দারা শহরের সাবেক নিরাপত্তাবিষয়ক প্রধান আতেফ নাজিবকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল শুক্রবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই তথ্য জানিয়েছে। সানা জানিয়েছে, ২০১১ সালের বিদ্রোহ শুরু হওয়ার পর বিক্ষোভ দমনে জড়িত থাকা সিরিয়ার সাবেক নেতা বাশার আল-আসাদের চাচাতো ভাইকে সিরিয়ার অভ্যন্তরে আটক করা হয়েছে।
আতেফ নাজিবকে আসাদ পরিবারের শক্ত ঘাঁটি লাতাকিয়া অঞ্চলে আটক করা হয়।
যেখানে সাবেক সরকারের কিছু অনুগতরা আশ্রয় নিয়েছিল। গত বছর দেশজুড়ে বিদ্রোহীরা ছড়িয়ে পড়লে আসাদ এবং তার পরিবার রাশিয়ায় পালিয়ে যান।
সিরিয়ার নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সম্প্রতি সতর্ক করে দিয়েছিলেন, পরবর্তী সরকার ‘সিরীয়দের রক্তপাতকারী এবং আমাদের বিরুদ্ধে গণহত্যা ও অপরাধ সংঘটিত অপরাধীদের তাড়া করবে, তারা যেখানেই লুকিয়ে থাকুক দেশে বা বিদেশে। এর পরেই তাকে আটক করা হলো।
২০১১ সালে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনে তার ভূমিকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নাজিবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আসাদের বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করার জন্য পদক্ষেপ নেওয়ার পরেই তা বছরের পর বছর ধরে গৃহযুদ্ধে রূপ নেয়।

নিরাপত্তাবিষয়ক প্রধান আতেফ নাজিব। ছবি: এক্স থেকে নেওয়া
সেই বছরের বসন্তে ডেরা শহরে দেয়ালে শাসনবিরোধী গ্রাফিতি লেখার জন্য একদল শিশুকে গ্রেপ্তার এবং নির্যাতনের পর আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে।
সেই সময় স্থানীয় লোকজনের মতে, শিশুদের নখ কেটে ফেলা হয়েছিল। তারা আরব বসন্ত থেকে অনুপ্রাণিত হয়েছিল, মিসর এবং তিউনিসিয়াসহ এই অঞ্চলের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছিল।
নাজিব তখন ডেরায় সরকারের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান ছিলেন। শিশুদের বাবা-মা এবং বিশিষ্ট স্থানীয় প্রতিনিধিরা নাজিবের কাছে ওই শিশুদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। জাবলেহে শহরে জন্মগ্রহণকারী আতেফ নাজিব অত্যন্ত নিষ্ঠুর শাসক হিসেবে পরিচিত ছিলেন।
আলিয়া মালেক একজন আমেরিকান সাংবাদিক এবং আইনজীবী। মালেক ১৯৭৪ সালে মেরিল্যান্ডের বাল্টিমোরে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা সিরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন।
আলিয়া মালেক তার ‘দ্য হোম দ্যাট ওয়াজ আওয়ার কান্ট্রি’ বইয়ে লিখেছেন, ‘তাদের বলা হয়েছিল, তোমাদের সন্তানদের ভুলে যাও। যদি তোমরা সন্তান চাও, তাহলে আরো সন্তান জন্ম দাও। যদি তুমি না জানো কীভাবে, তাহলে আমাদের কাছে তোমার নারীদের নিয়ে এসো। আমরা তোমার জন্য সন্তান তৈরি করে দেব।’ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি সিরিয়ার দামেস্কে থাকতেন। তার স্মৃতিকথা ‘দ্য হোম দ্যাট ওয়াজ আওয়ার কান্ট্রি’ বইটি এই সময়ের ওপর ভিত্তি করে লেখা।
ওই ঘটনায় অবশেষে শিশুদের মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু সেনাবাহিনী পরবর্তীতে দেরায় আক্রমণ শুরু করে এবং বিক্ষোভ দ্রুত সিরিয়াজুড়ে ছড়িয়ে পড়ে।
লাতাকিয়ার নতুন নিরাপত্তা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফা কানাইফাতি শুক্রবার বলেছেন, ‘নাজিবকে সিরিয়ার জনগণের বিরুদ্ধে অপরাধ সংঘটনকারীদের একজন হিসেবে বিবেচনা করা হয়েছিল।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, সিরিয়ায় আসাদ রাজবংশের স্বৈরাচারী শাসন কয়েক দশক ধরে লড়াই, রক্তপাত এবং নিপীড়নমূলক রাজনৈতিক দমন-পীড়ন হিসেবে চিহ্নিত। যুদ্ধের সকল পক্ষই বেআইনি আক্রমণ চালিয়েছে। বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে।
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল-শারার সশস্ত্র গোষ্ঠী ডিসেম্বরে সরকার-নিয়ন্ত্রিত অঞ্চল দখল করে নেয় এবং আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য জোট বাহিনীর নেতৃত্ব দিয়েছে। তিনি এখন নাগরিক শান্তি অর্জনের আশা করছেন। জাতিসংঘের মতে এক দশকেরও বেশি সময় ধরে চলা নৃশংস গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিকে পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। দেশটিতে গৃহযুদ্ধে ৩ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ৬০ লাখের বেশি সিরিয়ান দেশ ছেড়ে পালিয়েছে।
সূত্র : সিএনএন