‘গৃহযুদ্ধর দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল’, যা বললেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘গৃহযুদ্ধর দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল’, যা বললেন নেতানিয়াহু
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : এএফপি

ইসরায়েলের সম্মানিত আইনবিদ সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারুন বারাক বলেছেন ইসরায়েল গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারক এবং অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার সরকারের সাম্প্রতিক প্রচেষ্টার কারণে দেশটি সেই দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তবে তার এই মন্তব্য করার কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টুইট করে বলেছেন, ‘কোনো গৃহযুদ্ধ হবে না!’ 

তিনি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্র আইনের দেশ এবং আইন অনুসারে ইসরায়েলি সরকারই সিদ্ধান্ত নেয় কে শিন বেটের প্রধান হবেন।’ এরপর নেতানিয়াহু টুইট করে যোগ করেছেন ‘শাব্বাত শালোম।

ইসরায়েলের বিশিষ্ট ওই আইনবিদ আহারুন বারাক সতর্ক করে বলেছেন, দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার একাধিক সাক্ষাৎকারে বারাক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা কেন্দ্রীকরণের সমালোচনা করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু দেশকে এমনভাবে বিভক্ত করেছেন যে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।

ওয়াইনেটের সঙ্গে এক সাক্ষাৎকারে বারাক বলেছেন, ‘ইসরায়েলি সমাজের প্রধান সমস্যা হল... ইসরায়েলিদের মধ্যে তীব্র ফাটল।

’ তিনি আরো বলেন, ‘এই ফাটল আরো খারাপ হচ্ছে এবং শেষ পর্যন্ত, আমি আশঙ্কা করছি, দেশ একটি ট্রেনের মতো হবে। ট্রেনটি তার লাইন থেকে ছিটকে একটি খাদে পড়ে যাবে, যার ফলে শুরু হবে গৃহযুদ্ধ।’ বারাক ১৯৯৫-২০০৬ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শিন বেটের প্রধান প্রধান রোনেন বারকে বরখাস্ত করার নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ এবং বিক্ষোভের মধ্যে বারাকের এই মন্তব্য করেছেন।

নেতানিয়াহু দাবি, তিনি বারের ক্ষমতার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন এবং তাই তাকে বরখাস্ত করতে হচ্ছে। অন্যদিকে সমালোচকরা বলছেন, ক্ষমতা কেন্দ্রীভূত করার এবং তার সহযোগীদের দুর্নীতির অভিযোগের তদন্ত বন্ধ করার ইচ্ছা থেকেই নেতানিয়াহু এই বরখাস্ত কর্যকর করতে চাচ্ছেন।

আরো পড়ুন
ভারতীয় নিখোঁজ কন্যাকে মৃত ঘোষণা করতে চান পিতা-মাতা, কিন্তু কেন?

ভারতীয় নিখোঁজ কন্যাকে মৃত ঘোষণা করতে চান পিতা-মাতা, কিন্তু কেন?

 

চ্যানেল ১২-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বারাক বলেন, ‘ইসরায়েল গৃহযুদ্ধের কাছাকাছি পৌঁছেছে কারণ জনগণের মধ্যে বিশাল ফাটল ধরেছে। এটি নিরাময়ের জন্য কোনো প্রচেষ্টা করা হচ্ছে না।’ তিনি আরো বলেন, ‘সবাই এটিকে আরো খারাপ করার চেষ্টা করছে।

আজ বিক্ষোভ চলছে, তারপর একটি গাড়ি তাদের ওপর দিয়ে চলে যাবে এবং কাউকে চাপা দিবে।’  

তিনি বুধবার জেরুজালেমে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভের একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘একজন চালক একজন বিক্ষোভকারীকে ধাক্কা দিয়ে আহত করেছে সেখানে। আগামীকাল গুলি চালানো হবে এবং তার পরের দিন রক্তপাত হবে।’

ফিলিস্তিনের গাজায় নতুন করে অভিযান চালানোর বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভকে ঘিরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করা হয়। এদিকে যুদ্ধের মাঝেই ব্যাপক অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলে।

মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের মাধ্যমে গত বৃহস্পতিবার ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বহিষ্কার করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই বহিষ্কারাদেশ ৮ই এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন ইসরাইলের হাইকোর্ট। কিন্তু নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, ফলে দেশটির ভিতরে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে।

ইসরাইলের শ্রমিক ইউনিয়ন হিসতাদ্রুতের প্রধান আরমোন বার-ডেভিড হুমকি দিয়েছেন, নেতানিয়াহুর সরকার আদালতের আদেশ অমান্য করে রোনেন বারকে বরখাস্ত করলে বসে থাকবেন না। এদিকে ইসরায়েল বিজনেস ফোরাম (আবিএফ) হুঁশিয়ারি দিয়ে বলেছে, শিন বেতের প্রধান রোনেন বারের বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞাকে যদি সরকার সম্মান না করে তবে তারা ‘ইসরায়েলি অর্থনীতি অচল দেবে’। ইসরায়েল বিজনেস ফোরাম দেশের ২০০টি বৃহত্তম কম্পানির বেশিরভাগ বেসরকারি খাতের কর্মীদের প্রতিনিধিত্ব করে।

সমালোচকরা যুক্তি দিয়েছেন, হামাসের ৭ অক্টোবরের আক্রমণের সময় দায়িত্বে থাকা বারের স্থলাভিষিক্ত হওয়া উচিত নয় সরকারের। তারা আশঙ্কা করছেন, নেতানিয়াহু সংস্থার প্রধানের জন্য একজন অনুগত ব্যক্তিকে নিয়োগ করবেন। কারণ প্রধানমন্ত্রী ইসরায়েলের ‘বামপন্থী গভীর রাষ্ট্র’ সম্পর্কে তার ষড়যন্ত্রমূলক সমালোচনা তীব্রতর করে তুলেছেন।

সূত্র : টাইমস অব ইসরায়েল, ফার্স্টস্পট
 

মন্তব্য

সম্পর্কিত খবর

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পোপ ফ্রান্সিস
সংগৃহীত ছবি

প্রাণঘাতী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে ভ্যাটিকানে নিজ বাসভবনে ফিরেছেন পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় রবিবার (২৩ মার্চ) রোমের জেমিলি হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। 

হাসপাতালের বারান্দা থেকে সবার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। সেই সময় তিনি একটি হুইলচেয়ারে বসেছিলেন।

তবে তার চিকিৎসক সার্জিও আলফিয়েরি বলেছেন, তাকে সুস্থ হতে এখনো ‘কমপক্ষে দুই মাস’ সময় লাগবে।

ফুসফুসের জটিল সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি ৮৮ বছর বয়সী পোপ হাসপাতালে ভর্তি হন। এরপর প্রায় এক মাস ধরে ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

আরো পড়ুন
এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

 

তবে এর মাঝেও তিনি তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আর্জেন্টাইন এই ধর্মগুরু ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য

এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এবার গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল
সংগৃহীত ছবি

এবার ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। এর আগে গত ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে দখলদার ইসরায়েল। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

খবর টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার।

গতকাল রবিবার (২৩ মার্চ) উপত্যকাটির বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই তালিকায় আছেন নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমও। চলমান যুদ্ধে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে।

গতকাল রবিবার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

সেখানেই তাকে হত্যা করা হয়েছে।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী ‘সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।’

আরো পড়ুন
ঈদের ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ৩ এপ্রিলের টিকিট

ঈদের ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ৩ এপ্রিলের টিকিট

 

তিনি বলেন, ইসমাইল বারহুম ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। তিনি কয়েক দিন আগে নিহত সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

মন্তব্য

মেক্সিকোতে খাদে পড়ে গাড়িতে আগুন, ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মেক্সিকোতে খাদে পড়ে গাড়িতে আগুন, ১২ জনের মৃত্যু
ছবিসূত্র : এক্স থেকে সংগৃহীত

উত্তর মেক্সিকোতে একটি গাড়ি খাদে পড়ে আগুন ধরে যাওয়ায় ১২ জন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার এ দুর্ঘটনা ঘটেছে উত্তর মেক্সিকোর রাজ্য নুয়েভো লিওনে। সান্তিয়াগো পৌরসভার মেয়র ডেভিড দে লা পেনা একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বলেছেন, দুর্ঘটনাটি গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১২০ মিটার (৩৯৪ ফুট) গভীর খাদে পড়ে যাওয়া ভ্যানটিতে ১৬ জন যাত্রী ছিলেন।

যাত্রীরা কোথা থেকে এসেছিলেন এবং চালকও ছিলেন কি না, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কিছু লোক ঘটনাস্থলেই মারা গেছেন। বাকিদের হাসপাতালে নেওয়া হলে তার মধ্যে অনেকের মৃত্যু হয়।

আরো পড়ুন
ক্ষমা চাইলে ইমরান খানের মুক্তি সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ক্ষমা চাইলে ইমরান খানের মুক্তি সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

 

কর্তৃপক্ষের শেয়ার করা ছবিতে দেখা গেছে, একটি বন থেকে ধোঁয়া উঠছে।

যেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একটি হেলিকপ্টার আগুন নেভানোর জন্য কাজ করছে। রাজ্য কর্তৃপক্ষের ধারণা, আগুন নিয়ন্ত্রণে আনার আগে প্রায় দুই হেক্টর জমি পুড়ে গেছে। এ দুর্ঘটনা বহুসংখ্যক সড়ক দুর্ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা, যেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে।

এই মাসের শুরুতে দক্ষিণ মেক্সিকোতে একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় ১১ জন নিহত হন।

গত মাসেও দক্ষিণ মেক্সিকোতে একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ৪১ জন নিহত হন। গত বছরের শেষের দিকে, মধ্য মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছিলেন। 

সূত্র : রয়টার্স

মন্তব্য

কানাডায় ২৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কানাডায় ২৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা
সংগৃহীত ছবি

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ২৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি মোকাবেলার অঙ্গীকার করেছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জায়গায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা কার্নিকে বেছে নিয়েছিল কানাডার মধ্যপন্থী লিবারেল পার্টি। যদিও তিনি কখনো দেশটির জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

আগামী অক্টোবরে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে সেই নির্বাচন কয়েক মাস এগিয়ে আনার মধ্য দিয়ে তিনি স্পষ্ট করেছেন যে, ট্রাম্পের ক্রমাগত হুমকি এবং বাণিজ্য যুদ্ধই হবে তাঁর প্রচারণার মূল বিষয়।

গতকাল রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কার্নি বলেন, ‘আমি গভর্নর জেনারেলকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার এবং আগামী ২৮ এপ্রিল নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়েছি। তিনি সম্মতি দিয়েছেন।

কার্নি আরো বলেন, ‘ট্রাম্প আমাদের বিভক্ত করতে চান, যাতে আমেরিকা আমাদের মালিক হতে পারে। আমরা তা হতে দেব না। প্রেসিডেন্ট ট্রাম্পের অযৌক্তিক বাণিজ্যিক পদক্ষেপ এবং সার্বভৌমত্বের প্রতি তাঁর হুমকির কারণে আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের মুখোমুখি। আমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত একটি শক্তিশালী অর্থনীতি এবং আরো নিরাপদ কানাডা গড়ে তোলা।

এক দশক ক্ষমতায় থাকা লিবারেল সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। কিন্তু দেশপ্রেমের ঢেউ তুলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মুখিয়ে আছেন কার্নি।

কানাডার নির্বাচনে সাধারণত জীবনযাত্রার ব্যয় এবং অভিবাসনের মতো অভ্যন্তরীণ বিষয় প্রাধান্য পেয়ে থাকে। তবে এবার তালিকার শীর্ষে রয়েছে—কে ট্রাম্পকে ভালোভাবে মোকাবেলা করতে পারবেন।

ব্যাপক সমালোচনার মুখে ট্রুডো ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

এরপর বিরোধী দল কনজারভেটিভ পার্টির পিয়েরে পইলিভর আলোচনায় চলে আসেন। কয়েক সপ্তাহ আগেও জনমত জরিপে এগিয়ে ছিলেন তিনি। তবে লিবারেলদের ক্ষমতা নেওয়ার পর সেই ব্যবধান ঘুচিয়ে এনেছেন কার্নি।
সিবিসি নিউজ পোল ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত লিবারেল পার্টি ৩৭.৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়েছিল। অন্যদিকে কনজারভেটিভদের প্রতি সমর্থন ছিল ৩৭.১ শতাংশ ভোটারের।

জগমিত সিংয়ের নেতৃত্বাধীন বামপন্থী নিউ ডেমোক্রেটিক পার্টির প্রতি ১১.৬ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে।

আরো পড়ুন
পুতিন দয়ালু মানুষ : উইটকফ

পুতিন দয়ালু মানুষ : উইটকফ

 

দলগুলো কানাডার আইনসভার নিম্নকক্ষ হাউস অব কমনসের ৩৪৩টি আসনে লড়াই করবে। যে দল সবচেয়ে বেশি আসন পাবে তাদেরই সাধারণত সরকার গঠন করতে বলা হয়। আর ওই দলের নেতাই প্রধানমন্ত্রী হয়ে থাকেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ