চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন
মো. হোছাইনগীর

কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার ছুরিকাঘাতে খুন হয়েছেন চাচা। ঘটনার পর পরই ঘাতক ভাতিজা পালিয়ে যায়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চাচার নাম মো. হোছাইনগীর (৩৬)।

তার বাড়ি বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছনুয়াপাড়া এলাকায়। ঘাতক ভাতিজা মো. ফোরকান ওরফে কালু (১৭) মো. হাসানগীরের ছেলে।

পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে একান্নবর্তী পরিবারের বাড়িতে দুই চাচির মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয়। কিছুক্ষণ পর বড় ভাই হাসানগীরের ছেলে ফোরকান প্রকাশ কালু তার চাচা হোছাইনগীরকে প্রকাশ্যে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ সময় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে মারা যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ফোরকানকে গ্রেপ্তারে পুলিশ মাঠে অভিযান চালিয়ে যাচ্ছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

যানজট নিরসনে কাজ করছে সেনা সদস্যরা, শৃঙ্খলা ফিরেছে সড়কে

সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
যানজট নিরসনে কাজ করছে সেনা সদস্যরা, শৃঙ্খলা ফিরেছে সড়কে
সংগৃহীত ছবি

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি চারলেনে উন্নীত করা হলেও জমি অধিগ্রহণ জটিলতায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকার ১.৬ কিলোমিটার দুই লেন রয়ে গেছে। চার লেনের গাড়ি দুই লেনে চলাচল করায় বাগমারায় ২৪ ঘণ্টা যানজট লেগে থাকে। মাত্র ৩ মিনিটের সড়কটি পার হতে যাত্রীদের কমপক্ষে ৩০ মিনিট সময় নষ্ট হয়। ঈদযাত্রীদের কারণে ঢাকা-নোয়াখালী রুটের গাড়ির চাপ বাড়ায়  কয়েকদিন ধরে যানজট তীব্র হয় ও যাত্রীদের ভোগান্তিও কয়েকগুন বেড়ে যায়।

বিষয়টি নজরে আসায় লালমাই আর্মি ক্যাম্পের সেনা বাহিনীর দুটি টিম বুধবার (২৬ মার্চ) বিকেল থেকে বাগমারা বাজার এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়।

আরো পড়ুন
গফরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

গফরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেনা সদস্যরা বাজারের ৪টি স্পটে দুই সারিতে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছেন। তাদের দায়িত্ব নেওয়ার পর থেকে সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। বাজারে সড়ক দখল করে অবৈধভাবে স্থাপন করা কিছু ভাসমান দোকান সরিয়ে নিয়েছে ব্যবসায়ীরা।

সিএনজি ও মোটরচালিত অটোরিকশা মহাসড়কে যাত্রী উঠানামা বন্ধ করেছে। স্ট্যান্ডের বাহিরে সড়কে কোনো অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। 

যানজট নিরসনের দায়িত্বে থাকা নাম পদবি প্রকাশে অনিচ্ছুক একজন সেনাসদস্য বলেন, ‘ঊর্ধ্বতন স্যারদের নির্দেশে বুধবার থেকে আমরা সড়কে ট্রাফিকের দায়িত্বে আছি। পুরো ঈদের সময়টাতে সড়কে শৃঙ্খলা ধরে রাখতে আমরা কাজ করে যাব।

নোয়াখালী হিমাচল পরিবহনের যাত্রী আবদুল কুদ্দুস বলেন, আমি প্রতি মাসেই ঢাকা থেকে নোয়াখালীতে গ্রামের বাড়িতে যাই। প্রতিবারই বাগমারা বাজারে যানজটে আধা ঘণ্টা সময় নষ্ট হতো। কিন্তু আজ ৩ থেকে ৪ মিনিটে বাজার পার হচ্ছি। সেনা সদস্যদের ধন্যবাদ। 

আরো পড়ুন
বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা দেবে চীনের এক্সিম ব্যাংক

বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা দেবে চীনের এক্সিম ব্যাংক

 

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বাগমারায় সড়ক সংকীর্ণ হওয়ায় যানজট লেগেই থাকে।

যানজট নিরসনে পুলিশের পাশাপাশি সেনা বাহিনীর সদস্যরাও কাজ করছে। আজকে (বৃহস্পতিবার) সড়কে কোনো যানজট দেখিনি।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, বাগমারা বাজারে যানজট নিরসনে যৌথ বাহিনীর সদস্যরা কাজ করছে। সড়কে অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

গফরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
গফরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে জোসনা বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জোসনা বেগম ওই গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্র জানায়, জোসনা বেগম সকাল ১০টার দিকে গরুর খাবার রান্নার জন্য চাউলের খুঁত নিতে মাঁচাতে রাখা হাঁড়িতে হাত দিলে হাঁড়িতে থাকা সাপ তাকে কামড় দেয়।

পরে তিনি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন বুঝতে পেরে বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা সোহাগ বলেন, ‘চাচি প্রথমে গুরুত্ব দেয়নি। কিন্তু আস্তে আস্তে শরীর নিস্তেজ হয়ে গেলে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

কিন্তু তার আগেই চাচি মারা যান।’

জরুরি বিভাগে কর্মরত ডা. রাকিবুল হাসান কালের কণ্ঠকে বলেন, ‘রোগীকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।’

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। আমি একজন অফিসার পাঠিয়ে বিষয়টির খোঁজ নিচ্ছি।

তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

মধুখালীতে স্বপ্নতরী স্বর্ণপদক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
মধুখালীতে স্বপ্নতরী স্বর্ণপদক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের মধুখালীতে স্বপ্নতরী স্বর্ণপদক হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৯টায় মধুখালী উপজেলা পরিষদের ৩ নম্বর হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসাইন, হাফেজ মোহাম্মদ আল-আমিন, হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান ও মাওলানা মুহাম্মদ শাহজাহান শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম সাগর, স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাসিব শেখ, সাধারণ সম্পাদক সাদী আব্দুল্লাহ, অর্থ সম্পাদক শেখ নাঈম, প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা গোলাম মহিম মোল্লা, মোহাম্মদ সিয়াম হোসেন, সদস্য গোলাম শরাফত সরত, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আজিজ, মোহাম্মদ রাব্বি, মো. আপন ও মো. মিতায়েব প্রমুখ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রাসেল।

মন্তব্য

বেতন ও ঈদ বোনাস নিয়ে দুশ্চিন্তায় শিক্ষক-কর্মচারী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
বেতন ও ঈদ বোনাস নিয়ে দুশ্চিন্তায় শিক্ষক-কর্মচারী

 

 

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) জটিলতায় ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস পাচ্ছেন না বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার এমপিওভুক্ত সহস্রাধিক শিক্ষক কর্মচারী। এছাড়া গত চার মাস ধরে নিয়মিত বেতন-ভাতাও পাচ্ছেন না অধিকাংশ শিক্ষক-কর্মচারী। 

ঈদুল ফিতরের আগে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) শেষ কর্মদিবস থাকলেও দুপুর ২টা পর্যন্ত বেতন-ভাতা পাওয়ার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি বলে খবর পাওয়া গেছে। ফলে এসব শিক্ষক-কর্মচারীর ঈদ কাটবে হতাশায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, মির্জাপুর উপজেলায় ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি কলেজ এবং ১৪টি দাখিল মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে ১ হাজার ৩৭০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এসব শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা প্রাপ্তি সহজ করতে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সরাসরি ব্যাংকে ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য গত বছরের জুলাই মাস থেকে কার্যক্রম শুরু করেন। এরপর নানা জটিলতায় তাদের বেতন আটকে যায়।

বিপাকে পড়েন শিক্ষক-কর্মচারীরা। প্রথম ধাপে কিছু শিক্ষক-কর্মচারী ডিসেম্বর মাসের বেতন পেলেও পরবর্তী সময়ে আবার তা আটকে যায়। কবে নাগাদ ইএফটি চালু হবে তা অনিশ্চিত হয়ে পড়ে। 

ইএফটি জটিলতায় জানুয়ারি থেকে মার্চ মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস এখনও পাননি তারা।

ঈদের আগে ২৭ মার্চের শেষ কর্মদিবসে বেতন-বোনাস না পাওয়ায় এই বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর মধ্যে হতাশা বিরাজ করছে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষকদের মধ্যে আব্দুল কাদের খান, শিরিন আক্তার, ফরিদ হোসেন, কামরুল সঠিকভাবে তথ্য দেওয়ার পরও ইএফটি জটিলতার কারণ তাদের বোধগম্য নয়।

টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সঠিক তথ্য দেওয়া হলেও ইএফটি জটিলতার কারণে উপজেলায় সহস্রাধিক শিক্ষক-কর্মচারী গত চার মাস যাবত বেতন ও ঈদ বোনাস না পেয়ে বিপাকে পড়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সারাদেশে চার লাখ শিক্ষক কর্মচারীর মধ্যে প্রথম ধাপে এক লাখ ৫৮ হাজার শিক্ষক-কর্মচারী বেতন পেয়েছেন। ইএফটি জটিলতার কারণে মন্ত্রণালয় সব শিক্ষক-কর্মচারীর বেতন-বোনাস দিতে পারছেন না।

জটিলতা নিরসনে মন্ত্রণালয় কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীদের এ সমস্যা সমাধান হবে। এছাড়া যাদের তথ্যে ভুল রয়েছে তাদের সংশোধন করতে হবে। তা সংশোধন করা না হলে তাদের বেতন ভাতা পেতে সময় লাগবে বলে তিনি জানান। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ