২২ বছর পর নোবেল-মৌয়ের বিজ্ঞাপনের রিমেক, মডেল হলেন নিরব ও পায়েল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
২২ বছর পর নোবেল-মৌয়ের বিজ্ঞাপনের রিমেক, মডেল হলেন নিরব ও পায়েল
ছবি: কালের কণ্ঠ

‘ঢেকে রাখো চাঁদ মুখ রূপসী, চুরি হয়ে যাবে রূপ তা জানো কি/ রূপ যদি চুরি হয় ভয় কি, রঙে রঙে হয়েছি আমি রূপসী’— এমন মিষ্টি কথায় শাহজাদী মেহেদীর এক বিজ্ঞাপনে বাইশ বছর আগে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি আদিল হোসেন নোবেল ও সাদিয়া ইসলাম মৌ। যা সেসময়ে তুমুল জনপ্রিয় হয়েছিল। 

এবার সেই বিজ্ঞাপনটির রিমেক হচ্ছে প্রায় ২২ বছর পর। একই আদলে বেশ বড় আয়োজনে এবং বিজ্ঞাপন সংস্থা ক্রিয়েশন ওয়ার্ল্ডের অধীনে নতুন এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নাট্য নির্মাতা প্রবীর রায় চৌধুরী।

বিজ্ঞাপনটিতে জুটি হয়েছেন চিত্রনায়ক নিরব এবং অভিনেত্রী কেয়া পায়েল। 

গতকাল শুক্রবার দিনব্যাপী এফডিসিতে চলেছে এর শুটিং, শেষ হয়েছে আজ ভোর বেলায়। নতুন এই বিজ্ঞাপনটিতে পুরনো সেই গানটিই থাকছে। তবে নতুন করে গানটির রি-অ্যারেঞ্জমেন্ট করেছেন জাহিদ নীরব।

 

Nirab-Keya Payel

নোবেল ও মৌয়ের সেই বিজ্ঞাপনটির রিমেকে মডেল হওয়া প্রসঙ্গে চিত্রনায়ক নিরব কালের কণ্ঠকে বলেন, নোবেল ভাই এবং মৌ আপু দুজনেই আমার অনেক পছন্দের মানুষ। শুধু শাহজাদী মেহেদী নয়, তাদের একসঙ্গে অনেক বিজ্ঞাপন রয়েছে যেগুলো এখনও জনপ্রিয়। সেসবের মধ্য থেকে এই বিজ্ঞাপনটি রিমেক করা হচ্ছে। মডেলিংয়ে যে দুজন মানুষ এখনও আইকন তাদের রিমেক প্রজেক্টে যুক্ত থাকতে পেরে অনেক বেশি ভালো লাগছে।

তাদের প্রতি সেই ভালো লাগা থেকে চেষ্টা করেছি একটু অন্যরকম কিছু করতে। আশা করি আগের সেই কাজটির মতো এটিও সবার কাছে ভাল লাগবে।  

নির্মাতা প্রবীর রায় চৌধুরী বলেন, ওই সময়ের বিজ্ঞাপনটি বেশ জনপ্রিয় ছিল, গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে। সেই চিন্তা থেকেই নতুন করে এটির রিমেকের পরিকল্পনা। সবকিছু সেই একই আদলে থাকছে।

আশা করছি সবার ভালো লাগবে। 

জানা গেছে, ঈদুল ফিতরের আগে অর্থাৎ রমজানে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

উল্লেখ্য, ২০০৩ সালে নোবেল ও মৌয়ের সেই শাহজাদী মেহেদীর বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন আহমেদ ইউসুফ সাবের। বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও অনিমা ডি কস্টা।

মন্তব্য

সম্পর্কিত খবর

পাহাড়ে মজেছেন ফারিণ!

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
পাহাড়ে মজেছেন ফারিণ!
সংগৃহীত ছবি

ব্যস্ততা কমিয়ে মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবন উপভোগ করতে দেশের বাইরে পাড়ি জমান তাসনিয়া ফারিণ। এবার ঈদের আগে ছুটি পেয়েই ছুটে যান যুক্তরাজ্যে। সেখানে নিজের মতো করে সময় কাটান তিনি।  

যুক্তরাজ্যে যাওয়ার বিশেষ একটি কারণও আছে তার।

বার্মিংহাম শহরে বাস করেন তার স্বামী শেখ রেজওয়ান। তা ছাড়া ফারিণের মামা-মামিও থাকেন সেখানেই। তাইতো তার সামাজিক মাধ্যমেও যুক্তরাজ্যে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্তের ছবি ভেসে বেড়ায়।

May be an image of 1 person and Arthur's Seat

সম্প্রতি সামাজিক মাধ্যমে নানা মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন ফারিণ।

যা দেখে বোঝা যায়, বিলেতি পাহাড়ে মন মজেছে তার। শুধু তাই নয়, একটি লেকের ধার থেকেও নিজেকে ধরা দেন ফারিণ। 

এবার ঈদে মাত্র একটি কাজ এসেছে তাসনিয়া ফারিণের। ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’।

প্রাসঙ্গিক
মন্তব্য

মডেল মেঘনাকে হেফাজতে নেওয়ার কারণ জানাল ডিএমপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মডেল মেঘনাকে হেফাজতে নেওয়ার কারণ জানাল ডিএমপি

গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটনোর অপচেষ্টার অভিযোগে মডেল মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মেঘনা আলমের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতি ঘটানোর অপচেষ্টার অভিযোগ রয়েছে। এ নিয়ে মেঘলা আলমের আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে।

আরো পড়ুন
নববর্ষে অল্প খরচে ঘর সাজানোর সহজ উপায়

নববর্ষে অল্প খরচে ঘর সাজানোর সহজ উপায়

 

পুলিশের এই কর্মকর্তা বলেন, মেঘনা দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

এমন অভিযোগ পেয়ে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়।

মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। বলেন, তার (মেঘনা আলম) আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে।

জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী মেঘনা আলমকে ডিটেনশন আইনে গতকাল বৃহস্পতিবার ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আরো পড়ুন
সাভারে আবারও বাস যাত্রীদের মোবাইল ফোন-স্বর্ণালংকার লুট

সাভারে আবারও বাসযাত্রীদের মোবাইল ফোন-স্বর্ণালংকার লুট

 

ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

ওই আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারার জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলাপরিপন্থী ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূত হওয়ায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আটকাদেশ স্বাক্ষরের তারিখ থেকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ প্রদান করা হয়েছে।

আরো পড়ুন
সাবেক প্রেমিকার ওপর অভিনব প্রতিশোধ নিলেন পশ্চিমবঙ্গের এক যুবক

সাবেক প্রেমিকার ওপর অভিনব প্রতিশোধ নিলেন পশ্চিমবঙ্গের এক যুবক

 

গত বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার মধ্যেই তার অভিযোগ অনুযায়ী বাসার ‘দরজা ভেঙে’ পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ১২ মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর ডিলিটও হয়ে যায়।

প্রসঙ্গত, ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। পরিবেশকে রক্ষা করতে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে নতুন পণ্য বানিয়ে এবং তা বিক্রয়ের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করে নারীদের স্বাবলম্বী করার প্রচেষ্টায় মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার এ আয়োজন করা হয়।
 

মন্তব্য

২০ গান-কবিতায় ‘জেগে উঠো বিবেক’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
২০ গান-কবিতায় ‘জেগে উঠো বিবেক’
সংগৃহীত ছবি

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল গীতিকাব্য ‘জেগে উঠো বিবেক’ এর প্রকাশনা অনুষ্ঠান। গীতিকাব্যের সঙ্গে সংগীতের মূর্ছনায় ভিন্ন মাত্রায় এতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের চিরচেনা চিত্রের অনন্য এক দৃশ্যায়ন।

‘জেগে উঠো বিবেক’-এ থাকছে দশটি গান ও দশটি কবিতা, যা লিখেছেন রাসেল শাহরিয়ার। সুরের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী নিলম সেন।

সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় হাসিন।

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী শামীম হাসান, শাওন গানওয়ালা, নদীসহ আরও অনেকে।

প্রকাশনা অনুষ্ঠানে রাসেল শাহরিয়ার বলেন, ‘আমাদের দেশের সমাজের একদম নিচু থেকে উপর পর্যন্ত একটি কিছু শ্রেণির মানুষ দায়িত্ব ভীষণভাবে অবহেলা বা অপরাধ করে চলেছেন। সেটা হতে পারে জেনে-বুঝে কিংবা কাউকে অনুসরণ করে।

প্রত্যেকটা মানুষ তো নিজের বিবেকের কাছে বিচারক। সেই বিচারক যদি দুষ্টু বা অসৎ হয় তাহলে তার প্রতিফলন সমাজের সব জায়গায় পড়ে। সেই বিবেককে জাগ্রত করতে হলে তার অস্তিত্ব অনুধাবন সবচেয়ে বেশি প্রয়োজন। সেই চিন্তা থেকে গান-কবিতাগুলো রচনা করা।

তিনি আরো বলেন, ‘প্রথমে আমার কথাগুলো কবিতার মাধ্যমে সবার কাছে পৌঁছাতে চেয়েছিলাম। পরে সেটার সঙ্গে গান যোগ করা। এরপর নিলম সেনের সঙ্গে কথা বললেন তিনি এই কাজটি করতে আগ্রহী হন। আজ প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রকাশ পেল। আশা করি এটা যারা শুনবেন তাদের সবারই ভালো লাগে।

এই দশটি সেগমেন্টের মধ্যে একটিও যদি মানুষের বিবেককে নাড়া দেয় তাহলেই আমরা সার্থক।’

সংগীতশিল্পী নিলম সেন বলেন, ‘রাসেল শাহরিয়ার ভাইয়ের সঙ্গে ‘জেগে উঠো বিবেক’ নিয়ে কয়েকবার বসেছিলাম। এটা নির্মাণ করতে দীর্ঘদিন আমরা বিভিন্ন জায়গায় ছুটেছি। অবশেষে কাজটি শেষ করতে পেরে ভালো লাগছে। আশাকরি দর্শক-শ্রোতাদেরও এটি ভালো লাগবে।’

‘জেগে উঠো বিবেক’ উন্মুক্ত হয়েছে কুইন্স ইভেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

মন্তব্য

আবারও আইটেম গানে তামান্না

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আবারও আইটেম গানে তামান্না
সংগৃহীত ছবি

এখন অভিনয়ের চেয়ে আইটেম গানেই বেশি দেখা যাচ্ছে তামান্না ভাটিয়াকে। সাম্প্রতিক সময়ে আইটেমে পারফর্ম করেই আলোচনায় এই দক্ষিণী অভিনেত্রী।

 সেই ধারাবাহিকতায় আবারও আইটেম নিয়ে হাজির হচ্ছেন তামান্না। এবার তাকে দেখা যাবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানে।

সম্প্রতি এর ট্রেলার প্রকাশ করা হয়েছে, যা এখন রীতিমতো ভাইরাল। 

তার আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, সোনালি পোশাকে তামান্না ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, চুল বাতাসে উড়েছে, পেছনে দঁড়িয়ে আছেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা। সেই ক্লিপ দেখার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

তাদের এই কৌতূহলের কারণে নির্মাতারা ঘোষণা দিয়েছেন, আজ প্রকাশ করা হবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানটি।

যেখানে তামান্নাকে নতুনরূপে আবিষ্কারের সুযোগ পাবেন দর্শক। গানটি অভিনেত্রীর আগের সব গানের রেকর্ড ভেঙে দেবে বলেও ভারতীয় গণমাধ্যমে আশা প্রকাশ করেছেন নির্মাতারা। 

এদিকে ‘জেলার’ সিনেমায় ‘কাভালা’ গানে পারফর্ম করার পর তামান্নাকে নতুন ভাবে দেখা শুরু করেছেন দর্শক। তার নাচ এতটাই সাড়া ফেলেছে যে নির্মাতারাও শুধু নাচের জন্য অভিনেত্রীকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ