ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫
২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ১৪ মার্চ ২০২৫
২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

কেরু চত্বরে এবার ৪ বোমা, যৌথ বাহিনীর তল্লাশি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
শেয়ার
কেরু চত্বরে এবার ৪ বোমা, যৌথ বাহিনীর তল্লাশি
ছবি : কালের কণ্ঠ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কম্পানির চত্বরে আরো চারটি বোমা পাওয়া গেছে। 

আজ রবিবার দুপুরে চিনিকল এলাকা থেকে চারটি বোমা সদৃশ বস্তুর দেখা মিললে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা এখন সেখানে তল্লাশি চালাচ্ছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘পর পর দুটি বোমা উদ্ধার হওয়ায় যৌথ বাহিনী কেরু এলাকায় তল্লাশি শুরু করেছে। এখনো অভিযান এখনো চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘এর আগে বৃহস্পতিবার একটি ও গতকাল শনিবার কেরু চিনিকলের স্থানীয় পুকুরপাড় থেকে একইভাবে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। আজ একই এলাকায় ৪টি বোমা পাওয়া গেল।

এর আগে, গত বৃহস্পতি ও শনিবার কেরু অ্যান্ড কম্পানির জেনারেল অফিসসংলগ্ন স্থান থেকে একই ধরনের বোমা উদ্ধার করা হয়।

তখন রাজশাহী থেকে আসা র‌্যাব-৫ এর বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌছে বোমা দুটি নিস্ক্রিয় করে। 
বোমা দুটি শক্তিশালী বলেও জানিয়েছিলেন তারা।

মন্তব্য

সম্পর্কিত খবর

চট্টগ্রামে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪১
সংগৃহীত ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ বলছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা পুলিশের অভিযানে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার আসামিরা হলেন কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন রাসেল, কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবেদসহ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য

বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি : আমানউল্লাহ

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি : আমানউল্লাহ
ছবি : কালের কণ্ঠ

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজার হাজার প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি।’

আজ বৃহস্পতিবার খুলনায় বিএনপির খুলনা বিভাগের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন দলের বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

আরো পড়ুন
দুই মামলায় জামিন পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা শাওন

দুই মামলায় জামিন পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা শাওন

 

আমানউল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলছে, যে সংস্কার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই প্রথম ও পরে ৩১ দফায় দিয়েছেন। জনগণের প্রত্যাশা রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হবে। সংসদ নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে। তারপর গণতান্ত্রিক সরকার হবে।

সেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থেকে হত্যা, গুম ও নির্যাতন করেছেন। বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রনেতা সুমনসহ হাজার হাজার নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। ৫৭ জন সেনা হত্যাই হাসিনার ৫৭ বার ফাঁসি হবে।

অন্য হত্যা, গুম ও খুনতো বাকি থাকল। আওয়ামী লীগের অবৈধ এমপি, মন্ত্রী কেউ ছাড় পাবে না, সবাই বিচারের আওতায় আসবে।

খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় সভায় খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ খুলনা বিভাগের ১০ জেলার দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় দেবরের লাঠির আঘাতে রেশমা খাতুন (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রেশমা খাতুন উপজেলার রতনপুর গ্রামের হামিদুল জোয়ার্দারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিবার রান্নাঘরে ইফতারের জন্য খাবার তৈরি করছিলেন রেশমা খাতুন।

সেই সময় তার দেবর নাহিদ জোর্য়াদ্দার পিছনে থেকে এসে কাঠের লাঠি রেশমার মাথায় আঘাত করেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান কালের কণ্ঠকে বলেন, ‘নাহিদকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

মন্তব্য

সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ. লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ. লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে ও সাবেক এমপি গালিবুর রহমান শরীফের বোন ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত ভোররাতে পৌর শহরের হাসপাতাল সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহজেবিন শিরিন পিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম শহীদ জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে তৎকালীন এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

এতে নজরুল ইসলামসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ পিটুনিতে আহত হন।

ওই মামলার তদন্তে গ্রেপ্তার আসামি মাহজেবিন শিরিন পিয়ার সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাকে আদালতে প্রেরণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ