পাকুন্দিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
পাকুন্দিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শীলা বেগম (৩৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ছয়চির গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শীলা বেগম ওই গ্রামের ফাইজুল ইসলামের স্ত্রী। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামের মৃত গিয়াস উদ্দীনের মেয়ে শীলা বেগমের সঙ্গে একই গ্রামের ফাইজুল ইসলামের বিয়ে হয়।

তাদের সংসারে দুই মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে। তাদের স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবন ভালোই চলছিল।

সোমবার দুপুরে শীলা বেগম সবার অজান্তে ঘরের দরজা লাগিয়ে শয়ন কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন জানালা দিয়ে দেখতে পায় শীলার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ সোমবার বিকেলে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেনহাজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে শীলা বেগমের স্বামী ফাইজুল ইসলাম বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। গৃহবধূর লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

বালিয়াডাঙ্গী

বিএনপির মহাসচিবের আশ্বাসে হরতাল প্রত্যাহার

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
বিএনপির মহাসচিবের আশ্বাসে হরতাল প্রত্যাহার
সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আজ শনিবার সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। দুপুরে কাউন্সিল সভাপতি পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু বক্কর সিদ্দিক জানান, পূর্বঘোষিত সময় অনুযায়ী ১ ফেব্রুয়ারি শনিবার বালিয়াডাঙ্গী দুওসুও ইউনিয়ন বিএনপির সম্মেলনের ভোটগ্রহণের কথা থাকলেও শুক্রবার রাতে জেলা বিএনপির নেতারা হঠাৎ তা স্থগিত করেন। এমন সিদ্ধান্তের প্রতিবাদে সম্মেলনে বিভিন্ন পদে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

এর প্রতিবাদে রাতেই বালিয়াডাঙ্গী উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন এবং শনিবার বালিয়াডাঙ্গী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। সে অনুযায়ী সকাল থেকে হরতাল চলছিল। দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে অবগত হলে তিনি নেতাকর্মীদের হরতাল প্রত্যাহার করার নির্দেশ দেন এবং আগামী পাঁচ দিনের মধ্যে পুনরায় কাউন্সিল করার আশ্বাস দেন। মহাসচিবের এমন আশ্বাসে দুপুর ১২টায় হরতাল প্রত্যাহার করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য
কালের কণ্ঠে সংবাদ প্রকাশ

সেই ইমনের মেডিক্যালের ভর্তির দায়িত্ব নিলেন ড. মোবারক

বুড়িচং- ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং- ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
সেই ইমনের মেডিক্যালের ভর্তির দায়িত্ব নিলেন ড. মোবারক
ইমন ও তার মা মাহমুদা বেগম (বামে), জামায়াত নেতা এড. ড. মোবারক হোসেন (ডানে)।

কালের কণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর খুলনা মেডিক্যাল কলেজে মেধাতালিকায় ভর্তির সুযোগ পাওয়া সেই মেধাবী ইমন কাজীর পাশে দাঁড়ালেন এ্যাডভোকেট ড. মোবারক হোসেন। অর্থনৈতিক কারণে শঙ্কায় থাকা ইমনের যাবতীয় দায়িত্ব তিনি পালন করবেন বলে জানিয়েছেন। এ্যাডভোকেট ড. মোবারক হোসেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) কুমিল্লা-৫ আসনের মনোনীত প্রার্থী।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন ইমন কাজী ও তার পরিবার।

এর আগে (৩০ জানুয়ারি) ‘অর্থের অভাবে মেডিক্যাল অনিশ্চিত ইমনের’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক কলের কণ্ঠ। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের দিনমজুর কাজী মনিরুলের ছেলে ইমন কাজী। চলতি বছর মেডিক্যাল ভর্তি পরীক্ষা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ইমন কাজী।

তবে পরিবারের সবার চোখমুখে আনন্দ থাকলেও আড়ালে দেখা দেয় দুশ্চিন্তা ও অনিশ্চয়তা।

এমন খবর পেয়ে কালের কণ্ঠ প্রতিনিধি সরেজমিনে গিয়ে ইমন ও তার দরিদ্র পরিবারের সাথে কথা বলেন এবং সংবাদ প্রকাশ করেন। সংবাদটি প্রচারিত হলে 'আমরা এলাকাবাসী সংগঠনসহ অনেকেই ইমনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এরই ধারাবাহিকতায় জামায়াত নেতা এড. ড. মোবারক হোসেন ভর্তির দায়িত্ব নিয়েছেন।

জামায়াত নেতা এড. ড. মোবারক হোসেন বলেন, 'ইমন কাজী নামে একজন মেধাবী শিক্ষার্থী মেডিক্যালে ভর্তি অনিশ্চিত এমন সংবাদ পত্রিকায় দেখে পরিবারটির সাথে যোগাযোগ করেছি।

সে আমার এলাকার সন্তান, মেধাবী ছাত্র। সে শুধু আমার এলাকার গর্ব না পুরো বাংলাদেশের গর্ব। তার পাশে থাকতে পেরে সত্যিই আমার খুব ভালো লাগছে। এই মেধাবী ছেলে এগিয়ে নিতে সবাই পাশে থাকার প্রয়োজন বলে আমি মনে করি।'

ইমন কাজী কালের কণ্ঠকে বলেন, 'এ্যাড. ড. মোবারক হোসেন ভাই আমার সঙ্গে ও আম্মুর সঙ্গে মোবাইলে কথা বলেছেন।

তিনি বলেছেন, মেডিক্যালে ভর্তি টাকা দিবেন এবং আমার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এসময় তার পরিবার দৈনিক কালের কণ্ঠসহ সকল গণমাধ্যমকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 

ইমনের প্রতিবেশীরা জানায়, ইমন কাজীর ভর্তির পর বই প্রয়োজন, খুলনা থাকা-খাওয়াসহ খরচ ব্যয়বহুল। যা ইমনের পরিবারের পক্ষে বহন করা সম্ভব না এই দিকেও সকলের সহযোগীতা প্রয়োজন।

উল্লেখ্য, মেধাবী এই শিক্ষার্থী ২০২২ সালে এসএসসি পরীক্ষায় পোমকাড়া সিদ্দিকুর রহমান অ্যান্ড হাকিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পেয়েছেন গোল্ডেন জিপিএ-৫। ২০২৪ সালে বুড়িচং উপজেলার পারুরায়া আব্দুল মতিন খসরু কলেজ থেকে একমাত্র ইমন কাজীই গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

চলতি বছরে সে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পায়। ইমনের বাবা কাজী মনির (৫৫) একজন দিনমজুর। তিনি এলাকায় অন্যের জমিতে কাজ করে সংসার চালান। মা মাহমুদা বেগম (৫০) গৃহিণী। দুই ভাই, দুই বোনের মধ্যে ইমন কাজী দ্বিতীয়। তার বড় বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে অধ্যায়নরত। তার ছোট বোন অনার্স ১ম বর্ষে অধ্যায়নরত, ছোট ভাই পঞ্চম শ্রেণিতে পড়ছে।

মন্তব্য

সুনামগঞ্জ সীমান্তে ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সুনামগঞ্জ সীমান্তে ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ
সংগৃহীত ছবি

সুনামগঞ্জ সীমান্তে ৮৫৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের চালান আটক করেছে ২৮ বিজিবি। আজ শনিবার ভোররাতে নৈগাঙ, কাপনা, কামারভিটা সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মদের চালান জব্দ করা হয়। 

এই মদের চালান সীমান্ত দিয়ে চোরাকারবারিরা বাংলাদেশে নিয়ে এসেছিল। বিজিবির টহলদলের তৎপরতার কারণে মদ রেখে পালিয়ে যায় চোরাকারবারিদল।

আরো পড়ুন
পলিথিনে মোড়ানো ২০ ককটেল, ৩ ছুরি-কাটার উদ্ধার

পলিথিনে মোড়ানো ২০ ককটেল, ৩ ছুরি-কাটার উদ্ধার

 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, বনগাঁও বিওপি নৈগং নামক স্থান থেকে ৬৯৭ বোতল, ডলুরা, নারায়ণতলা এবং বীরেন্দ্রনগর বিওপি সীমান্ত থেকে আরো ১৫৮ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবি। আটককৃত মাদকের চালান সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে। 

আরো পড়ুন
২ স্ত্রী‌কে নি‌য়ে অশা‌ন্তি, গা‌ছে ঝু‌লছিল যুব‌কের দেহ

২ স্ত্রী‌কে নি‌য়ে অশা‌ন্তি, গা‌ছে ঝু‌লছিল যুব‌কের দেহ

 

সীমান্তে পাচার, চোরাচালান প্রতিরোধে বিজিবি কাজ করছে বলেও জানান তিনি।

মন্তব্য
রূপগঞ্জ

পলিথিনে মোড়ানো ২০ ককটেল, ৩ ছুরি-কাটার উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
পলিথিনে মোড়ানো ২০ ককটেল, ৩ ছুরি-কাটার উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় একটি আবাসনের কাশবনের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ২০টি ককটেলসহ তিনটি ধারালো ছোরা ও কাটার উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে এগুলো উদ্ধারের পর রাতে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।

আরো পড়ুন

২ স্ত্রী‌কে নি‌য়ে অশা‌ন্তি, গা‌ছে ঝু‌লছিল যুব‌কের দেহ

২ স্ত্রী‌কে নি‌য়ে অশা‌ন্তি, গা‌ছে ঝু‌লছিল যুব‌কের দেহ

 

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে এক কৃষক দড়িকান্দি এলাকায় একটি আবাসন কম্পানির প্রকল্পের ভেতর থেকে গরুর জন্য ঘাস কেটে ফিরছিলেন। এ সময় কাশবনের ঝোপের মধ্যে পলিথিনে লাল স্কচটেপ মোড়ানো অনেকগুলো ককটেলসদৃশ বস্তু দেখে সরকারি পরিষেবা ৯৯৯-এ কল করেন।

 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলসদৃশ বস্তুসহ তিনটি ধারালো ছোরা, একটি তালা কাটার মেশিন ও দুটি রড উদ্ধার করে। পরে ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দিলে রাত ১২টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে এসে সেখান থেকে উদ্ধার হওয়া পলিথিনে মোড়ানো ২০টি ককটেল নিষ্ক্রিয় করে।

আরো পড়ুন

পদ্মায় বাঁশ-জালের আড়াআড়ি বাঁধ, চলছে জাটকা ইলিশ নিধন!

পদ্মায় বাঁশ-জালের আড়াআড়ি বাঁধ, চলছে জাটকা ইলিশ নিধন!

 

ইনচার্জ আরো জানান, প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতরা কাশবনের মধ্যে এসব ককটেল, ছোরা, কাটার, লোহার রড রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ