বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার বলেছেন, বিএনপি'র আন্দোলনের মূল লক্ষ্য ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন। গত ১৬ বছর আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। তাই অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথাগুলো বলেন। বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে মুজিবর রহমান সরোয়ারের সাথে বরিশালের বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন
যমুনার মাঝ নদীতে নৌকা ডুবে ১ জনের মৃত্যু, নিখোঁজ ২
মুজিবুর রহমান সরোয়ার বলেন, শেখ মুজিবুর রহমান অনেক বড় নেতা ছিলেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী পছন্দ করতেন না।
স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান আমরা অস্বীকার করতে পারি না। তবে স্বাধীনতা যুদ্ধে তিনি সশস্ত্র অংশগ্রহণ করেননি। স্বাধীনতা যুদ্ধ ছিল একটা সশস্ত্র সংগ্রাম। আর এই সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো কথা নেই। একটা স্বৈরাচারী সরকারকে পতনের জন্য গণঅভ্যুত্থান হয়েছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করে তাদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল, নুরুল আলম ফরিদ, নাসিম উল আলম, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, মহানগর বিএনপি'র সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।