চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

নিজের ফেসবুক পেজে গুজব ছড়িয়ে দেশ অস্থিতিশীল করার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এস এম মোশাহিদ সরকারকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটক মোশাহিদ উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমান সরকার মহুরীর ছেলে।

আরো পড়ুন
হাসপাতালে গিয়ে বাড়ি ফেরা হলো না, ট্রাকচাপায় নিহত ২

হাসপাতালে গিয়ে বাড়ি ফেরা হলো না, ট্রাকচাপায় নিহত ২

 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, সোমবার (২৭ জানুয়ারি) রাতে চুনারুঘাট পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মাধবপুর থানায় আনা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বালিয়াডাঙ্গী

গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক বিএনপির

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক বিএনপির
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক দিয়েছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার রাতে হরতালের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান। 

তিনি বলেন, পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার সকাল থেকে ইউনিয়ন সম্মেলনের ভোট গ্রহণের কথা থাকলেও, জেলা বিএনপির নেতারা আকস্মিকভাবে সেই ভোট বাতিল করেন। জেলা বিএনপির এমন হঠকারিতা সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের হরতাল কর্মসূচি পালন করা হবে।

আরো পড়ুন

যে শর্তে ভারতের কর্নাটকে ‘স্বেচ্ছামৃত্যু’ নীতি চালু

যে শর্তে ভারতের কর্নাটকে ‘স্বেচ্ছামৃত্যু’ নীতি চালু

 

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন এবং মিছিল বের করেন। হরতালের সমর্থনে স্লোগান দিতে দিতে তারা বালিয়াডাঙ্গী উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর শনিবার সেই ভোট হওয়ার কথা ছিল। তবে জেলা বিএনপির শীর্ষ নেতারা হঠাৎ করেই ভোট স্থগিতের ঘোষণা দেন, যা নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি করে।

আরো পড়ুন

গরুচুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গণপিটুনি

গরুচুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গণপিটুনি

 

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা থাকলেও, জেলা কমিটির একতরফা সিদ্ধান্তে ভোট স্থগিত করা হয়েছে।

এতে করে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করা হয়েছে বলে তারা মনে করছেন। 

বিএনপি নেতা জুলফিকার আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এভাবে ভোট বাতিল করা মানে আমাদের মতামতকে দমন করা। আমরা চাই গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন হোক।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শওকত আলী সরকার জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা কাজ করছি।

প্রাসঙ্গিক
মন্তব্য

গরুচুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গণপিটুনি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গরুচুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গণপিটুনি
সংগৃহীত ছবি

ভোলায় গরুচুরির অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে। তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় ওই দুই নেতাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন
চির গৌরবের ভাষার মাস শুরু আজ

চিরগৌরবের ভাষার মাস শুরু আজ

 

অভিযুক্তরা হলেন— চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকীর হোসেন ও সদস্যসচিব মো. আলী।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে চরফ্যাশন থানা পুলিশ ওই দুই নেতাসহ একই মামলায় মো. ইসমাইল নামে আরো একজনকে আদালতে পাঠায়।

গরুর মালিক ও মামলার বাদী আসলামপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইয়াছিন জানান, ‘বেশ কয়েক মাস আগে তার ক্রয়কৃত একটি গরু লালন-পালন করার জন্য আসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেম নামের একজনের কাছে বর্গা দেন। প্রায় এক মাস আগে গরুটি চুরি হয়ে যায়। গত বৃহস্পতিবার তিনি একজনের মাধ্যমে নিশ্চিত হন, তার চুরি যাওয়া গরুটি ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আলীর বাড়িতে আছে।

পরে তিনি স্থানীয় লোকজন নিয়ে মো. আলীর বাড়িতে গিয়ে গরুটি শনাক্ত করেন।

আরো পড়ুন
গত বছরের তুলনায় মশা বেড়েছে ১২ গুণ

গত বছরের তুলনায় মশা বেড়েছে ১২ গুণ

 

কিন্তু আলী সে সময় দাবি করেন, তিনি গরুটি লালমোহনের রায়চাঁদ বাজার থেকে কিনে এনেছেন। পরে স্থানীয়রা তাকে চাপ দিলে তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের কাছ থেকে ৪০ হাজার টাকায় কিনেছেন বলে দাবি করেন। পরে স্থানীয়রা জাকির হোসেনকে তার কাছে আনলে জাকির এ ঘটনায় জড়িত দুলাল, ইসমাইল ও আলমগীর নামে আরো তিনজনের নাম জানান।

এরপর স্থানীয় লোকজন মো. জাকির, মো. আলী, দুলাল ও ইসমাইলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পরে মো. ইয়াছিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই পাঁচজনের নামে চরফ্যাশন থানায় মামলা করেন।

এদিকে এ ঘটনার পর চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবির ও সদস্যসচিব মো. কামরুজ্জামান শাহিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত হওয়া যায়- ওই রাতেই জাকির ও আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবির জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আসলামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন ও সদস্যসচিব মো. আলীকে বহিষ্কার করা হয়েছে। তাদের সঙ্গে এখন থেকে স্বেচ্ছাসেবক দলের কোনো সম্পর্ক নেই।

এ ছাড়া কেউ দলীয় প্রভাব দেখিয়ে অপকর্ম করলে তাদের ছাড় দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার খবর পেয়ে ওই দুইজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে গরুর মালিক গত রাতে বাদী হয়ে মামলা করেছেন। শুক্রবার দুপুরের দিকে তিনজনকে আদালতে পাঠানো হয়। দুলাল নামে আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্য

বিকেলে ইজতেমায় অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
বিকেলে ইজতেমায় অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে
সংগৃহীত ছবি

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের দ্বিতীয় দিন আজ। আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। এখন চলছে বয়ান। 

জানা যায়, আজ ফজরের নামাজের পর থেকেই বয়ান শুরু হয়েছে।

বয়ানে নিজের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা করা এবং দ্বীনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, সেসব বিষয়ে আলোচনা করা হচ্ছে।

ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা।

এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি। 

প্রথম ধাপের ৪১ জেলা ও ঢাকার একাংশ ইজতেমার প্রথম ধাপে অংশ নিয়েছেন গাজীপুর, নড়াইল, রাজশাহী, নাটোর, গাইবান্ধা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুমিল্লা, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং ঢাকার ডেমরা, কাকরাইল, মিরপুর, ধামরাই, দোহার ও নবাবগঞ্জ এলাকার মুসল্লিরা।

ইজেতমা সূত্র জানায়, প্রতি বছরের ন্যায় এবারও দ্বিতীয় দিন বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। 

প্রসঙ্গত, তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের অধীনে গতকাল ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। 

৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা।

১৬ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।

প্রাসঙ্গিক
মন্তব্য

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে করে দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা। 

আরো পড়ুন
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার পর থেকে কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল।

রাত ১২টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ