টঙ্গীতে ৭০০ টাকার জন্য যুবককে খুন

আঞ্চলিক প্রতিনিধি (গাজীপুর)
আঞ্চলিক প্রতিনিধি (গাজীপুর)
শেয়ার
টঙ্গীতে ৭০০ টাকার জন্য যুবককে খুন
সংগৃহীত ছবি

টঙ্গীর পাগার এলাকায় পাওনা থাকা ৭০০ টাকা চাইতে গিয়ে পাওনাদারের ছুরিকাঘাতে সারোয়ার হোসেন (২৬) নামে এক যুবক খুন হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে টঙ্গীর পাগার এলাকার কলাবাগান নরেন্দ্র মার্কেটের পাশে
এই ঘটনা ঘটে। 

নিহত সারোয়ার তার বাবা আব্দুল খালেকের সঙ্গে টঙ্গীর পাগার এলাকার জনৈক আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর থানার ভাজনের খামার গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারোয়ার হোসেন স্থানীয় ওমর ফারুকের নিকট ৭০০ টাকা পেতেন। এই টাকা চাইতে গিয়ে ওমর ফারুক সারোয়ারকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত ৯ টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি)  ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের মামলায় আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।


 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

ময়মনসিংহে কাঁঠাল গাছে গলায় রশি পেঁচানো শিশুর লাশ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
ময়মনসিংহে কাঁঠাল গাছে গলায় রশি পেঁচানো শিশুর লাশ

ময়মনসিংহের হালুয়াঘাটে কাঁঠাল গাছের ওপর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় শান্ত নামের ৭ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। পরে কাঁঠাল গাছের ওপরে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। শান্ত উপজেলার শাকুয়াই ইউনিয়নের পিকা গ্রামের রুকন মিয়ার ছেলে।

সে স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। কিভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

হালুয়াঘাটে নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল বৃদ্ধার লাশ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
হালুয়াঘাটে নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল বৃদ্ধার লাশ
প্রতীকী ছবি

ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজের দুই দিন পর গাঙ্গিনাপাড় নদী থেকে মানসিক ভারসাম্যহীন সমুরতেজান (৬৫) নামে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে সদর ইউনিয়নের গোপীনগর এলাকার হোসেন আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধা গত দুই দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। স্থানীয়ভাবে মাইকিং করে তার কোনো খোঁজ পায়নি পরিবার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনা নদীতে ভাসমান অবস্থায় এক নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করে পরিবার।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, লাশ বর্তমানে থানায় রয়েছে।

প্রাথমিকভাবে নদীতে কোনোভাবে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে বলে আমরা ধারণা করছি। বুধবার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য
লাকসামে ড. বদিউল আলম মজুমদার

দুর্নীতি, দুর্বৃত্তায়নমুক্ত অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গড়তে হবে

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
দুর্নীতি, দুর্বৃত্তায়নমুক্ত অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গড়তে হবে
ড. বদিউল আলম মজুমদার

অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, এ দেশটা আমাদের সবার। এদেশকে এগিয়ে নিতে হবে। সকলে মিলে দুর্নীতি, দুর্বৃত্তায়নমুক্ত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হিসেবে এ দেশটাকে গড়তে হবে। সহিংসতা, স্বেচ্ছাচারিতা রোধে গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

প্রত্যেক নাগরিক যেন অবাধে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেজন‍্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী কুমিল্লার লাকসাম উপজেলার খিলা গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. বদিউল আলম মজুমদার বলেন, আগামী দিনে দেশ পরিচালনা এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তোমরা প্রস্তুত হও।

তোমরা শিক্ষার্থীরাই এদেশকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে।

ওইদিন শিক্ষাপ্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষক এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং আন্ত: পিকনিক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি চাই তোমরা ভালো মানুষ হিসেবে তৈরি হয়ে আগামী দিনে দেশের কান্ডারী হবে।

তোমাদেরকে দৃঢ়ভাবে প্রস্তুতি নিতে হবে। আগামী দিনে তোমরা শিক্ষার্থীরাই হবে এ দেশের প্রকৃত ধারক-বাহক।

তিনি আরো বলেন, আমি এক সময় লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজে কর্মরত ছিলাম। এ লাকসামে আমার অনেক স্মৃতি রয়েছে। আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে।

অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও খিলা গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন।

গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিৎ চন্দ্র দাশের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

কালীগঞ্জে শৃঙ্খলা ভঙের অভিযোগে বহিষ্কার বিএনপি নেতা আটক

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
কালীগঞ্জে শৃঙ্খলা ভঙের অভিযোগে বহিষ্কার বিএনপি নেতা আটক
আটক মো. জাকির হোসেন

গাজীপুরের কালীগঞ্জ পৌর বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করার পর আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাকির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত মোতাবেক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি ও দলীয় প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, কালীগঞ্জে অবস্থিত প্রাণ-আরএফএল কম্পানির এক অফিসারকে মারধর এবং গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন সম্পর্কে আশ্রাব্য কটূক্তি করায় তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।

এ ঘটনার পর কালীগঞ্জ থানা পুলিশ বহিষ্কৃত বিএনপি নেতা জাকির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাকির হোসেনকে আটক করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ