ঢাকা, সোমবার ০৩ মার্চ ২০২৫
১৮ ফাল্গুন ১৪৩১, ০২ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ০৩ মার্চ ২০২৫
১৮ ফাল্গুন ১৪৩১, ০২ রমজান ১৪৪৬

অধ্যক্ষের নির্দেশে সরকারি বই বিক্রি করলেন দপ্তরি

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
শেয়ার
অধ্যক্ষের নির্দেশে সরকারি বই বিক্রি করলেন দপ্তরি
ছবি: কালের কণ্ঠ

পিরোজপুরের নাজিরপুরে অবৈধভাবে মাদ্রাসার সরকারি বই বিক্রির সময় আটক করেছেন স্থানীয়রা।  শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে মাদরাসা মাঠে স্থানীয় জনতার সামনে জব্দকৃত বইসহ মালামাল পুলিশ হেফজাতে দেওয়া হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার উপজেলার দেউেলবাড়ী দোবড়া ইউনিয়নের বিল ডুমুরিয়া নেছারিয়া সিনিয়র (আলিম) বালিকা মাদরাসা থেকে বইগুলো জব্দ করা হয়।

জানা যায়, মাদ্রাসাটির অধ্যক্ষ মো. একে এম ফজলুল হক অবৈধভাবে বইসহ মালামাল বিক্রির জন্য চতুর্থ শ্রেণির কর্মচারী নুরুল হককে নির্দেশ দেন।

অধ্যক্ষের নির্দেশে দপ্তরি নুরুল হক স্থানীয় এক ভাঙাড়ি ক্রেতা মামুনের কাছে গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাদরাসা ১৫০ কেজি বই বিক্রি করে দেন। তার সঙ্গে টিউবওয়েলের মাথা, ব্রিজের এঙ্গেলও বিক্রি করেন।

আরো পড়ুন
হাসিনার পতনে দিশেহারা ভারত : ডা. তাহের

হাসিনার পতনে দিশেহারা ভারত : ডা. তাহের

 

জানা যায়, ওই পুরাতন বইয়ের সঙ্গে ২৫ সালের নতুন বইও আছে। পুরাতন বইয়ের মধ্যে ২১, ২২, ২৩, ২৪ সালের বইয়ের ব্যান্ডিল এখনো খোলা হয়নি।

স্থানীয়দের অভিযোগ চাহিদার চেয়েও বেশি বই সংগ্রহ থাকলেও ওই অধ্যক্ষ শিক্ষার্থীদের কোনো বই দিতেন না।

রাতে বই বিক্রি করতে দেখা নান্না মিয়া বলেন, রাত ১০টার দিকে সুপারের কথা বলে বই বিক্রি করেছেন মাদ্রসার দপ্তরি নুরুল হক।

মাদরাসার দপ্তরি নুরুল হক বলেন, প্রিন্সিপাল হুজুর দরদাম করেছে। আমাকে বলেছে মাইপা দিতে।

দুটি চাবি রুমের একটা শরীফ ও আর একটা অফিস সহকারীর কাছে। শরিফ ভাই আসতে দেরি হওয়ায় আমি মাদরাসার চাবি এনে বই বের করে দিই। বই, খাতা, সাদা কাগজ, লোহা ২৫ হাজার ৩০০ টাকায় বিক্রি করি।

আরো পড়ুন
শিশু ধর্ষণে অভিযুক্ত সেই ইমাম গ্রেপ্তার

শিশু ধর্ষণে অভিযুক্ত সেই ইমাম গ্রেপ্তার

 

 

মাদরাসার অধ্যক্ষ মো. একে এম ফজলুল হক জানান, বইওগুলো পুরান, কিছু বন্যায় ভিজা গেছে। ছাত্রীরা ফেরত দেওয়া, আমাদের পরীক্ষার খাতাগুলো বিক্রির জন্য বলেছি।

এ বছরের অল্প কয়ডা বই পাইছি সেগুলো সব প্রতিষ্ঠান বিক্রি করে। তারপর কি হইছে আমি বলতে পারি না। পরে থাকা টিওবয়েল বিক্রির জন্য বলেছি। ২৫ সালের অল্প কয়ডা বই পাইছি, এটা বিক্রির ব্যাপারে আমি কিছু জানি না। ইউএনও স্যার, মাধ্যমিক অফিসারের সঙ্গে কথা বলেছি, স্যার আমি অনুমতি ছাড়া বই বিক্রি করেছি আমাকে ক্ষমা করে দেনে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম বলেন, সকালে আমার কাছে খবরটা আসে, পরে অধ্যক্ষকে কল দিলাম। অধ্যক্ষ বলেন পুরান খাতাপত্র, একটা কলের মাথা, কয়টা পুরান বই। সরকারি কোনো বই বিক্রি করতে পারেন না। আপনার যদি অতিরিক্ত বই থাকে সেটা আপনি উপজেলায় জমা দিবেন। যদি বিক্রি করতে চান তাহলে কমিটি সিদ্ধান্ত নিয়ে বিক্রি করতে হবে। বিক্রি সকল টাকা সরকারি কোষাগরে জমা দিতে হবে। না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বই ক্রেতা মামুন বলেন, আমাকে প্রিন্সিপাল হুজুর ফোন দিছে। বলে আপনি ভাঙারির ব্যবসা করেন, আমি বলছি করি। আমাগো (অধ্যক্ষ) কিছু পুরান বই আছে নিলে চারটা দিকে আসবেন। ১২- ১৪ কেজি মাল হবে। পাচঁটি কল কিনছি ৫০ টাকা কেজি ধরে। মোট দাম হয়েছে ২৫ হাজার ৩০০ টাকা।

আরো পড়ুন
মেয়েকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ সানজিদা, অতঃপর..

মেয়েকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ সানজিদা, অতঃপর..

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান, বিনা অনুমতিতে পাঠ্যপুস্তকসহ কিছু মালামাল বিক্রির অভিযোগ এসেছে। অভিযোগটা তদন্ত করার জন্য থানা পুলিশকে বলেছি। থানা পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

মন্তব্য

সম্পর্কিত খবর

সড়ক দুর্ঘটনায় দুইজন চা শ্রমিক নিহত, আহত ১৮

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
সড়ক দুর্ঘটনায় দুইজন চা শ্রমিক নিহত, আহত ১৮
দুর্ঘটনাকবলিত পিকআাপ ট্রাক

মৌলভীবাজারে চা-শ্রমিক বহনকারী পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছে। এরমধ্যে দুইজন মারা গেছেন।

সোমবার (৩ মার্চ) সকালে জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন— আমরাইল চা-বাগানের সাধনের ছেলে বিশাল (১৯) এবং একই চা বাগানের রাম রবি দাসের ছেলে হৃদয় রবি দাস (৩২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরো পড়ুন
দেশে প্রথম জিকা ভাইরাসের ‘ক্লাস্টার’ শনাক্ত, আক্রান্ত ৫

দেশে প্রথম জিকা ভাইরাসের ‘ক্লাস্টার’ শনাক্ত, আক্রান্ত ৫

 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, আজ সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০ জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৮ জনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ৮ জনকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথে দুইজন মারা যান। বর্তমানে গুরুতর আহত ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপ গাড়ি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

মন্তব্য

ওসির বাড়ি থেকে তিন গরু নিয়ে গেল ডাকাতদল

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
ওসির বাড়ি থেকে তিন গরু নিয়ে গেল ডাকাতদল
সংগৃহীত ছবি

কক্সবাজারের পেকুয়ায় গুলিবর্ষণ করে ওসি মো. জাহেদুল কবিরের বাড়ি থেকে তিনটি গরু লুট করেছে সশস্ত্র ডাকাতদল। এই ডাকাতির ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন চলছে। 

সোমবার (৩ মার্চ) ভোরে ওসি জাহেদুল কবিরের গ্রামের বাড়ি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়ার সালাহ উদ্দিন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ওসি জাহেদের বাবার নাম আহমদ কবির।

তিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। জাহেদুল কবির চট্টগ্রাম শহরের চকবাজার থানার ওসি।

আরো পড়ুন
ব্রেকআপের পর ছাত্রলীগকর্মীর পোস্ট : অতঃপর...

ব্রেকআপের পর ছাত্রলীগকর্মীর পোস্ট : অতঃপর...

 

জাহেদুল কবিরের ছোট ভাই মনিরুল বলেন, ‘বাড়িতে গরুর খামার রয়েছে। খামারের দেখাশোনা আমি করি।

খামারে ছোট-বড় আটটি গরু ছিল। প্রতিদিনের মতো খাওয়াদাওয়া শেষে রাতে ঘুমিয়ে পড়ে সবাই। কিন্তু সোমবার ভোরে পাশের বাড়ির এক ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে জানায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে ডাকাতরা। এ সময় ঘর থেকে বের হয়ে দেখি সড়কের ওপর একটি পিকআপ।
ওই পিকআপে খামারের গরু তোলা হচ্ছে। এ সময় ডাকাত ডাকাত বলে সামনে এগিয়ে গেলে ডাকাতেরা পর পর দুই রাউন্ড গুলি ছুড়ে এবং তিনটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।’

আরো পড়ুন
পুলিশ দেখে আতঙ্কে আওয়ামী লীগ নেতার মৃত্যু

পুলিশ দেখে আতঙ্কে আওয়ামী লীগ নেতার মৃত্যু

 

তিনি আরো বলেন, ‘গরু লুট ও গুলিবর্ষণের বিষয়টি রাতে পুলিশকে জানানো হলে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ 

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

মন্তব্য

সরিষাবাড়ীতে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
সরিষাবাড়ীতে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
ছবি: কালের কণ্ঠ

জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধ ৩ ইট ভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৩ মার্চ) বিকালে উপজেলার মহাদান ও ভাটারা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। এ সময় ঝুমুর ও তানিম নামে দুই ইটভাটার মালিককে দুই লাখ করে ৪ লাখ।

এবং সূর্বণ ইট ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন
লালমাইয়ে বৈষম্যবিরোধীর ৩৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

লালমাইয়ে বৈষম্যবিরোধীর ৩৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ঝুমুর ও তানিম নামে দুই ইটভাটার মালিককে দুই লাখ করে ৪ লাখ এবং সূর্বণ ইট ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও একটি ভাটার চুল্লী পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। আর অপর দুটি ভাটার কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়।

অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার সাহা, এস আই গোলাম মোস্তফা, সুব্রত সাহাসহ সেনা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে পিকআপ ভ্যানের ধাক্কায় মনির হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার হাজিরহাট এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মনির রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে ও পেশায় কাঁচা তরকারি ব্যবসায়ী ছিলেন।

থানা পুলিশ জানায়, সদর উপজেলার পিয়ারপুর বাঁজার থেকে কাঁচা তরকারির মালামাল কিনে পিকআপ ভ্যানযোগে মনির রামগতির দিকে যাচ্ছিলেন।

হাজিরহাট এলাকায় পৌঁছলে একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মনির মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মৃত্যু নিয়ে আমরা মামলার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু নিহতের পরিবার মামলা করবেন না।

তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে চাচ্ছেন। এজন্য তারা জেলা প্রশাসকের কাছে আবেদন করবেন। মরদেহ থানায় রয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ