপ্তার রহমত উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি।</p> <p style="text-align:justify">মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকানোর জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ককটেল, পেট্রল, শাবল, লাঠিসোঁটাসহ দলবদ্ধভাবে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আদমদীঘি সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটায়। এ সময় বিএনপির অফিসে ঢুকে দরজা-জানালা ভাঙচুর, চেয়ার, কাঠের আলমারি, ফ্যানসহ অন্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলে। </p> <p style="text-align:justify">এ ঘটনায় গত ২৫ আগস্ট রাতে আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। এ মামলায় মঙ্গলবার সকালে রহমত হোসেনকে কোমারপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।</p> <p style="text-align:justify">আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার রহমত হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।</p>