সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দল হিসেবে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে।’
বৃহস্পতিবার বিকালে সিলেটের কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির সিলেট বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘বিশিষ্ট নাগরিকের নামে যারা বাংলাদেশ আওয়ামী লীগের খুনের রাজনীতিকে বৈধতা দিতে চায়, তাদেরকে ধ্বংস করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণই যথেষ্ট।
’
তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো মানুষই আর এই নির্লজ্জ, বেহায়া, খুনি, স্বৈরাচার, ফ্যাসিবাদী ও মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না। আমরা সামনের বাংলাদেশে দেশবিরোধী, বাংলাদেশের জনগণের ওপর ভয়ংকর অভিশাপ চাপিয়ে দেওয়া কোনো খুনিকে দেখতে চাই না।’
নতুন রাজনৈতিক দলের প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ‘আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না। ন্যায় ও ইনসাফের পলিসিই হবে নতুন বন্দোবস্ত।
এখানে আর কোনো বাকশাল ও ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে না।’
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব বলেন, ‘কোনো রাজনৈতিক দল ভারতের তাঁবেদারি করবে, বাংলাদেশের মানুষ তা আর হতে দেবে না। পতিত আওয়ামী লীগারদের মতো বেহায়াদের, মানবতাবিরোধী অপরাধীদের মানুষ আর রাজনীতি করতে দেবে না। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
’
সভায় জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘আমাদের আগে ফ্যাসিস্ট কাঠামো ধ্বংস করতে হবে। এরপর নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এ জন্য আদর্শ প্রশাসনিক কাঠামো প্রয়োজন। পার্টি গঠনের পাশাপাশি আমরা রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিচ্ছি। এর বাস্তবায়নে তরুণ জনগোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে হবে।
’