ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু এখনো উদ্ধার হয়নি, শিক্ষার্থীদের বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু এখনো উদ্ধার হয়নি, শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁও হাসপাতাল থেকে শিশু চুরির ১৮ ঘণ্টার পরও উদ্ধার না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় অবস্থান নিয়ে ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ও চুরি যাওয়া শিশুটির পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে শিশুটিকে সহজেই চুরি করে চোরচক্র।

এ ঘটনার পর প্রায় ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এটি প্রশাসনের চরম ব্যর্থতা। যতক্ষণ পর্যন্ত ৬ দফা দাবি বাস্তবায়ন করা না হবে এই আন্দোলন চলমান থাকবে। ছয় দফা দাবির মধ্যে হাসপাতালে কর্তব্যরত সকলকেই নির্দিষ্ট পোশাক পরিধান করে সেবা দিতে হবে, বহিরাগত প্রবেশের বিষয়ে আরো সতর্ক থাকতে হবে, হাসপাতালের প্রধান ফটকসহ ভেতরে সার্বক্ষণিক পুলিশি ব্যবস্থা করতে হবে, রোগীদের জন্য কাছাকাছি স্বাস্থ্যাসম্মত টয়লেট ব্যবস্থা করা, নিরাপত্তার জন্য সিসি টিভি ক্যামারা আরো বৃদ্ধি, হাসপাতালের ভেতরে দালালদের অবাধে বিচরণ বন্ধ ও সেবা দিতে আসা নার্স ও চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

এদিকে সড়কে শিক্ষার্থীদের অবস্থানের কারণে যানজটের কারণে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। পরে ঘটনাস্থলে জেলা প্রশাসক এসে সব দাবি বাস্তবায়নসহ চুরি হওয়া শিশুটিকে দ্রুত উদ্ধারের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, পুলিশ ও প্রশাসনের গোয়েন্দা সংস্থা বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই মধ্যে চোর নারীকে শনাক্ত করা হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অব্যবস্থাপনার বিষয়ে আলোচনা চলছে। 

গত রবিবার (৯ মার্চ) বিকেলে নিউমোনিয়ায় আক্রান্ত হলে শিশু সায়ানকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় শিশুটিকে চুরি করে একটি মহিলা। হারিয়ে যাওয়া শিশুটি সদর উপজেলা ভুল্লি থানার মুন্সিরহাট এলাকার শিমুল হোসেনের ছেলে।

মন্তব্য

সম্পর্কিত খবর

শ্রমিক দল নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
শ্রমিক দল নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
অভিযুক্ত কাচপুর ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি হানিফ হক। সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি ২ নং সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান (৫৬) হককে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। পরে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং: ৫৮৫। অভিযুক্ত হলেন, কাচপুর ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি হানিফ হক।

রবিবার (১৩ এপ্রিল) সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘আমি মো. মজিবুর রহমান (৫৬), (নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি ০২ নং সাংগঠনিক সম্পাদক) এই মর্মে সাধারণ ডায়েরী করার আবেদন করিতেছি যে, বিবাদী ১। মো. হানিফ হক (৪৭), পিতা-ফজলুল হক, সাং-সোনাপুর, কাঁচপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, গত ১১ এপ্রিল তরুণ দলের একটি প্রোগ্রামে তিনি সেখানে শ্রমিক দল পরিচয় দেন কিন্তু উক্ত বিবাদী কাঁচপুর ইউনিয়ন জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি এবং সোনারগাঁ থানার জাতীয় সেচ্ছাসেবক পার্টির সিনিয়র সহ-সভাপতি, তিনি ফেসবুক ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নিজেকে শ্রমিক দল পরিচয় দেয়। ফেসবুকে বিবাদীর পোস্ট দেখে আমার জেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা আমাকে উক্ত বিষয়টি জানায়।

উক্ত বিষয়টি আমি তরুণ দলের সভাপতি পিএস তোফা কে জানাই যে, মো. হানিফ হক কাঁচপুর ইউনিয়ন জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি এবং সোনারগাঁ থানার জাতীয় সেচ্ছাসেবক পার্টির সিনিয়র সহ-সভাপতি জানানো পরে পিএস তোফা হাফিন হককে বিষয়টি জানান। পরবর্তীতে মো. হানিফ হক গত ১২ এপ্রিল আনুমানিক দুপুর ১ টা ৫৭ ঘটিকায় উক্ত বিবাদী তাহার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও গুলি করে, কুপিয়ে হত্যা করবে মর্মে হুমকি প্রদান করে। বিবাদী বিভিন্ন লোক দিয়ে রাস্তা ঘাটে যেখানে পাবে আমাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। ইহা ভবিষতের জন্য সাধারণ ডায়েরি করিয়া রাখা হইল।
এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি রাখা একান্ত প্রয়োজন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সরকারি নলকূপের পানি নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রতিনিধি
শেয়ার
সরকারি নলকূপের পানি নিয়ে সংঘর্ষ, আহত শতাধিক
প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গভীর নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। রবিবারের (১৩ এপ্রিল) এই ঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত শতাধিক লোক আহত হয়।

স্থানীয় সূত্র জানায়, জলসুখা ইউনিয়নের বেশ কিছু এলাকায় বিগত কয়েক দিন থেকে টিউবওয়েলে পানি না উঠায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। শনিবার সন্ধ্যায় মীরহাঠি গ্রামের অলি মিয়ার ২০ বছর বয়সী মেয়ে মধ্যপাড়া গ্রামের মাদরাসার পেছনে ওয়াহিদ মিয়ার বাড়ির সামনে সরকারি গভীর নলকূপ থেকে পানি আনতে যান।

এ সময় মাধ্যপাড়া গ্রামের আজমান মিয়ার ছেলে ওয়াসিম মিয়া পানি নিতে বাধা দেন। ওই কিশোরী প্রতিবাদ জানালে হাতাহাতির ঘটনা ঘটে। 

আরো পড়ুন
রংপুরে টেলিমেডিসিন সেবার উদ্বোধন

রংপুরে টেলিমেডিসিন সেবার উদ্বোধন

তারা জানায়, রবিবার সকালে জলসুখা বাজারে আজমান মিয়া ও অলি মিয়ার স্বজনদের মধ্য আবারও হাতাহাতির ঘটনা ঘটে। পরে আজমান মিয়ার পক্ষ নিয়ে ইউপি সদস্য আলা উদ্দিন মিয়ার নেতৃত্বে একদল গ্রামবাসী অলি মিয়ার স্বজনদের ওপর হামলা চালায়।

এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

তারা আরো জানায়, সংঘর্ষ চলাকালে কয়েকটি বসত ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত শতাধিক আহত হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন
বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল : আইন উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল : আইন উপদেষ্টা

আজমীরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মাঈদুল হাছান জানান, সংঘর্ষ থামাতে পুলিশ তিন রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য

রংপুরে টেলিমেডিসিন সেবার উদ্বোধন

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
রংপুরে টেলিমেডিসিন সেবার উদ্বোধন

রংপুরের প্রান্তিক জনপদে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিশ্চিতে টেলিমেডিসিন সেবা চালু করলো রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর খামারপাড়া, পানবাড়ী বাজার এলাকায় টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন করা হয়।

রংপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা এ টেলিমেডিসিন সেবার উদ্বোধন করেন। 

এ সময় রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান সরকার, উপব্যবস্থাপনা পরিচালক আল আমিন, পরিচালক স্বপন কুমার রায়, অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন, রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ছামছুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্রাহকরা জানান, সেন্টারে সেবা পেয়ে খুশি তারা। তাদের দাবি সব স্থানে এই সেবা চালু করলে ভোগান্তি কমবে। তাৎক্ষণিক ও সহজে সেবা পেতে টেলিমেডিসিন সেবা অত্যন্ত কার্যকরী। এতে তাড়াতাড়ি সেবা পাওয়ার পাশাপাশি মানুষের অর্থনৈতিক সাশ্রয় হবে।

 

নগরীর ৩৩টি ওয়ার্ডে ১৪০টি সেন্টারের মাধ্যমে এই টেলিমেডিসিন সেবা দেওয়া হবে জানিয়েছেন উদ্যোক্তারা।

মন্তব্য

ডামুড্যায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
শেয়ার
ডামুড্যায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল
ছবি : কালের কণ্ঠ

শরীয়তপুরের ডামুড্যায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ মিছিল করেছেন একাংশের নেতাকর্মীরা। রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় এই বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিলটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে স্বর্ণকারপট্টিতে এসে শেষ হয়। এ সময় নারীদের হাতে ঝাড়ু ছিল।

ডামুড্যা পৌরসভার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক মাঝি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব বিএনপি নেতা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা নিয়েছেন এবং বিএনপির কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেননি, সেসব নেতাকে দিয়ে গত ৭ মার্চ ডামুড্যা পৌরসভার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

তিনি বলেন, স্থানীয়ভাবে যেসব বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেও তারা আহ্বায়ক কমিটিতে পদ পায়নি। এই নগ্ন এবং ভঙ্গুর আহ্বায়ক কমিটি গঠনের নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে এই কমিটি বিলুপ্ত করে বিএনপির সঙ্গে যারা নিয়মিত কাজ করেছে, তাদের দিয়ে কমিটি করার দাবি জানাই।

 

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পৌর বিএনপি থেকে বহিষ্কৃত নেতাকে আহ্বায়ক করে পকেট কমিটি ঘোষণা করেছেন। কমিটির বেশির ভাগ লোক এলাকায় থাকে না। তারা আওয়ামী লীগ থেকে নিয়মিত সুযোগ-সুবিধা নিয়েছে। এমনকি তারা গত সরকারের আমলে বিভিন্ন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে নির্বাচনের প্রচার-প্রচারণা করেছে অথচ এত বছর তারা সুযোগসন্ধানী ছিল, এখনো তারা সুযোগসন্ধানী হয়ে রয়েছে; আমরা এই কমিটি মানি না।

অবিলম্বে এই অবৈধ পকেট কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক মাঝি, সাবেক পৌর যুবদল সভাপতি আসাদুজ্জামান লাতু খান, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার জাহের, বিএনপি নেতা সাব্বির রহমান শিকদার, রাজা বেপারীসহ পৌরসভার দুই শতাধিক নেতাকর্মী।

মন্তব্য

সর্বশেষ সংবাদ