চুয়াডাঙ্গার দর্শনায় টিসিবির কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম নিহতের ঘটনায় তিন নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন দর্শনা থানার তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটন ও যুগ্ম সম্পাদক আব্দুল খালেক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলার দর্শনা থানা কমিটির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী স্বাক্ষরিত পৃথক তিনটি পত্রে রবিবার রাতে এ বহিষ্কারাদেশ পত্র পাঠানো হয়েছে। বহিষ্কারাদেশ পত্রের মাধ্যমে আলাদাভাবে জানানো হয়, ‘আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্ত করে দেখা গেছে যে আপনি দলীয় গঠনতন্ত্র ও আদর্শের পরিপন্থী কার্যকলাপে লিপ্ত রয়েছেন।