বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেছেন, শেখ হাসিনার পতনের পর ফাঁসির আসামিসহ অনেকেই মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। তার মুক্তি না হওয়ায় দেশবাসী বিস্মিত ও হতবাক। তাই বাধ্য হয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আজ জামায়াতে ইসলামী রাজপথে নামতে বাধ্য হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশবাসী আশা করেছিল, তারা সকল প্রকার জুলুম-নির্যাতন থেকে রেহাই পাবে।
যারা মিথ্যা মামলায় কারাগারে আটক ছিলেন তারা মুক্তি পাবেন। কিন্তু তা হয়নি। আজহারুল ইসলাম ন্যায়বিচার থেকে বঞ্চিত হন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলপূর্ব বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এ কথা বলেন ।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ছয় মাস ১০ দিন অতিবাহিত হওয়ার পরও এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পাননি। জামায়াত স্বৈরশাসনামলে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। আর স্বৈরশাসনমুক্ত বাংলাদেশে জামায়াত এখনো বৈষম্যের শিকার।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নেতা সাবেক জেলা আমির আফতাব উদ্দীন মোল্লা ও আনোয়ারুল ইসলাম।
জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, সাবেক দিনাজপুর জেলা আমির আনোয়ারুল ইসলাম, অমুসলিম প্রতিনিধি শ্রী নির্মল চন্দ্র সাহা, দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, অ্যাডভোকেট মাইনুল আলম, আনোয়ার হোসেন, দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মুশফিকুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর উত্তর জেলা সভাপতি মো. রাসেল রানা, দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি সাজেদুর রহমান সাজু প্রমুখ।
মিছিলে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে আসা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।