দক্ষিণ সুদানে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় দেশটি নতুন করে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। স্থানীয় সময় গত সোমবার গভীর রাতে দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের (ইউএনএমআইএসএস) প্রধান নিকোলাস হেসম জানিয়েছেন, প্রেসিডেন্ট সালভা কিরের মিত্রবাহিনী এবং ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের মিত্রবাহিনীর মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় দেশটিতে বর্তমানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
নিকোলাস হেসম বলেন, ‘শান্তি চুক্তির আলোচনার প্রচেষ্টা কেবল তখনই সম্ভব হবে, যদি সালভা কির ও রিক মাচার জনগণের স্বার্থকে তাঁদের নিজেদের স্বার্থের চেয়ে এগিয়ে রাখতে সক্ষম হন।’ সূত্র : আলজাজিরা
।