প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশনের কার্যক্রম, বিশেষ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচনের প্রস্তুতি সুষ্ঠুভাবে এগিয়ে চলছে।
গতকাল রবিবার ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
এ সময় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য কর্মকর্তাদের প্রশংসা করেন সিইসি। তিনি বলেন, ‘আপনারা অসাধ্যকে সাধন করেছেন।