নারী ফুটবল দলের ‘কোচ হটাও’ বিদ্রোহের নেপথ্যে কী?

বিবিসি
বিবিসি
শেয়ার
নারী ফুটবল দলের ‘কোচ হটাও’ বিদ্রোহের নেপথ্যে কী?
সংগৃহীত ছবি

বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের একটা অংশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে একটা শক্ত বার্তা দিয়েছে, ‘হয় কোচ নতুবা আমরা’ অর্থাৎ বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান কোচ পিটার বাটলারের অধীনে আর খেলতে চাচ্ছে না দলটির সিনিয়র ফুটবলারদের একটা বড় অংশ।

বৃহস্পতিবার সাবিনা, সানজিদা, শামসুন্নাহার, ঋতুপর্ণা, মাসুরা, মনিকার মতো তারকা ফুটবলারসহ মোট ১৮ জন সাংবাদিকদের কাছে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়ে বিবৃতি দেন। এ সময় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাবিনা।

ফুটবলাররা জানান, ২০২৪ সালের সাফ ফুটবল আসর থেকেই কোচের সঙ্গে দৃশ্যত একটা দূরত্ব দেখা যাচ্ছিল, পরে ‘কোচের আচরণের কারণে’ সেই দূরত্ব একটা দ্বন্দ্বে রূপ নিয়েছে, তারা এখন এই কোচের অধীনে খেলা চালিয়ে নিতে অপারগ।

যদি কোচের বিষয়ে কোনো সুরাহা না করে ফেডারেশন তবে এই ফুটবলাররা পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

আরো পড়ুন
নারী ফুটবলারদের সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে : আসিফ মাহমুদ

নারী ফুটবলারদের সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে : আসিফ মাহমুদ

 

কোচ পিটার বাটলার কে?

পিটার বাটলার ৫৮ বছর বয়সী একজন ফুটবল কোচ, যিনি ২০২৪ সালের মার্চ মাস থেকে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে কাজ করছেন। এর আগে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এলিট ফুটবল একাডেমির কোচ হিসেবে বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ব্রিটেনে প্রিমিয়ার লিগ ফুটবল খেলা এই কোচ এর আগে লাইবেরিয়া ও বতসোয়ানার জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

নানা বিতর্কিত ঘটনার পরেও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ২০২৪ সালের অক্টোবর মাসে পিটার বাটলারের অধীনেই দক্ষিণ এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল। তবে তখন ফুটবলাররা কোচের ওপর নাখোশ ছিলেন তা প্রকাশ্যে এসেছে।

কোচের বিরুদ্ধে ফুটবলারদের অভিযোগ কী?

সাবিনা, সানজিদাদের এই বিদ্রোহী ফুটবলারের দল একটা ৩ পৃষ্ঠার লিখিত বিবৃতি দিয়েছে সাংবাদিকদের। তিন পৃষ্ঠার লিখিত বিবৃতিতে বডি শেমিং থেকে শুরু করে বৈষম্য, মানুষ হিসেবে ছোট করে দেখা, গালাগাল, মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তারা কোচের বিরুদ্ধে।

ফুটবলাররা লিখেছেন, মাঠ ও মাঠের বাইরে কোচ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, ‘আমাদের নিয়ে হাসি-ঠাট্টা করেন। দলের অভ্যন্তরে খেলোয়াড়দের মধ্যে সিনিয়র-জুনিয়রের কথা বলে বিভাজনের সৃষ্টি করেছেন। মেয়েদের পোশাক-আশাক নিয়ে কথা বলতে ছাড়েননি। বডি শেমিংও করেছেন। মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন, বাজে মন্তব্য করেন কোচ।

আরো পড়ুন
বাটলারের বিরুদ্ধে মেয়েদের যত অভিযোগ

বাটলারের বিরুদ্ধে মেয়েদের যত অভিযোগ

 

শুধু তা-ই নয়, পিটার বাটলারের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগও তুলেছেন ফুটবলাররা, ‘পিটারের কাছ থেকে আমাদের অনেক গালিগালাজ শুনতে হয়েছে। আমাদের মানসিক হয়রানি এবং উৎপীড়নের একাধিক ঘটনা ঘটিয়েছেন কোচ। তার কারণে ক্যাম্পে একটি আতঙ্ক বিরাজ করছে। খেলোয়াড়রাও তাতে ভীষণ অসম্মানিত এবং হতাশার মধ্যে সময় কাটাচ্ছে।’

এই পরিস্থিতির নেপথ্যে কী কী ইস্যু?

সংবাদ সম্মেলনে সাবিনার কান্নার ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন বেশ ভাইরাল, তবে এটার ভিন্ন ব্যাখ্যাও অনেকে দাঁড় করানোর চেষ্টা করেছেন। সম্প্রতি বাংলাদেশের উত্তরবঙ্গের দুটি জেলায় নারী ফুটবল ম্যাচ বাধার মুখে পড়েছিল, অনেকেই এই ম্যাচ না হওয়া এবং সাবিনাদের বিদ্রোহী সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট এক করে ফেলেছেন।

সাবিনাদের পুরো ঘটনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেন্দ্রিক, আরো নির্দিষ্ট করে বললে কোচকেন্দ্রিক। এরই মধ্যে কোচের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সাবিনাদের এই বিদ্রোহের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বেশ সতর্ক অবস্থান নিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এখনই বিস্তারিত কোনো কথা বলব না, তবে এর পেছনে কারা আছেন, সেটা বের করার চেষ্টা করছি।’

দুই পক্ষের সঙ্গেই কথা বলে সমঝোতার চেষ্টা করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাফুফের এই শীর্ষ অফিশিয়াল। বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে বাংলাদেশের ফুটবল জিম্মি নয়।’ বাফুফের কর্তাদের কথায়, ‘কোনো এক পক্ষের’ ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

কোচের সঙ্গে ফুটবলারদের মনোমালিন্যের সূত্রপাত হয়েছিল ২০২৪ সালের জুন থেকেই, তখনই সাবিনাসহ বেশ কজন সিনিয়র ফুটবলারদের বেঞ্চে বসিয়ে তুলনামূলক কম বয়সীদের খেলানোর কথা ভাবেন পিটার বাটলার।

বাংলাদেশের ফুটবল বিশ্লেষক রানা শেইখের মতে সমস্যাটা ১৭-১৮ জন ফুটবলারকে নিয়ে নয়, মূলত ৩-৪ জন সিনিয়র ফুটবলারকে ঘিরেই এই বিদ্রোহ। ‘সমস্যা আসলে ১৭-১৮ জনকে নিয়ে নয়। সমস্যা হচ্ছে হাতে গোনা সর্বোচ্চ ৩-৪ জনকে নিয়ে। যাদেরকে বাটলার বেঞ্চে বসিয়ে নতুন খেলোয়াড়দের ট্রাই করেছেন।’

তিনি বলছেন, তাদেরই কাউকে বাটলার ওজন কমাতে বলেছেন, এটাকেই তারা ‘বডি শেমিং’ বলছেন।

আরো পড়ুন
দুর্দান্ত শুরুর পরও শেষের ব্যর্থতায় বড় পুঁজি পায়নি ঢাকা

দুর্দান্ত শুরুর পরও শেষের ব্যর্থতায় বড় পুঁজি পায়নি ঢাকা

 

এরপর সাফ ২০২৪ এর মধ্যেও গণমাধ্যমে উঠে এসেছিল দলের ভেতর গ্রুপিং ও কোন্দলের কথা, কোচের নানা সিদ্ধান্তেই অসন্তুষ্টির কথা জানিয়েছেন ফুটবলাররা।

তার সঙ্গে যোগ হয়েছে মেয়েদের কাছে প্রতিশ্রুত নানা ধরনের অর্থ বকেয়া থাকা। এমনকি সাফ জিতলে যে বোনাস দেওয়ার কথা ফুটবল ফেডারেশনের সেটাও এখনো দেওয়া হয়নি। আর অক্টোবরের পর নারী ফুটবল দলের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাফুফে।

নারী ফুটবলারদের দেওয়া তিন পৃষ্ঠার সেই বিবৃতির বয়ান এভাবেই শেষ হয়েছে, ‘গত অক্টোবরের পর ফুটবলারদের সঙ্গে বাফুফে চুক্তি নবায়ন করেনি, তাই আইনত বাফুফে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে না। তার পরও যদি সে রকম কিছু করার সিদ্ধান্ত হয় এবং পিটার বাটলারকেই রেখে দেওয়ার সিদ্ধান্তে বাফুফে অনড় থাকে, তবে আমরা একযোগে পদত্যাগ করতে বাধ্য হবো। ভেবে নেব, দেশের নারী ফুটবলে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে।’

মন্তব্য

নটিংহামের কাছে শেষ মুহূর্তে হারল ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
নটিংহামের কাছে শেষ মুহূর্তে হারল ম্যানসিটি
নটিংহামের কাছে হেরে শিষ্যদের সান্ত্বনা দিচ্ছেন কোচ পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত

রেফারির শেষ বাঁশি বাজার আর ৭ মিনিট বাকি ছিল। কোনো রকমে সময় কাটিয়ে দিতে পারলেই সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়তে পারত ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ নটিংহাম ফরেস্টের মাঠ থেকে অন্তত এক পয়েন্ট তো পেত তারা। কিন্তু সিটিকে সেই সুযোগ দিলেন না ক্যালাম-হাডসন-ওডোয়।

ঘরের মাঠ সিটি গ্রাউন্ডে নিজ সমর্থকদের উল্লাসে ভাসালেন কালাম। ম্যাচের ৮৩ মিনিটে দুরূহ কোণ থেকে বলকে সিটির জালে জড়িয়ে। এতে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের কঠিন সময়টা আরো বেড়ে যায়। সর্বশেষ কয়েক মৌসুম ধরে প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দেওয়া দলটা এতটা কঠিন সময় পার করছে যে আজ গোল শোধ তো দূরের কথা পোস্টে মাত্র ৩ শট নেওয়ার সুযোগ পেয়েছে।

নটিংহামের মাঠে বল পজিশনে শতকরা ৬৯ ভাগ এগিয়ে থাকলেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভাগতে পারেনি ম্যানসিটির আক্রমণভাগের খেলোয়াড়। যার খেসারত ম্যাচের একদম শেষ মুহূর্তে দিতে হয়েছে সিটিকে। সব মিলিয়ে আজকের হারটি তাদের নবম। এ হারে প্রতিপক্ষদের কাছে আরেক জায়গায়ও পিছিয়ে পড়েছে পেপ গার্দিওলার দল।

 

নটিংহামকে হারিয়ে শীর্ষ তিনে স্থান পাওয়ার সুযোগ পেয়েছিল সিটি। উল্টো তাদের কাছেই হেরে আগের মতো চারেই থাকতে হলো। সমান ২৮ ম্যাচে সিটির ৪৭ পয়েন্টের বিপরীতে তিনে থাকা নটিংহামের পয়েন্ট ৫১। ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আজ সাউদাম্পটনের বিপক্ষে জিতলে পয়েন্ট আরো বেড়ে যাবে।

অন্যদিকে ৫৪ পয়েন্টে দুইয়ে আছে আর্সেনাল।

মন্তব্য

সুদান কোচের অনুশীলন বয়কটে হয়নি প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
সুদান কোচের অনুশীলন বয়কটে হয়নি প্রস্তুতি ম্যাচ
সৌদি আরবে বাংলাদেশ দলের অনুশীলনের মুহূর্ত। ছবি : বাফুফে

ঢাকায় হওয়া চার দিন এবং সৌদি আরবের দুই দিনের প্রস্তুতি কেমন হল তা যাচাই করতে আজ সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু ম্যাচ মাঠে গড়ায়নি।

আজ হঠাৎ করেই সুদান কোচ জেমস আপিয়া জানান, ম্যাচ খেলতে পারবেন না তারা। না খেলার কারণ বাফুফেকে না জানালেও সুদানের সংবাদ মাধ্যম ফুট আফ্রিকা জানিয়েছে, ফেডারেশন থেকে কয়েক মাসের বেতন না পাওয়ায় অনুশীলন বয়কট করেছেন আপিয়া।

এ মাসে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচের জন্য সুদানও সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প করছে। আফ্রিকার দেশটি সৌদিতে থাকায় বাংলাদেশ চেয়েছিল প্রস্তুতি ম্যাচ খেলতে নিজেদের পরখ করে নিতে। কিন্তু সেই সুযোগ হলো না।

আজ সৌদি থেকে ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘গতকাল (শুক্রবার) রাতেও তারা বলেছে ৮ তারিখে (শনিবার) ম্যাচ খেলব, কিন্তু সকালবেলা তারা বলেছে আজকে খেলতে পারবে না ম্যাচটা।

তারা পরবর্তীতে খেলবে।’

সুদান ফেডারেশনের সঙ্গে আপিয়ার আর্থিক সমঝোতা হয়ে গেলে দু-এক দিনের মধ্যে এই ম্যাচটি হতে পারে। হাভিয়ের কাবরেরা অবশ্য শিষ্যদের নিয়ে ভারত ম্যাচের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। মাঠের অনুশীলনের সঙ্গে ভিডিও সেশনে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়েও কাজ করছেন তিনি।

মন্তব্য

রোহিতের অবসরের গুঞ্জনে যা জানালেন গিল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
রোহিতের অবসরের গুঞ্জনে যা জানালেন গিল
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষেই অবসর নিতে পারেন রোহিত। ছবি : ক্রিকইনফো

গুঞ্জন উঠেছে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেবেন রোহিত শর্মা। তাই ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ককে নিয়ে প্রশ্ন থাকবে, সেটাই স্বাভাবিক। সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে আসা শুবমান গিলের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটেনি।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল শেষে রোহিত অবসর নেবেন কি না সে বিষয়ে জানেন না বলে জানিয়েছেন গিল।

আর ড্রেসিংরুমেও এ নিয়ে আলোচনা হয়নি বলে জানান ভারতীয় ওপেনার। গিল বলেছেন, ‘এ নিয়ে (অবসর) আলোচনা করিনি। সব আলোচনা হয়েছে কিভাবে ম্যাচ জেতা যায় তা নিয়ে। তিনি আমাকে কিংবা দলকে এ সম্পর্কে কিছু বলেননি।
আমার মনে হয়ে তিনিও ফাইনাল নিয়েই চিন্তা করছেন।’

রোহিতের অবসর নিয়ে সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন গিল। ভারতের উদীয়মান ব্যাটার বলেছেন, ‘আমার মনে হয়, প্রথমত চ্যাম্পিয়নস ট্রফি জয়ে মনোযোগ দিয়েছেন তিনি। হয়তো আগামীকাল ম্যাচ শেষে তিনি একটা সিদ্ধান্ত জানাতে পারেন।

তবে এ নিয়ে দলের কারো কাছ থেকে তেমন কিছু শুনিনি।’

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ জিততে না পারায় এবার ফাইনাল জিততে উন্মুখ বলে জানিয়েছেন গিল। তিনি বলেছেন, ‘সবাই ফাইনাল নিয়ে রোমাঞ্চিত। গতবার ৫০ ওভারের বিশ্বকাপ জিততে পারিনি, এবার আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। বড় ম্যাচে অবশ্যই চাপ থাকবে।

যারা এটি মোকাবেলা করতে পারবে তারাই জিতবে ফাইনালে। এখানে চারটি ম্যাচ ভালোভাবেই শেষ করেছি, তাই আমাদের ওপর বাড়তি কোনো চাপ নেই।’

মন্তব্য

ফাইনালে ভারতকে হারাতে পারে নিউজিল্যান্ড, মনে করছেন শাস্ত্রী

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ফাইনালে ভারতকে হারাতে পারে নিউজিল্যান্ড, মনে করছেন শাস্ত্রী
ভারতকে হারাতে পারে নিউজিল্যান্ড মনে করেন শাস্ত্রী। ছবি : ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত। অপরাজেয় থেকে আগামীকাল ফাইনালে খেলবে তারা। দুবাইয়ের ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষেই ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে হেরে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি ভারতের।

আরেকটি ফাইনালে মাঠে নামার আগে তাই হয়তো শঙ্কা জাগছে রবি শাস্ত্রীর মনে। এ জন্যই জানিয়েছেন, ভারতকে হারাতে পারলে এই নিউজিল্যান্ডই হারাবে। ‘দ্য আইসিসি রিভিউকে’ ভারতের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘যদি এমন কোনো দল থাকে যারা ভারতকে হারাতে পারে, তারা হচ্ছে নিউজিল্যান্ড। তাই ফেভারিট হিসেবে ভারত খেলা শুরু করলেও সেটা সামান্য ব্যবধানে এগিয়ে।

ফাইনালে ম্যাচের মোমেন্টাম ঘুরে দিতে পারেন এমন ব্যাটার হিসেবে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের নাম বলেছেন শাস্ত্রী। ভারতীয় কিংবদন্তি, ‘বর্তমান ফর্ম অনুযায়ী কোহলি। যখন তার মতো খেলোয়াড়রা ছন্দে থাকে এবং তাদের ১০ রান করার সুযোগ দিলে তারা আপনাকে বিপদে ফেলবে। সেটা উইলিয়ামসন হোক আর কোহলি।

উইলিয়ামসন ছাড়াও নিউজিল্যান্ডের তরুণ ব্যাটটার রাচিন রবীন্দ্রকে ভয়ংকর মনে করছেন শাস্ত্রী। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘নিউজিল্যান্ডের দিক থেকে উইলিয়ামসনের নামই বলব। আরেক জনের নাম বললে রবীন্দ্র। অবিশ্বাস্য এক তরুণ ক্রিকেটার। তারা যখন দারুণ শুরু করবে এবং ফাইনালে ১০-১৫ রান করতে পারলে আপনাকে দ্বিগুণ বিপদে ফেলবে।

রবীন্দ্রর বয়স সবে ২৫ বছর। ইতিমধ্যে আইসিসির ওয়ানডে সংস্করণে ৫টি সেঞ্চুরি করেছে। সর্বকণিষ্ঠ হিসেবে কীর্তি গড়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ