টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের তিন বাসে ডাকাতির ঘটনায় ঘাটাইল থানার মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি (তদন্ত) সজল খান।
গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সজল খান জানান, গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঘাটাইল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ৪ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো পড়ুন
আইনজীবী শিশির মনির আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন: আবরার ফাইয়াজ
গ্রেপ্তারকৃতরা হলেন- ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আয়নাল হক (৩৭), মিন্নত আলীর ছেলে মো. ফজলুল হক (৪১), মৃত বছির উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৭) এবং মালিরচালা গ্রামের আরফান আলীর ছেলে নাসির (৩৫)। এ সময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, টর্চলাইট, ক্রু ড্রাইভার, রেঞ্জ, প্রায়ার্স, হাতুড়ি, সোনার আংটি, রাম দা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যানুযায়ী বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।
দ্রুত ঘটনার মূল আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
গত মঙ্গলবার ভোররাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে নাটোর শিক্ষাসফরে যাওয়ার পথে টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কের মালিরচালা এলাকায় ৪টি বাস ডাকাতদের কবলে পড়ে। ডাকাতদল সড়কে গাছের গুড়ি ফেলে তিনটি বাসে ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতরা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মুঠোফোন, টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম জানান, ডাকাতি মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। ডাকাতরা ১০টি মুঠোফোন ও ভুক্তভোগী শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে লক্ষাধিক টাকা লুট করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।