ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
২৮ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা স্থায়ীভাবে বহিষ্কার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
শেয়ার
চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা স্থায়ীভাবে বহিষ্কার

চুয়াডাঙ্গার দর্শনায় টিসিবির কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম নিহতের ঘটনায় তিন নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন দর্শনা থানার তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটন ও যুগ্ম সম্পাদক আব্দুল খালেক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলার দর্শনা থানা কমিটির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী স্বাক্ষরিত পৃথক তিনটি পত্রে রবিবার রাতে এ বহিষ্কারাদেশ পত্র পাঠানো হয়েছে। বহিষ্কারাদেশ পত্রের মাধ্যমে আলাদাভাবে জানানো হয়, আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে দেখা গেছে যে আপনি দলীয় গঠনতন্ত্র ও আদর্শের পরিপন্থী কার্যকলাপে লিপ্ত রয়েছেন।

এতে দলীয় শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে এবং দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে। বিএনপি গঠনতন্ত্রের আলোকে এবং দলের স্বার্থ রক্ষার্থে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনাকে বিএনপির পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো এবং দল থেকে বহিষ্কার করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কসবা সীমান্তে বিজিবির নতুন বিওপির যাত্রা শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
কসবা সীমান্তে বিজিবির নতুন বিওপির যাত্রা শুরু

ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাদলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন বিওপির অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। নতুন এ বিওপির মাধ্যমে সীমান্ত রক্ষাসহ সীমান্তসংক্রান্ত সব অপরাধ নিয়ন্ত্রণ আরো জোরালোভাবে করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির গতকাল বুধবার বিকেলে অপারেশনাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, সহকারী পরিচালক মো. মতিউর রহমান, খাদলা বিওপি কামান্ডার মো. মোবারক হোসেনসহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

ধর্ষণবিরোধী মিছিলে উত্ত্যক্ত, গ্রেপ্তার ১

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
ধর্ষণবিরোধী মিছিলে উত্ত্যক্ত, গ্রেপ্তার ১

পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্ত্যক্ত করার অভিযোগে মো. ফরহাদ নামের এক যুবককে পুলিশে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হলে এক যুবক মিছিলের ভিডিও করে এবং উত্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে ওই যুবক আমাদের জয়বাংলা স্লোগান দিতে বলে।

ভিডিও করতে বাধা দিলে সে হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় তাঁকে সিভিল সার্জন অফিসের সামনে থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 

মন্তব্য

দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুইজনকে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা বিওপি, সুন্দরপুর কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়। ফেরত আসা ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় উত্তর-পূর্বপাড়া গ্রামের শ্রী শ্যামল (৬৬) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের শ্রী রতন সরকার (৫৮)।

 

মন্তব্য

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

তানোর (রাজশাহী) প্রতিনিধি
তানোর (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

তানোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। গত মঙ্গলবার সংঘর্ষে আহত বিএনপি নেতা গানিউল হক (৫০) গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল মঙ্গলবার উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে সংঘর্ষে উভয় গ্রুপের পাঁচজন আহত হন।

পরে পুলিশ ও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান বলেন, প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে কৃষ্ণপুর মোড় থেকে বরণ করে ইফতারের মঞ্চে নিয়ে আসাকে কেন্দ্র করে মজিবুর ও মমিনের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ