নিজেদের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর প্রতিনিধি
শেয়ার
নিজেদের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
প্রতীকী ছবি

শরীয়তপুরের জাজিরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিজেদের ফসল রক্ষার জন্য খেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন তারা। সেই ফাঁদেই প্রাণ হারালেন স্বামী-স্ত্রী দুজনেই। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে নাওডোবা ইউনিয়নের ইউনিয়নের পদ্মা সেতু দক্ষিণ থানার বালিয়া কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন
রংপুরে ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রংপুরে ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 

নিহত ওই দম্পতি হলেন, ইদ্রিস খাঁ (৬৫), তিনি বালিয়াকান্দি গ্রামের মৃত মঙ্গল খাঁর ছেলে ও শেফালী বেগম (৬০), তিনি বালিয়াকান্দী গ্রামের মৃত আক্কেল মোল্লার মেয়ে।

পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বন্যপ্রাণী সজারুর আক্রমণ থেকে ফসল রক্ষা করতে নিজেদের ভুট্টা খেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)। কিন্তু সেই ফাঁদের সংযোগ বিচ্ছিন্ন না করেই আজ শনিবার সকালে খেত পরিদর্শনে যান তারা। 

আরো পড়ুন
বিকেলে নিখোঁজ, সকালে লিচু বাগানে মিলল মাদরাসাছাত্রের লাশ

বিকেলে নিখোঁজ, সকালে লিচু বাগানে মিলল মাদরাসাছাত্রের লাশ

 

প্রথমে ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

স্ত্রী শেফালী বেগম তাকে বাঁচাতে ছুটে যান, কিন্তু ছোঁয়া লাগতেই তিনিও বিদ্যুতের স্পর্শে পড়েন। ঘটনাস্থলেই মারা যান তারা। মুহূর্তের মধ্যেই দুজনের নিঃসাড় দেহ পড়ে থাকে ক্ষেতের মাটিতে। ঘটনার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন।
পরে স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং পুলিশকে খবর দেয়।

দুর্ঘটনার ব্যাপারে নাওডোবা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম পঞ্চায়েত কালের কণ্ঠকে বলেন, 'আমার ওয়ার্ডে এমন একটি দুর্ঘটনা এটা আসলেই দুঃখজনক ব্যাপার। ওই দম্পতির দুই ছেলে তিন মেয়ে। আমরা পরিবারের সাথে কথা বলেছি। তাদের আর্থিক বা অন্য যেকোনো বিষয়ে আমরা পাশে আছি।

এবং সেই সঙ্গে আমাদের কৃষকদের এই ঘটনা থেকে সচেতনতামূলক শিক্ষা নেওয়া উচিত।'

আরো পড়ুন
কাশিয়ানী : সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ২ তাজা প্রাণ

কাশিয়ানী : সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ২ তাজা প্রাণ

 

এ বিষয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন কালের কণ্ঠকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। এখন এই বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কমিউনিটি ক্লিনিক

বেতন বন্ধ ৯ মাস, ঈদ আনন্দ নেই ৫৪ কর্মীর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
বেতন বন্ধ ৯ মাস, ঈদ আনন্দ নেই ৫৪ কর্মীর
প্রতীকী ছবি

টানা ৯ মাস ধরে বেতনভাতা বন্ধ রয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৫৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারের (সিএইচসিপি)। ঈদের আগে শেষ কর্মদিবসেও বেতন পাননি তারা। এমন পরিস্থিতিতে স্ত্রী, সন্তান ও পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা।

ফলে ঈদের আনন্দ নেই তাদের পরিবারে।

কবে নাগাদ বেতনভাতা পাবেন সে নিশ্চয়তাও নেই।

জানা গেছে, গ্রামের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে ১৯৯৮ সালে গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়। মির্জাপুর উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে ৫৪টি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়। ২০১১ সালে এসব ক্লিনিকে ৫৪ জন সিএইচসিপি নিয়োগ দেয় সরকার।

নিয়োগ পাওয়ার পর থেকে গ্রামের দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়ে আসছেন তারা। গত বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত কমিউনিটি বেইজড হেলথ কেয়ার প্রতিষ্ঠান থেকে বেতনভাতা পান তারা। ওই বছরের জুলাই মাস থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তাদের বেতনভাতা বন্ধ থাকে। ১৫ ডিসেম্বর থেকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট্রের আওতায় নেওয়া হলেও বেতনভাতা পাচ্ছেন না সিএইচসিপিরা।

২০১৬ সালের ১৪ জুন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার প্রকল্পের মেয়াদ শেষ হলেও তিন দফায় মেয়াদ বৃদ্ধি করে সরকার। কিন্তু এই দীর্ঘ সময়েও কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের বেতনভাতা বৃদ্ধিসহ সুযোগসুবিধা বাড়ানো হয়নি।

এ অবস্থায় সারা দেশে কর্মরত সিএইচসিপিরা তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এর ফলে, চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাসও পান তারা। কিন্তু গত বছরের ১৫ ডিসেম্বর থেকে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট্রের আওতায় নেওয়া হয় সিএইচসিপিদের।

দুই প্রতিষ্ঠানের কাছে নয় মাসের বেতন ও ভাতা বকেয়া পড়েছে তাদের।

মহেড়া ইউনিয়নের গবড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাঞ্জুরুল ইসলাম তালুকদার জানান, তার স্ত্রী ফারহানা আশা পৌর এলাকার কান্ঠালিয়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত আছেন। তাদের দুটি শিশু সন্তান রয়েছে। কর্মরত দুুইজনের বেতনভাতা ৯ মাস যাবৎ বন্ধ। দুই শিশু সন্তান ও পরিবার নিয়ে মানবেতন জীবনযাপন করছেন।

বড়দাম কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী বলেন, ‘বর্তমান বাজারে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ফলে সামান্য বেতনে সংসার চালাতে এমনিতেই কষ্ট হয়। এরমধ্যে গত ৯ মাস ধরে বেতন বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন পার করছি।’

উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলার আজগানা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. সুমন সিকদার বলেন, ‘এতদিন ধার-দেনা করে ছেলেমেয়ের লেখাপড়া ও সংসারের খরচ চালাতে হয়েছে।’

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, ‘ঈদের আগে (বৃহস্পতিবার) শেষ কর্মদিবসে তাদের সাড়ে তিন মাসের বেতন ও বোনাস পাওয়ার কথা ছিল।’

মন্তব্য

হিরণ পয়েন্টে আটকে পড়া ৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
হিরণ পয়েন্টে আটকে পড়া ৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
ফাইল ছবি

সুন্দরবনের হিরণ পয়েন্ট এলাকায় কাঠের বোটের ইঞ্জিন বিকল হয়ে চরে আটকে যাওয়া তিন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জেলেরা বাগেরহাটের রামপাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) তাদেরকে উদ্ধার করা হয় বলে জানান কোস্ট গার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে জানা যায়, হিরণ পয়েন্ট এলাকায় তিনজন জেলে ইঞ্জিনচালিত কাঠের বোট বিকল হয়ে চরে আটকে পড়েছেন।

কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট দুবলা কর্তৃক তৎক্ষণাৎ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

পরে হিরণ পয়েন্ট পোর্টসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল তিন জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

মন্তব্য

দুর্নীতির দায়ে সাবেক পুলিশ পরিদর্শকের কারাদণ্ড

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি
শেয়ার
দুর্নীতির দায়ে সাবেক পুলিশ পরিদর্শকের কারাদণ্ড
ফাইল ছবি

জ্ঞাতআয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক পরিদর্শক শেখ সিরাজুল ইসলামকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।

সাজাপ্রাপ্ত শেখ সিরাজুল ইসলাম যশোর নতুন উপশহর এ ব্লকের শেখ মোহাম্মদের ছেলে ও ঝিনাইদহের শৈলকুপা থানার সাবেক পরিদর্শক।

বৃহস্পতিবার (২৭ মার্চ) স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতির মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শেখ সিরাজুল ইসলাম পলাতক।

মামলার অভিযোগে জানা গেছে, জ্ঞাতআয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় বাগেরহাট পুলিশের তৎকালীন (ডিআইও) পরিদর্শক শেখ সিরাজুল ইসলামকে যশোর জেলা দুর্নীতি দমন ব্যুরো নোটিশ জারি করে। কিন্ত সিরাজুল ইসলাম তখন নোটিশটি গ্রহণ করেননি।

আরো পড়ুন
কুমিল্লায় ঘুষ চাওয়ার অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় ঘুষ চাওয়ার অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

 

১৯৯৮ সালের ১৭ মে যশোর ডিএসবির মাধ্যমে নোটিশটি আবার বাগেরহাটে পাঠানো হলে তিনি গ্রহণ করেননি। পরবর্তীতে এ নোটিশ বাগেরহাট পুলিশ সুপারের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু সেবারও তা গ্রহণ না করে পদোন্নতি পেয়ে ঝিনাইদহ জেলায় চলে যান সিরাজুল ইসলাম।

তিনি ঝিনাদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় এ নোটিশ পুলিশ সুপারের মাধ্যমে আবার পাঠায় দুর্নীতি দমন ব্যুরো যশোর।

কিন্তু সিরাজুল ইসলাম সেবারও নোটিশ গ্রহণ না করে ফিরিয়ে দেন।

অবশেষে ২০০০ সালের ১১ জুলাই দুর্নীতি দমন কমিশন যশোরের তৎকালীন উপ-পরিচালক এমএ সোহবান আসামি শেখ সিরাজুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাতআয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে কোতয়ালি থানায় মামলা করেন।

আরো পড়ুন
সাভারে ট্রাকচাপায় এসআই নিহত

সাভারে ট্রাকচাপায় এসআই নিহত

 

এ মামলার তদন্ত শেষে সিরাজুল ইসলামের বিরুদ্ধে নামে-বেনামে অবৈধভাবে প্রায় কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় আাসামি সিরাজুল ইসলামকে অভিযুক্ত করে ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি দুদক যশোরের তৎকালীন উপসহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ আদালতে চার্জশিট জমা দেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সাভারে ট্রাকচাপায় এসআই নিহত

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
সাভারে ট্রাকচাপায় এসআই নিহত
ফজলু হক। ফাইল ছবি

ঢাকার সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফজলু হক (৪০) সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে ‍পুলিশ।

এ ঘটনায় ট্রাক জব্দের পাশাপাশি চালককে আটক করেছে পুলিশ। আটক চালকের নাম মো. রাকিব (২৩)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া বোরহানগঞ্জ গ্রামের বাসিন্দা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জুয়েল মিঞা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহটি উদ্ধার করেছে।

তিনি বলেন, ‘নিহত ফজলু ট্রাফিক ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে সাভারের দিকে আসছিলেন। এ সময় উল্টো পথে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পুলিশের মোটরসাইকেল দেখে ইচ্ছাকৃতভাবে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ