শরীফুলের ক্যারিয়ারসেরা বোলিং, ব্যাট হাসছেই বিজয়ের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
শরীফুলের ক্যারিয়ারসেরা বোলিং, ব্যাট হাসছেই বিজয়ের
লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট পেয়েছেন শরীফুল। ছবি : কালের কণ্ঠ

লিস্ট ‘এ’ ক্রিকেটে কখনোই ৫ উইকেট পাওয়া হয়নি শরীফুল ইসলামের। আজ সেই অপেক্ষা ফুরাল। বাঁহাতি পেসারের অপেক্ষা শেষের দিন হ্যাটট্রিক জয় পেয়েছে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ।

মিরপুরে শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে বৃষ্টি আইনে ১০ রানের জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার ও মাহমুদুল হাসান জয়ের জোড়া ফিফটিতে ২৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় রূপগঞ্জ। বাঁহাতি ব্যাটার সৌম্যর সর্বোচ্চ ৮০ রানের বিপরীতে ৫৯ রান করেন জয়।

পরে বৃষ্টি আসলে ৪৮.৪ ওভারে ব্রাদার্স লক্ষ্য  দাঁড়ায় ২৭১ রান। প্রতিপক্ষ রান তাড়া করতে নামলে শুরুতেই ধাক্কা দেন শরীফুল।

ইনিংসের তৃতীয় ওভারে টানা দুই বলে বিশাল চৌধুরী (০) ও মিজানুর রহমানকে (০) আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। হ্যাটট্রিক করতে না পারলেও পরে ৬ উইকেট নিয়ে জয়ের নায়ক তিনিই হন।

কেননা ৯ রানে ২ উইকেট হারানো ব্রাদার্স পরে দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল। তবে মাঝে আবারও একের পর এক উইকেট তুলে নিয়ে রূপগঞ্জকে জয় এনে দেন শরীফুল।

অন্যথা মাফুজুল ইসলাম রবিন (৭৬) আর দুটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেলা আইচ মোল্লা (৪৭) ও মাইশুকুর রহমানের (৪৬) ব্যাটে জয়ই দেখছিল ব্রাদার্স। ৪০ রানে ৬ ‍উইকেট নিয়ে স্বাভাবিকভাবেই ম্যাচসেরা হয়েছেন শরীফুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি পেসারের আগের সেরা বোলিং ছিল ১৪ রানে ৪ উইকেট।

বিজয়ের ব্যাটে জয়ে ফিরেছে গাজী গ্রুপ

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) দুর্দান্ত ছন্দে আছেন এনামুল হক বিজয়। ১০ ইনিংসের ছয়টিতেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন উইকেটরক্ষক-ব্যাটার।

যার মধ্যে আছে দুটি সেঞ্চুরিও। তার এমন ব্যাটিং পারফরম্যান্সে পয়েন্ট তালিকার তিনে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সও হাসছে।

আজ অবশ্য এক ম্যাচ পর ১৭০ রানের বড় ব্যবধানে জয়ে ফিরেছে গাজী গ্রুপ। বিকেএসপির তিন নম্বর মাঠে বিশাল ব্যবধানের জয়টি পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ৩০৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৩২ রানের বেশি করতে পারেনি পারটেক্স। এর মধ্যে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আদিল। প্রতিপক্ষকে অল্প রানে আটকাতে দুটি করে উইকেট নিয়েছেন শামিম মিয়া-ওয়াসি সিদ্দিকী-তোফায়েল আহমেদ।

ম্যাচসেরা শামীম বল হাতে ২ উইকেট নেওয়ার আগে ব্যাট হাতেও ফিফটি করেছেন (৫৩)। তার মতো ফিফটি করেছেন সাব্বির হোসেন ও বিজয়। সাব্বিরের অপরাজিত ৬৪ রানের বিপরীতে দলের সর্বোচ্চ ৭৮ রান করেছেন বিজয়। তিনজনের ফিফটিতে ৭ উইকেটে ৩০২ রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ। সর্বোচ্চ ইনিংসটি খেলার পথে এবারের ডিপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৬০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন গাজী গ্রুপের অধিনায়ক বিজয়। বর্তমানে তার রান ৬১৮।

সোহানের ৩ রানের আক্ষেপ

বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্ক স্পর্শ করতে না চাইলে এবারের ডিপিএলে তৃতীয় সেঞ্চুরিটা সহজেই পেতে পারতেন নুরুল হাসান সোহান। কেননা ব্যক্তিগত ৯৭ রানে যখন আউট হলেন তখন দলের জয় পেতে ২৩ রান প্রয়োজন ছিল। কিন্তু নুহেল সানদিদের বলে উচ্চাভিলাষী পুল শট হাঁকাতে গিয়ে বদলি ফিল্ডার মাহমুদুল হাসানের হাতে ধরা পড়েন।

এতে তিন রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় সোহানকে। অধিনায়কের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকলেও টানা ৪ হারের পর জয়ে ফিরেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ৫ উইকেটের জয়টি এসেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে। সোহানের দুর্দান্ত ইনিংসের আগে দলকে দারুণ শুরু এনে দেন টপ অর্ডার ব্যাটার। দুই ওপেনার আজমির আহমেদ (৪০) ও হাবিবুর রহমান (৩৩) প্রথম উইকেটে ৫৮ রানের জুটি গড়েন। তিনে নেমে ৪৭ রানের ইনিংস খেলেন টপ অর্ডারের আরেক ব্যাটার ফজলে মাহমুদ রাব্বিও। 

আর শেষ দিকে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে ধানমন্ডিকে জয়ে ফেরান ইয়াসির আলি রাব্বি। এর আগে নাসির হোসেন (৭৭) ও আসাদুল্লা আল গালিবের (৬৫) জোড়া ফিফটিতে ২৮১ রানের লক্ষ্য দিয়েছিল রূপগঞ্জ টাইগার্স। তিন শ ছুঁই ছুঁই লক্ষ্য দিয়েও সোহানদের দারুণ ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি রূপগঞ্জ টাইগার্সের।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে সফরকারীরা।

বেশ অভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। দলের নেতৃত্বে আছেন ক্রেইগ এরভিন।

এ ছাড়াও দলে রয়েছেন শন উইলিয়ামস, বেন কুরান, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

মন্তব্য

দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা পাঁচ দিনও টিকতে দিলেন না জ্যোতিরা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা পাঁচ দিনও টিকতে দিলেন না জ্যোতিরা
ওয়ানডে ইতিহাসে নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ছবি : বিসিবি

রেকর্ডটা পাঁচ দিনও টিকতে দিলেন না নিগার সুলতানা জ্যোতিরা। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ২৭১ রানের রেকর্ড গড়েছিলেন তারা। আজ সেই রেকর্ড ভেঙে দিলেন।

আরো পড়ুন
ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

 

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আজ ৬ উইকেটে রেকর্ড দলীয় সর্বোচ্চ ২৭৬ রান করেছে বাংলাদেশ।

রেকর্ড সংগ্রহে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক জ্যোতি। আজ আইসিসির কাছ থেকে সুখবর পাওয়ার দিনে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ক্যারিয়ারসেরা ১৭ নম্বরে উঠার দিনে ১৪০.৬৭ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন ১১ চারে।

জ্যোতির এমন ইনিংসের আগে অবশ্য বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত এনে দেন জোড়া ফিফটি করা ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা।

দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়ার পথে ৫৭ রানের ইনিংস খেলেছেন দুজনই। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ক্যাথরিন ব্রাইস।

আরো পড়ুন
২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

 

টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। আজ জিততে পারলে ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার পথটা আরো সহজ হবে প্রথম দুই ম্যাচজয়ী জ্যোতিদের।

কেননা শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই বাছাইপর্বের ফাইনালে খেলার সুযোগ পাবে। আর বাছাই পর্বের ফাইনাল মানেই আসন্ন ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত।

মন্তব্য

ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস
ছবি : কালের কণ্ঠ

২-১ গোলে রহমতমগঞ্জকে হারিয়ে ফেডারেশ কাপের ফাইনালে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস। ফাইনালে আবাহনীর মুখোমুখি হবে কিংসরা। ২২ এপ্রিল ফাইনাল খেলবে বসুন্ধরা কিংস।

বিকেলে কিংস অ্যারেনায় দ্বিতীয় কোয়ালিফায়ারের ৭৫ মিনিটে প্রথমে এগিয়ে যায় রহমতগঞ্জ।

কিন্তু ৭ মিনিটের মধ্যে বসুন্ধরার সাদ উদ্দিন গোল করে সমতা ফেরান। ১-১ স্কোরলাইন নিয়ে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন কিংসের বদলি ডিফেন্ডার ইনসান হোসেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুখবর পেয়েছেন জ্যোতি-শারমিনরা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুখবর পেয়েছেন জ্যোতি-শারমিনরা
বাংলাদেশ দল। ছবি : আইসিসি

পাকিস্তানে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশের ছন্দে থাকার মূল কারিগর নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তা-রাবেয়া খানরা।

আরো পড়ুন
২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

 

ব্যাটে-বলে পারফরম্যান্স করা সেই সব কারিগর আজ সুখবর পেয়েছেন আইসিসির কাছ থেকে। ভালো খেলার স্বীকৃতি হিসেবে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের।

অনেকে ক্যারিয়ারসেরা রেটিংও অর্জন করেছেন। ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। থাইল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর পর আয়ারল্যান্ডের বিপক্ষ ৫১ রান করা বাংলাদেশি অধিনায়কের বর্তমান অবস্থান ১৭ নম্বরে। যা তার ক্যারিয়ারে সর্বোচ্চ।

আরো পড়ুন
এমবাপ্পে-ভিনিদের পকেট ভারীর প্রস্তাব দিলেন রিয়ালের সভাপতি

এমবাপ্পে-ভিনিদের পকেট ভারীর প্রস্তাব দিলেন রিয়ালের সভাপতি

 

জ্যোতির সেঞ্চুরির দিনে থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ রান করা শারমিন ক্যারিয়ারসেরা ২৯ নম্বরে আছেন। উন্নতি হয়েছে ১১ ধাপ। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়া রিতু মনি (৬৭*) ১৬ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে আছেন। সব মিলিয়ে ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট।

বোলারদের র‌্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অর্জন রাবেয়ার। ৭ ধাপ এগিয়ে ২৩ নম্বরে আছেন এই লেগ স্পিনার। আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন তিন ধাপ এগিয়ে ৪৮ নম্বরে আছেন। উন্নতি হয়েছে পেসার মারুফা আক্তারেরও। ছয় ধাপ এগিয়ে ৬০ নম্বরে আছেন তিনি।

এই বিভাগে শীর্ষে আছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি একলেস্টোন। অন্যদিকে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার।

মন্তব্য

সর্বশেষ সংবাদ