কেরানীগঞ্জ থেকে অপহৃত কিশোর রূপগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
কেরানীগঞ্জ থেকে অপহৃত কিশোর রূপগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে অপহৃত মেহেদী হাসান বিপ্লব (১৪) নামের এক কিশোরকে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা হতে উদ্ধার করেছে র‌্যাব-১০। এ সময় তাজুল ইসলাম ও আকরাম হোসেন নামের দুই অপহরণকারী গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে র‍্যাব-১০ এর মিডিয়া সেলের মাধ্যমে অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার সিনিয়র সহকারী পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। 

তিনি জানান, অপহৃত মেহেদী হাসান বিপ্লব, বাবা মো. আবুল কাশেম।

সে প্রায় ৬ মাস যাবৎ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকার একটি গার্মেন্টসে সহকারী কারিগর হিসেবে কাজ করে আসছে। তার গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন রাজারামপুর কাশিগঞ্জ এলাকায়। সে গত ১২ জানুয়ারি বিকাল আনুমানিক ৩টার সময় আগানগর এলাকার উক্ত গার্মেন্টস সংলগ্ন এলাকা হতে অপহৃত হয়।

বিষয়টি জানতে পেরে ভিকটিম বিপ্লবের বড় ভাই ও গার্মেন্টসের অন্যান্য সহকর্মিরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে।

খোঁজাখুঁজির একপর্যায়ে গত ১৩ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অজ্ঞাতনামা অপহরণকারীরা ভিকটিম বিপ্লবের মোবাইল ফোন থেকে ভিকটিমের মায়ের মোবাইলে ফোন করে বিপ্লবের মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে অন্যথায় ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। 

পরে ভিকটিমের বড় ভাই মো. মোকছেদুল হক (২২) বাদী হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায়  বিপ্লবকে অপহরণের দায়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

তিনি জানান, মেহেদী অপহরণের বিষয়টি র‌্যাব-১০ জানতে পারেন। এরপর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিমকে অক্ষত অবস্থায় দ্রুত উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

তিনি আরো জানান, র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে অপহৃত মো. মেহেদী হাসান বিপ্লবকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ সময় র‌্যাব-১০ অপহরণকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে।

শনিবার সকালে গ্রেপ্তারকৃত দুই অপহরণকারী ও ভিকটিম মেহেদীকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বাড়িতে বসে কমিটি

রাজনগরের ৮ ইউনিয়নে গঠিত বিএনপির আহবায়ক কমিটি বাতিল

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
রাজনগরের ৮ ইউনিয়নে গঠিত বিএনপির আহবায়ক কমিটি বাতিল
ফাইল ছবি

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আটটি ইউনিয়নে গঠিত বিএনপির আহবায়ক কমিটি বাতিল করেছে জেলা বিএনপি। উপজেলার এক নেতার বাড়িতে বসে কমিটির ঘোষণার পর সেটি সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এ কমিটিগুলো বাতিল করা হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন স্বাক্ষরিত এক পত্রে নিজেই তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পত্রে তিনি উল্লেখ করে বলেন, উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, বিগত ২৫ জানুয়ারি ২০২৫ ইং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম কোনো এক বাড়িতে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনগর উপজেলার আটটি ইউনিয়নে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

যা দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলার পরিপন্থি। 

আরো পড়ুন

ঘোড়াঘাটে ইউনিয়ন আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ঘোড়াঘাটে ইউনিয়ন আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

 

তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনগর উপজেলার আটটি ইউনিয়নের আহবায়ক কমিটি বাতিল করা হলো। ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে ক্যালেন্ডার তৈরি করে জেলা আহবায়ক কমিটিকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এছাড়া ইউনিয়ন কমিটি গঠনের জন্য নিরপেক্ষ স্থান, তারিখ সম্মলিত ব্যানার তৈরি করে কর্মী সমাবেশের আয়োজন করতে হবে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, রাজনগর উপজেলায় ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন হয়েছে একটি বাড়িতে বসে। বিষয়টি আমার নজরে ছিল না। একটি দলের কমিটি গঠন বাসা-বাড়িতে বসে কেন হবে? দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি কোনো কিছু বরদাস্ত করা যাবে না।

আরো পড়ুন

খুলনায় নদীর তীরে পাওয়া গেল বস্তাবন্দি ‘পা’!

খুলনায় নদীর তীরে পাওয়া গেল বস্তাবন্দি ‘পা’!

 

উল্লেখ্য, জেলার রাজনগর উপজেলার আটটি ইউনিয়নের বিএনপির সাবেক কমিটি বিলুপ্ত করে ১১ ও ১৩ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা আহবায়ক কমিটি।

গত ২৫ জানুয়ারি রাজনগর উপজেলা বিএনপির আহবায়ক মো. জামি আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কবির মিয়া ও যুগ্ম আহবায়ক মো. আব্বাস আলী স্বাক্ষরিত আটটি ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়। 

আরো পড়ুন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

 

আহবায়কদের কাছে কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করেন রাজনগর উপজেলা বিএনপির আহবায়ক মো. জামি আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কবির মিয়া ও যুগ্ম আহবায়ক মো. আব্বাস আলী। এ সময় উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলামসহ আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য

ঘোড়াঘাটে ইউনিয়ন আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হিলি প্রতিনিধি
হিলি প্রতিনিধি
শেয়ার
ঘোড়াঘাটে ইউনিয়ন আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার শান্তি পূর্ণ সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনায় ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ডুগডুগি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফয়সাল আলী প্রধান (৪০) উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক।

 

আরো পড়ুন
জুমার দিনের গুরুত্বপূর্ণ ৮ আমল

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৮ আমল

 

জানা গেছে, গত ৪ আগস্ট ঘোড়াঘাট পৌরশহরের বাস স্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

পরবর্তীতে এ ঘটনায় গত ২৪ আগস্ট ঘোড়াঘাট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

মন্তব্য

ডিম বিক্রেতা চবি শিক্ষার্থী টুম্পার পাশে ডিসি

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
ডিম বিক্রেতা চবি শিক্ষার্থী টুম্পার পাশে ডিসি
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্রী জান্নাতুল ফেরদৌস টুম্পা (২১) ছুটিতে এসে গ্রামের বাজারে বিক্রি করছে ডিম। এরকম সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর মানবিক সাহায্যের হাত বাড়ালেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

গতকাল বৃহস্পতিবার বিকালে তিনি টুম্পার বাবা ভ্যানচালক আব্দুর রাহিমকে ব্যাটারিচালিত একটি নতুন অটোভ্যান দেন। নাটোরের বড়াইগ্রামের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে টুম্পার বাবার হাতে তুলে দেন নতুন অটোভ্যানের চাবি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, চবি’র শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পাসহ  অন্যান্যরা।

জানা গেছে, মাত্র ১৫ দিনের ছুটিতে বাড়ি এসে পরিবারকে সহযোগিতা করতে ডিম বিক্রির সিদ্ধান্ত নেয় টুম্পা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা পেশায় একজন ভ্যানচালক। বাবার যা আয় হয় তা দিয়ে সংসারে টানাপোড়ন চলতে থাকে।

তাই বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে বাস ভাড়া ও লেখাপড়া এবং নিজের কিছু খরচের জোগান পেতে টুম্পা স্থানীয় মেরিগাছা বাজারে খোলা আকাশের নিচে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা অবধি বিক্রি করে আসছে সেদ্ধ ডিম। এ সংবাদ ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়।

ভ্যান পেয়ে টুম্পার বাবা জানান, আমি আগে নষ্ট ও পুরোনো একটি ভ্যান চালাতাম। যা আয় করতাম তার অর্ধেকই খরচ হতো মেরামত করতে গিয়ে।

ডিসি স্যার আমাকে নতুন ভ্যান দিয়েছেন। এতে আমি ভালো আয় করতে পারবো এবং দুই মেয়ের পড়াশোনার জন্য খরচ করতে পারবো।

টুম্পা জানান, সাংবাদিকদের মাধ্যমে আমার অসহায়ত্বের খবরটি ছড়িয়ে পড়লে অনেকেই সাহায্য করার কথা জানিয়েছেন। কিন্তু আমি সাহায্য নিতে চাইনি। আমি পরিশ্রম করে সৎপথে যতটুকু পেরেছি আয় করেছি।

অবশ্যই এটা আমার বা আমার পরিবারের জন্য যথেষ্ট নয়। আমরা গরিব মানুষ। এক্ষেত্রে সরকারি অনুদান পেলে বা প্রাতিষ্ঠানিক কোনো অনুদান পেলে একজন দরিদ্র নাগরিক হিসেবে তা গ্রহণ করবো।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, টুম্পা অনেক মেধাবী ছাত্রী। তার লেখাপড়া অব্যাহত রাখার জন্য উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, টুম্পাকে লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা দিতে জেলা প্রশাসন তার পাশে রয়েছে।

মন্তব্য

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

টাঙ্গ‌াইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় রাকিব মোল্লা (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপ‌জেলার পুং‌লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রা‌কিব মোল্লা বরিশালের লাকু‌টিয়া এলাকার রুহুল আমীন মোল্লার ছেলে। তিনি মোটরসাইকেল‌যোগে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

 

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, ‘ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মোটরসাইকেল‌টি মহাসড়কের পুং‌লি এলাকায় পৌঁছলে পেছন থে‌কে এক‌টি অজ্ঞাত প‌রিবহ‌নের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাকিব মোল্লার মৃত‌্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে টাঙ্গ‌াইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ