চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

নিজের ফেসবুক পেজে গুজব ছড়িয়ে দেশ অস্থিতিশীল করার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এস এম মোশাহিদ সরকারকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটক মোশাহিদ উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমান সরকার মহুরীর ছেলে।

আরো পড়ুন
হাসপাতালে গিয়ে বাড়ি ফেরা হলো না, ট্রাকচাপায় নিহত ২

হাসপাতালে গিয়ে বাড়ি ফেরা হলো না, ট্রাকচাপায় নিহত ২

 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, সোমবার (২৭ জানুয়ারি) রাতে চুনারুঘাট পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মাধবপুর থানায় আনা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বাসে ডাকাতি করা কুদ্দুছ সেনাবাহিনীর হাতে আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বাসে ডাকাতি করা কুদ্দুছ সেনাবাহিনীর হাতে আটক
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় আব্দুল কুদ্দুছ (৫০) নামের এক ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার কাছে আগ্নেয়াস্ত্রসহ ও বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র পাওয়া যায়। 

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের হায়দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কুদ্দুছ হায়দরপুর গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন
রাতে অপরাধীদের অভয়ারণ্য রাজধানী ঢাকা, উদ্বিগ্ন নগরবাসী

রাতে অপরাধীদের অভয়ারণ্য রাজধানী ঢাকা, উদ্বিগ্ন নগরবাসী

 

ছাতক সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ শোয়েব বিন আহমেদ বলেন, আসামি আব্দুল কুদ্দুছ গত ২৩ জানুয়ারি গভীর রাতে পাগলা জগন্নাথপুর আউশাকান্দি সড়কের ভববমি এলাকায় ট্রাক্টর ও গাছের গোড়া ফেলে রেখে সড়ক যোগাযোগ বন্ধ করে দুটো বাসে ডাকাতি করে। 

আরো পড়ুন
শুল্ক বাড়ানোর প্রভাব, ফলের দাম কেজিতে ৫০-৯০ টাকা বাড়তি

শুল্ক বাড়ানোর প্রভাব, ফলের দাম কেজিতে ৫০-৯০ টাকা বাড়তি

 

পরে এলাকাবাসী এগিয়ে ডাকাতদলকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। এরপরই তাকে খুঁজতে থাকে আইনশৃঙ্খলাবাহিনী। 

মন্তব্য

পঞ্চগড়ে শীতের দাপট অব্যাহত, স্থবির জনজীবন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পঞ্চগড়ে শীতের দাপট অব্যাহত, স্থবির জনজীবন

মাঘের শেষ সময়ে শীতের দাপট অব্যাহত রয়েছে দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে। গত চার দিন ধরে এই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ শনিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ছিল ৯ দশমিক ৮,  বৃহস্পতিবার ৯ দশমিক ৫ ও বুধবার একই সময়ে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আরো পড়ুন
গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক বিএনপির

গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক বিএনপির

 

সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। সেই সঙ্গে তীব্র শীত। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না। ফলে জীবিকার তাগিতে মানুষজন বাইরে বের হতে পারছেন না।

 

আরো পড়ুন
শিশুসহ ৬ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রে আবার বিমান দুর্ঘটনা

শিশুসহ ৬ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রে আবার বিমান দুর্ঘটনা

 

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত চার দিন ধরে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘণ্টায় ৯-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীত অনুভূত হচ্ছে।

মন্তব্য

নোয়াখালীতে চুলার আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
নোয়াখালীতে চুলার আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রান্নাঘরের চুলার আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা। তারা উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জোড়খালী গ্রামের মুনদার বাড়িতে রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে।

পরে শুক্রবার (৩১ জানুয়ারি) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় অগ্নিদগ্ধ নিমাই চন্দ্র মজুমদারের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর পর রাত ৯টার দিকে স্ত্রী মিলন বালার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিমাই ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। গভীর রাতে আকস্মিক তাদের রান্নাঘরের চুলা থেকে পুরো ঘরে আগুন লেগে যায়।

তাৎক্ষণিক আগুন ঘরের পাশে থাকা গোয়ালঘরেও ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘরে থাকা চারটি গরু আগুনে পুড়ে মারা যায়। ঘরের আসবাবপত্রসহ সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘুমের ঘোরে আচ্ছন্ন থাকায় নিমাই ও তার স্ত্রীর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

পরে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন। শুক্রবার ভোরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় অ্যাম্বুল্যান্সে বিকেল ৫টার দিকে নিমাইয়ের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় মিলন বালাকে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে মিলন বালার মৃত্যু হয়।

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, নিহত দম্পতি রান্নাঘরের পাশে একটি কক্ষে থাকত। স্থানীয়দের ভাষ্য মতে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তাদের জানানো হয়নি। তবে তারা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

মন্তব্য
বালিয়াডাঙ্গী

গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক বিএনপির

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক বিএনপির
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক দিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাতে হরতালের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান। 

তিনি বলেন, পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার সকাল থেকে ইউনিয়ন সম্মেলনে ভোটগ্রহণের কথা থাকলেও, জেলা বিএনপির নেতারা আকস্মিকভাবে সেই ভোট বাতিল করেন। জেলা বিএনপির এমন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের হরতাল কর্মসূচি পালন করা হবে।

আরো পড়ুন

যে শর্তে ভারতের কর্নাটকে ‘স্বেচ্ছামৃত্যু’ নীতি চালু

যে শর্তে ভারতের কর্ণাটকে ‘স্বেচ্ছামৃত্যু’ নীতি চালু

 

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন এবং মিছিল বের করেন। হরতালের সমর্থনে স্লোগান দিতে দিতে তারা বালিয়াডাঙ্গী উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর শনিবার সেই ভোট হওয়ার কথা ছিল। তবে জেলা বিএনপির শীর্ষ নেতারা হঠাৎ করেই ভোট স্থগিতের ঘোষণা দেন, যা নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি করে।

আরো পড়ুন

গরুচুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গণপিটুনি

গরুচুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গণপিটুনি

 

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা থাকলেও, জেলা কমিটির একতরফা সিদ্ধান্তে ভোট স্থগিত করা হয়েছে।

এতে করে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করা হয়েছে বলে তারা মনে করছেন। 

বিএনপি নেতা জুলফিকার আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এভাবে ভোট বাতিল করা মানে আমাদের মতামতকে দমন করা। আমরা চাই গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন হোক।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা কাজ করছি।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ