বগুড়া-৩ আসনের সাবেক এমপি খোকা আর নেই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
বগুড়া-৩ আসনের সাবেক এমপি খোকা আর নেই
আব্দুল মোমিন তালুকদার খোকা

বিএনপির মনোনীত বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকা (৭৬) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সার্পোটে ছিলেন।

আরো পড়ুন
ট্রেন বন্ধের পেছনে দুই মন্ত্রণালয়ের ‘ঠেলাঠেলি’

ট্রেন বন্ধের পেছনে দুই মন্ত্রণালয়ের ‘ঠেলাঠেলি’

 

মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা এবং নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল মোমিন তালুকদার খোকা ২০০১ এবং ২০০৮ সালে বিএনপি মনোনীত দুই বার জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি বন ও পরিবেশ মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাবা মরহুম আব্দুল মজিদ তালুকদার বিএনপি মনোনীত তিন বার এমপি ছিলেন।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ জন গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের সদরঘাট থানার নেভাল-২ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ ছাত্রমঞ্চের সক্রিয় নেতা সাব্বিরের নেতৃত্ব নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় কর্মীরা মিছিলসহ সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিল।

এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন- সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২),  তন্ময় দাশ (২৩),  নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।

মন্তব্য

আ.লীগের নাম উচ্চারণ করলে পিটিয়ে গ্রাম ছাড়া করার ঘোষণা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
আ.লীগের নাম উচ্চারণ করলে পিটিয়ে গ্রাম ছাড়া করার ঘোষণা

এবার আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পিটিয়ে তাকে গ্রাম ছাড়া করার ঘোষণা দিলেন শেখ হাসিনা হত্যা চেষ্টার ফরমায়েশি রায়ের দণ্ড থেকে  সদ্য কারামুক্ত বিএনপি নেতা এনামুল হক। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পাকশী বিবিসি বাজারে ফরমায়েশি রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি জাকারিয়া পিন্টুসহ বিএনপির ৯ নেতাকর্মীর মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

আরো পড়ুন

বরিশালের আবাসন খাত : ১৮৩০ কোটি টাকার বিনিয়োগ আটকা দুই বছর

বরিশালের আবাসন খাত : ১৮৩০ কোটি টাকার বিনিয়োগ আটকা দুই বছর

 

পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ন-সম্পাদক ও পাকশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক বলেন, 'শেখ হাসিনা পালিয়েছে। তবে তাদের দোসরদের এদেশে রেখে গেছে।

এসব দোসর আ.লীগকে লালন করছে। সন্ত্রাসীদের পুনর্বাসনের পরিকল্পনা করছে। তাদের উদ্দেশ্যে পরিষ্কার করে বলতে চাই, আ.লীগের নাম উচ্চারণ করলে তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করা হবে।'

আরো পড়ুন

বিশ্ব ইজতেমা : আখেরি মোনাজাতে বেড়েছে নারীদের অংশগ্রহণ

বিশ্ব ইজতেমা : আখেরি মোনাজাতে বেড়েছে নারীদের অংশগ্রহণ

 

এনামুল হক বলেন, 'ভোটের অধিকার হরণ করে আ.লীগ সাধারণ মানুষকে ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে।

নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে কৃষকের জন্য বরাদ্দকৃত অর্থ তারা আত্মসাৎ করে কৃষকদের হক মেরে খেয়েছে। আ.লীগের লুটপাটকারীদের নেতৃত্বে সারা বিশ্বের কাছে রূপপুরের নাম ডুবিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে এসব অন্যায়ের হিসাব দিতে হবে।'

তিনি আরো বলেন, 'বিএনপি চোরকে প্রশ্রয় দেয় না, মাদক কারবারিকে প্রশ্রয় দেয় না।

মানুষ যেন বিএনপিকে আ.লীগের মতো চোখে না দেখে। এজন্য লুটপাট ও মাদকের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে।'

পাকশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাইদার আলীর সভাপতিত্বে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সোহেল রানার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক খালেক খাঁ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রউফ রব বিশ্বাস, বিএনপি নেতা জহুরুল বিশ্বাস। 

আরো পড়ুন

সাড়ে ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

সাড়ে ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

 

এসময় পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দোহা জামী, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান হিটলু, সাবেক ছাত্রনেতা রানা বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মৃধা, যুবদল নেতা সজীব সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সাড়ে ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সাড়ে ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কার‌ণে প্রায় সা‌ড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফে‌রি চলাচল শুরু হ‌য়েছে। রবিবার সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে গতকাল শনিবার সন্ধ্যা থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত সাড়ে ১০টা দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

আরো পড়ুন
বরিশালের আবাসন খাত : ১৮৩০ কোটি টাকার বিনিয়োগ আটকা দুই বছর

বরিশালের আবাসন খাত : ১৮৩০ কোটি টাকার বিনিয়োগ আটকা দুই বছর

 

এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় তীব্র শীতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে যানবাহনের যাত্রী ও চালকদের।

 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব‌্যবস্থাপক‌ মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। দ্রুতই সিরিয়ালে থাকা যানবাহনের চাপ কমে যাবে।

 

মন্তব্য

বরিশালের আবাসন খাত : ১৮৩০ কোটি টাকার বিনিয়োগ আটকা দুই বছর

রফিকুল ইসলাম, বরিশাল
রফিকুল ইসলাম, বরিশাল
শেয়ার
বরিশালের আবাসন খাত : ১৮৩০ কোটি টাকার বিনিয়োগ আটকা দুই বছর
সংগৃহীত ছবি

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ রোডের মধুমিয়ার পুল এলাকার বাসিন্দা রওশন জাহান। যৌথ মালিকানায় ১৩ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেন। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ইমারত নির্মাণ বিধিমালা ২০২০ অনুযায়ী নকশা অনুমোদনের জন্য আবেদন করেন। সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ দায়িত্ব গ্রহনের পর সেই আবেদন ফিরিয়ে দেন।

আরো পড়ুন

কেরালার পর এবার দিল্লি-মুম্বাই থেকে ১২ বাংলাদেশি গ্রেপ্তার

কেরালার পর এবার দিল্লি-মুম্বাই থেকে ১২ বাংলাদেশি গ্রেপ্তার

 

তার নির্দেশ অনুযায়ী ১৯৯৬ সালের বিধিমালা অনুযায়ী ফের আবেদন করেন। সে অনুযায়ী গতবছরের ১২ সেপ্টেম্বর নকশা অনুমোদন ফি দুই লাখ ৬১ হাজার ৮৬৭ টাকা ব্যাংকে জমা দেন। নকশা সংশোধন করে আবার জমা দিতে নির্দেশ দিয়েছেন বিসিসির প্রশাসক। ফলে আবাসন খাতে তাদের প্রায় ১১ কোটি টাকার বিনিয়োগ বন্ধ রয়েছে।

শুধু রওশন জাহান নন, তার মতো আবাসন খাতে অন্তত সহস্রাধিক বিনিয়োগকারি বছরের পর বছর ধরে নকশা অনুমোদনের জন্য বিনিয়োগ করতে পারছেন না। ফলে শুধু নগরীতেই আবাসন খাতের প্রায় ১৮৩০ কোটি টাকার বিনিয়োগ অন্তত দুই বছর ধরে আটকে আছে। যার প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রীতে। 

আরো পড়ুন

৬০০ মাইল রেঞ্জের মিসাইল পরীক্ষা চালাল ইরান, লক্ষ্য শত্রু জাহাজ

৬০০ মাইল রেঞ্জের মিসাইল পরীক্ষা চালাল ইরান, লক্ষ্য শত্রু জাহাজ

 

বিশেষ করে নির্মাণ শ্রমিকরা রয়েছেন মহাসংকটে।

নকশা অনুমোদন পেলে শ্রমিকদের পকেটে ৬৫৫ কোটি টাকা যেতো। পাশাপাশি বিসিসি শুধু নকশা অনুমোদন ফি বাবদ এককালিন প্রায় ১১ কোটি টাকা রাজস্ব পেতো। সঙ্গে বছর বছর হোল্ডিং ট্যাক্স আর পানির বিল বাবদ বিসিসির রাজস্ব আয়ে ৮ কোটি টাকা যুক্ত হতো।

নির্মাণে ব্যয় ১৮৩০ কোটি

পদ্মা সেতুর সুবাধে রাজধানীর সাথে সড়ক যোগাযোগ উন্নয়নের পর চাঙা হয় বরিশালের আবাসন খাত। ভবন নির্মাণে আগ্রহী হয়ে ওঠেন আবাসন ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের জমির মালিকরা।

তারই ধারাবাহিকতায় বিসিসি অনুমোদিত ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং এর ২৪টি প্রতিষ্টান গড়ে ওঠে। তাদের সহযোগিতায় নকশা অনুমোদনের জন্য প্রায় এক হাজার বিনিয়োগকারি আবেদন জমা দেয়। কিন্তু আইনী জটিলতায় নকশা অনুমোদন আটকে আছে।

আরো পড়ুন

সরকারকে কঠিন হতে হবে : অভিমত

সরকারকে কঠিন হতে হবে : অভিমত

 

অ্যাসোসিয়েশন অব বিল্ডিং কনসাল্টটেন্স বরিশালের তথ্য অনুযায়ী, একতলা থেকে ৬তলা পর্যন্ত ৯২৪ জন এবং ৭ম তলা থেকে ১৪তলা পর্যন্ত ৭৬জন বিনিয়োগকারি নকশার জন্য আবেদন করেন। কিন্তু বিনিয়োগকারিরা প্রায় দুই থেকে পাঁচ বছর ধরে নকশা অনুমোদন পাচ্ছেন না। সিটি করপোরেশনের গড়িমসির কারণে এই খাতের প্রায় ১৮৩০ কোটি টাকার বিনিয়োগ আটকে আছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্মের তথ্য অনুযায়ী একতলা থেকে ৬তলা পর্যন্ত ভবন নির্মাণের গড় ব্যয় প্রায় ৩ কোটি টাকা। সে হিসেবে শ্রমিক মজুরিসহ ৯২৪টি ভবনের নির্মাণ ব্যয় গিয়ে দাড়াবে এক হাজার ৩৩০ কোটি টাকা। আর ৭ম তলা থেকে ১৪তলা পর্যন্ত গড় ব্যয় সাড়ে ৬ কোটি টাকা। সে হিসেবে ৭৬টি বহুতল ভবন তৈরীতে শ্রমিক মজুরি মিলিয়ে নির্মাণ ব্যয় হবে আনুমানিক ৫০০ কোটি টাকা। প্রকৌশলীরা বলছেন, শ্রমিক বাদে পুরো টাকাটাই বিনিয়োগ হবে নির্মানসামগ্রী খাতে।

আরো পড়ুন

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলছে

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলছে

 

বরিশাল সিমেন্ট ও লৌহজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. হাফিজুর রহমান হিরা বলেন, রড সিমেন্ট ব্যবসায়ী, প্লাম্বার, সেনেটারি মেটেরিয়ালসের ব্যবসায়ী, টাইলস ও রঙের ব্যবসায়ীসহ আমরা সবাই মন্দার মধ্যে দিন পাড় করছি। এই খাতে আমাদের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ আছে কিন্তু বিনিয়োগ অনুপাতে আমাদের কোনো রিটার্ন নেই। প্লান অনুমোদনের ধীরগতির কারনে নির্মাণ সামগ্রীর ব্যবসায় ধস নেমেছে।

শ্রমিক মজুরি ৬৫৫ কোটি

অ্যাসোসিয়েশন অব বিল্ডিং কনসাল্টটেন্স সাবেক সভাপতি প্রকৌশলী মো. আবু ছালেহ্ কালের কণ্ঠকে বলেন, বহুতল ভবন নির্মাণ ব্যয় প্রতি বর্গমিটার ২০০০ থেকে ২৫০০ টাকা মধ্যে হয়ে থাকে। প্রতিবর্গ মিটারে শ্রমমূল্য ২৫ শতাংশ হারে নির্ধারিত রয়েছে। সেই হিসেবে এক হাজার ভবন নির্মাণে শ্রমিকদের মজুরি আনুমানিক প্রায় ৬৫৫ কোটি টাকা আশপাশে হবে।

জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলাউদ্দিন মোল্লা বলেন, এই খাতে বিনিয়োগের ২৫ শতাংশ শ্রমিকরা পেতেন। ফলে নির্মাণের সঙ্গে জড়িত সকল শ্রেণি উপকৃত হতো। একই সঙ্গে রড, সিমেন্ট, বালু, কাঠ, টাইলস, রং, বিদ্যুৎ ও স্যানিটারিসহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর ব্যবসায়ও নেমেছে ধস। তাদের তালিকাভুক্ত চার হাজারসহ অন্তত ২০ হাজার নির্মাণ শ্রমিক রয়েছেন। যাদের ৮০ ভাগের মতো কাজ হারিয়েছেন।

বরিশাল ডেভেলপারস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক নিয়াজ মাহামুদ বেগ বলেন, বহুতল ৫৪ টি ভবনের প্লান আটকে আছে সেই দুই বছর ধরে। যদি সঠিক সময়ে বিসিসি বহুতল ভবনগুলোর নকশা অনুমোদন দিতো তাহলে আবাসন খাতে শতশত কোটি টাকা বিনিয়োগ হতো। নকশা অনুমোদন না পাওয়ায় আবাসন খাতের বিনিয়োগ থমকে আছে।

বিসিসির আয় ২৫ কোটি

বিসিসির তথ্য অনুযায়ী, একতলা থেকে ৬তলা পর্যন্ত গড়ে নকশা ফি ৪০ হাজার, ল্যান্ড সার্ভে প্রতিবেদনের জন্য ১০ হাজার, হোল্ডিং ৪ হাজার, পানির সংযোগ বাবদ ১১ হাজার এবং গভীর নলক‚পের জন্য ১৮ হাজার টাকা নির্ধারিত রয়েছে। ছয় তলা পর্যন্ত প্রতিটি ভবনের জন্য নকশা অনুমোদন পেতে বিনিয়োগকারিকে গড়ে ৮৫ হাজার টাকা করে বিসিসির অনুক‚লে ব্যাংকে জমা দেয়া বাধ্যতামূলক। এই খাতে এক হাজার ভবনের নকশা অনুমোদন ফি বাবদ বিসিসির রাজস্ব আয় গিয়ে দাড়াতো প্রায় ১১ কোটি টাকা।

বিসিসির এক কর্মকর্তা বলেন, এই খাত থেকে প্রতিবছর বিসিসি হোল্ডিং ট্যাক্স থেকে রাজস্ব আয় ৬ কোটি টাকা হতো। পানির বিল বাবদ আরো ৮ কোটি টাকার রাজস্ব আসতো এই খাত থেকে। সবমিলিয়ে বিসিসির রাজস্ব আয়ে প্রতিবছর এই খাত থেকে ১৪ কোটি টাকা যুক্ত হতো। নতুন নকশা অনুমোদন দিলে বিসিসি এই খাত থেকে অন্তত ২৫ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারতো।

বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব প্রকৌশলী মো. আবু ছালেহ বলেন, প্লান অনুমোদনের দাবীতে উপকারভোগীরা গতবছরের নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন। আমাদের দাবী হচ্ছে, ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ বাতিল করতে হবে। পাশাপাশি বরিশাল ইমারত নির্মাণ নীতিমালা ২০২০ বাস্তবায়ন করতে হবে। যে সমস্ত এলাকায় কিংবা বাড়িতে পানির সরবরাহ লাইন সংযোগ করা হয়নি সেই সব এলাকার জনগণকে পানির বিল হইতে অব্যাহতি দিতে হবে। ভবনে বসবাস শুরু করার পূর্বপর্যন্ত হোল্ডিং ও পানির বিল নেয়া যাবে না।

বিসিসি যা বলছে

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, গতবছরের ২৬ ডিসেম্বর ৫০টি প্লান অনুমোদন দেওয়া হয়েছে। সবগুলোই সর্বোচ্চ ৬ তলা ভবনের অনুমোদন দেওয়া হয়েছে। জমাকৃত প্লানগুলো পর্যায়ক্রমের ছেড়ে দেওয়া হবে। তিনি আরো বলেন, ১৯৯৬ বিধিমালা অনুযায়ী যদি প্লানটা হলে তাহলে আমাদের সুবিধা হয়, তবে দেয়া গেছে বেশির ভাগ আবেদনই ১৯৯৬ সালের ইমারত আইন বিধিমালার মধ্যে নেই। তাই অনুমোদন প্রক্রিয়ায় গতি পাচ্ছে না।

মন্তব্য

সর্বশেষ সংবাদ