<p>কেরানীগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।</p> <p>রবিবার কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজাসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।</p> <p>সিয়াম-উল-হক বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্যের একটি চালান কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজা হয়ে ঢাকায় প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।</p> <p>তিনি আরো জানান, কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজা থেকে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ শাড়ি, কসমেটিকস এবং অন্যান্য পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩০ লাখ ৭ হাজার ৪৩০ টাকা। জব্দ করা মালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।</p> <p>তিনি বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ভারতীয় পণ্য নারায়ণগঞ্জের সিদ্দিক বাজার কাস্টম কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।</p>