খুলনায় আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

আদালতের নির্দেশ উপেক্ষা করে খুলনায় এক বিএনপি নেতার স্ত্রীর জমি দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি নগরীর খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙ্গার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজন নির্মাণশ্রমিককে আটক করে পর শর্তসাপেক্ষে ছেড়ে দেয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সেখানে কংক্রিটের পিলার করে ইটের গাঁথুনি দিয়ে কয়েক ফুট উঁচু দেওয়াল নির্মাণ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী ওই বিএনপি নেতা রফিকুল ইসলাম শুকুরের স্ত্রী হোসনেয়ারা বেগম আদালতকে অবহিত করেন। পরে আদালত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। এই নির্দেশ অমান্য করে কাজ অব্যাহত রাখার পর রবিবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ সেখান থেকে একজনকে আটক করে।

পরদিন সোমবার দুপুরে গিয়ে সেখানে কাজ বন্ধ দেখা যায়। তবে ইটের গাঁথুনি ও পিলার আগের মতোই রয়েছে। 

ভুক্তভোগী হোসনেয়ারা বেগমের স্বামী রফিকুল ইসলাম শুকুর বলেন, তার ক্রয়কৃত জমিতে ভোগদখল থাকাবস্থায় গত ২০১১ সালে একটি বাটোয়ারা মামলা করেন জনৈক মো. আবু ফয়সাল। পরে কাগজপত্রে অমিল থাকায় তিনি মামলাটি প্রত্যাহারও করে নেন।

কিন্তু গত ২৯ জানুয়ারি সকালে হঠাৎ মো. আবু ফয়সাল জোরপূর্বক জমি থেকে হোসনেয়ারা বেগমকে উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করেন। এমনকি সম্প্রতি স্থানীয় এক প্রভাবশালী মহলের সহযোগিতায় জমিটি দখলের উদ্দেশ্যে সেখানে সীমানা দেয়াল নির্মাণের চেষ্টা করেন। পরে বিএনপি নেতা মো.  রফিকুল ইসলাম শুকুরের স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী হয়ে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন দায়ের করেন। আদালত ঘটনাস্থলে ১৪৪/১৪৫ ধারা জারি করেন। কিন্তু আদালতের ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে দেয়াল নির্মাণের পর পুলিশ একজনকে আটক করে পরে শর্ত সাপেক্ষে তাকে ছেড়ে দেয়।

এ ব্যাপারে মো. আবু ফয়সাল বলেন, আদালতের কোনো নির্দেশ তিনি হাতে পাননি। তবে থানার মাধ্যমে জানতে পেরে তিনি কাজটি বন্ধ রেখেছেন।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জা (ওসি) মো. কবির হোসেন বলেন, উভয় পক্ষকে চিঠি দিয়ে আদালতের নির্দেশ মানার জন্য বলা হয়েছে। এখন থেকে সেখানে কেউ কোনো কাজ করতে পারবে না। তবে যে কাজ করা হয়েছে সেগুলো ভাঙার ব্যাপারেও আদালতের নির্দেশ প্রয়োজন বলেও তিনি জানান।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

তালতলীতে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
তালতলীতে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

বরগুনার তালতলীতে দুলাভাইয়ের বাড়ি থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তালতলী থানা পুলিশ। নিহত প্রেমিক যুগলের নাম ইকবাল হাওলাদার ও লামিয়া বেগম।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে রহিম ডাক্তারের বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত ইকবাল বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানিপুর গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে ও স্বামী পতিত্যাক্তা নিহত লামিয়া পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুবিদখালী গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন
অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : সরোয়ার

অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : সরোয়ার

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে লামিয়াকে নিয়ে দুলাভাইয়ের বাড়ি বেড়াতে আসেন ইকবাল হাওলাদার। ইকবাল তার প্রেমিকা লামিয়াকে নিয়ে মেয়ের শ্বশুর বাড়ি এসেছেন। এমন সংবাদ শুনে লামিয়ার মা হাজেরা বেগম সেখানে আসেন। ওই সময় ইকবাল ও তার মেয়েকে অকথ্য ভাষায় গালিমন্দ করেন তিনি।

এতে ক্ষোভে ইকবাল ও লামিয়া ঘরের চালের রুয়ার সঙ্গে ওড়না ও রশি পেঁচিয়ে আত্নহত্যা করেন। 

সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

আরো পড়ুন
মা-ভাইকে কুপিয়ে জখম করলেন বড় ভাই

মা-ভাইকে কুপিয়ে জখম করলেন বড় ভাই

 

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ‘প্রেমিক যুগলের আত্মহত্যার বিষয়ে থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

মন্তব্য

বাগাতিপাড়ায় ১৫ দিনব্যাপী বাঘার ঈদ মেলা শুরু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
বাগাতিপাড়ায় ১৫ দিনব্যাপী বাঘার ঈদ মেলা শুরু
ছবি: কালের কণ্ঠ

নাটোরের বাগাতিপাড়ায় তমালতলা এলাকায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী বড় বাঘায় ১৫ দিনব্যাপী ঐতিহাসিক ঈদ মেলা শুরু হয়েছে ঈদুল ফিতরের দিন থেকে। বড় বাঘা নামে পরিচিত ওই মাজার চত্বরে অনুষ্ঠিত মেলায় দূর-দূরান্ত থেকে আসছে হাজারো নারী-পুরুষ। মেলায় পসরা নিয়ে বসেছেন শত শত ব্যবসায়ীও। 

আরো পড়ুন
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড

এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড

 

ঈদ উপলক্ষে অনুষ্ঠিত এই মেলায় পাওয়া যাচ্ছে সব ধরনের মিষ্টি, শিশুদের খেলনা, কাঠের সামগ্রী, বেলুন, বাঁশি ইত্যাদি।

রয়েছে ছবির দোকান, খাবার হোটেল, পান, চায়ের স্টল, নাগরদোলা প্রভৃতি।

বড় বাঘা মসজিদ, মাদরাসা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, প্রায় ৫০০ বছর যাবত্ ঈদুল ফিতরের দিন এই মেলা শুরু হয়ে তিন থেকে পনেরো দিন পর্যন্ত চলে। তিনি আরো বলেন, মেলায় যাতে কোনো প্রকার অশ্লীলতা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : সরোয়ার

বরিশাল অফিস
বরিশাল অফিস
শেয়ার
অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : সরোয়ার
সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার বলেছেন, বিএনপি'র আন্দোলনের মূল লক্ষ্য ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন। গত ১৬ বছর আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। তাই অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবে।

 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথাগুলো বলেন। বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে মুজিবর রহমান সরোয়ারের সাথে বরিশালের বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন
যমুনার মাঝ নদীতে নৌকা ডুবে ১ জনের মৃত্যু, নিখোঁজ ২

যমুনার মাঝ নদীতে নৌকা ডুবে ১ জনের মৃত্যু, নিখোঁজ ২

 

মুজিবুর রহমান সরোয়ার বলেন, শেখ মুজিবুর রহমান অনেক বড় নেতা ছিলেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী পছন্দ করতেন না।

স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান আমরা অস্বীকার করতে পারি না। তবে স্বাধীনতা যুদ্ধে তিনি সশস্ত্র অংশগ্রহণ করেননি। স্বাধীনতা যুদ্ধ ছিল একটা সশস্ত্র সংগ্রাম। আর এই সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো কথা নেই। একটা স্বৈরাচারী সরকারকে পতনের জন্য গণঅভ্যুত্থান হয়েছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করে তাদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না। 

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল, নুরুল আলম ফরিদ, নাসিম উল আলম, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, মহানগর বিএনপি'র সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।

মন্তব্য

মাঝ যমুনায় নৌকা ডুবে ১ জনের মৃত্যু, নিখোঁজ ২

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি
শেয়ার
মাঝ যমুনায় নৌকা ডুবে ১ জনের মৃত্যু, নিখোঁজ ২
ছবি : কালের কণ্ঠ

জামালপুরের ইসলামপুরে যমুনার মাঝ নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। আরো দুই নৌকা যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯টা উপজেলার কুলকান্দি যমুনার জিরো পয়েন্ট চর কুলকান্দির উদ্দেশে যাওয়ার পথে নদীর মাঝখানে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়।

পরে বেশিরভাগ যাত্রীরা তীরে সঙ্গে ফিরে আসেন। এ সময় তিন যাত্রী নদীতে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেন।

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর সমাধান করা হবে : প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর সমাধান করা হবে : প্রধান উপদেষ্টা

 

নৌকা ডুবে মারা যাওয়া ব্যক্তির নাম মো. বিল্লাল হোসেন মণ্ডল (৪০)।

তিনি উপজেলার কুলকান্দি ইউনিয়নের মধ্যপাড়া এলাকার সামছুল মণ্ডলের ছেলে। নিখোঁজ ব্যক্তিদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ইসরামপুর উপজেলার যমুনা নদীর কুলকান্দি জিরো পয়েন্ট থেকে চর কুলকান্দির উদ্দেশে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা যাত্রা শুরু করে। মাঝপথে অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি ডুবে যায়।

নৌকার যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও ৩ জন নিখোঁজ হন। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনা স্থলে পৌঁছে ৪ ঘণ্টার চেষ্টায় বিল্লাল মন্ডল নামের একজনের মরদেহ উদ্ধার করে।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ২ জন নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।’

আরো পড়ুন
‘তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার’

‘তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার’

 

ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘নৌকা ডুবে দুজন নিখোঁজ রয়েছেন।

তাদের উদ্ধারের চেষ্টা চলছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ