রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে "শহীদ আবু সাঈদ স্মৃতি বইমেলা-২০২৫"।
আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হবে এই সাত দিনব্যাপী বইমেলা। এখানে বিভিন্ন প্রকাশনা সংস্থা, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, জেলা সমিতি, বিভাগীয় সংগঠন, সাহিত্য সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনসহ অন্যান্য সংগঠন স্টল বরাদ্দ পাবে।
বইমেলায় অংশ নিতে ইচ্ছুক সংগঠন ও প্রকাশনীগুলোকে ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে স্টল নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধনের জন্য অনলাইনে নির্ধারিত লিংকে আবেদন করতে বলা হয়েছে: https://forms.gle/aj6rHEpyhZdusDHT8
গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এ তথ্য জানান।
উপাচার্য বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে এই ৭ দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।'
বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শহীদ আবু সাঈদ স্মৃতি বইমেলা আয়োজনের খবরে শিক্ষার্থীরা আনন্দিত ও উৎসাহী। অনেকেই মনে করছেন, এটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশকে আরো সমৃদ্ধ করবে।
বাংলা বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, 'প্রতি বছর বই মেলা আমাদের বিশ্ববিদ্যালয়ে হয়। কিন্তু এই বছর আবু সাঈদের নামে হচ্ছে তাই এই বইমেলা শুধু বই কেনাবেচার জন্য নয়, এই বই মেলা জাতির জানিয়ে দেওয়া আবু সাঈদ এখনো আমদের মাঝে আছে তাকে আমরা ভুলি নাই। আর আমাদের ভাষা ও সংস্কৃতির চর্চাকে এগিয়ে নেওয়ার একটি দারুণ সুযোগ এই আবু সাঈদ বই মেলা। আমরা চাই, এটি প্রতিবছর নিয়মিতভাবে আয়োজন করা হোক।
'
সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী সাবরিনা জাহান বলেন, 'শহীদ আবু সাঈদের নামে বইমেলা আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এটার মাধ্যমে আবু সাঈদকে স্মরণ করে রাখা হবে। এবং এর মধ্যমে শিক্ষার্থীরা নতুন নতুন বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ইতিহাস ও সাহিত্য সম্পর্কে আরো জানতে পারবে।'
বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলো বইমেলাকে কেন্দ্রকরে বিভিন্ন আলোচনা, সেমিনার, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।