ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে অপহৃত মেহেদী হাসান বিপ্লব (১৪) নামের এক কিশোরকে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা হতে উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় তাজুল ইসলাম ও আকরাম হোসেন নামের দুই অপহরণকারী গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে র্যাব-১০ এর মিডিয়া সেলের মাধ্যমে অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার সিনিয়র সহকারী পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, অপহৃত মেহেদী হাসান বিপ্লব, বাবা মো. আবুল কাশেম।
সে প্রায় ৬ মাস যাবৎ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকার একটি গার্মেন্টসে সহকারী কারিগর হিসেবে কাজ করে আসছে। তার গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন রাজারামপুর কাশিগঞ্জ এলাকায়। সে গত ১২ জানুয়ারি বিকাল আনুমানিক ৩টার সময় আগানগর এলাকার উক্ত গার্মেন্টস সংলগ্ন এলাকা হতে অপহৃত হয়।
বিষয়টি জানতে পেরে ভিকটিম বিপ্লবের বড় ভাই ও গার্মেন্টসের অন্যান্য সহকর্মিরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে।
খোঁজাখুঁজির একপর্যায়ে গত ১৩ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অজ্ঞাতনামা অপহরণকারীরা ভিকটিম বিপ্লবের মোবাইল ফোন থেকে ভিকটিমের মায়ের মোবাইলে ফোন করে বিপ্লবের মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে অন্যথায় ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
পরে ভিকটিমের বড় ভাই মো. মোকছেদুল হক (২২) বাদী হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় বিপ্লবকে অপহরণের দায়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
তিনি জানান, মেহেদী অপহরণের বিষয়টি র্যাব-১০ জানতে পারেন। এরপর র্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিমকে অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
তিনি আরো জানান, র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে অপহৃত মো. মেহেদী হাসান বিপ্লবকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ সময় র্যাব-১০ অপহরণকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে।
শনিবার সকালে গ্রেপ্তারকৃত দুই অপহরণকারী ও ভিকটিম মেহেদীকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।