শরীয়তপুরের ডামুড্যায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ মিছিল করেছেন একাংশের নেতাকর্মীরা। রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় এই বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে স্বর্ণকারপট্টিতে এসে শেষ হয়। এ সময় নারীদের হাতে ঝাড়ু ছিল।
ডামুড্যা পৌরসভার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক মাঝি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব বিএনপি নেতা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা নিয়েছেন এবং বিএনপির কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেননি, সেসব নেতাকে দিয়ে গত ৭ মার্চ ডামুড্যা পৌরসভার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয়ভাবে যেসব বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী সব আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেও তারা আহ্বায়ক কমিটিতে পদ পায়নি। এই নগ্ন এবং ভঙ্গুর আহ্বায়ক কমিটি গঠনের নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে এই কমিটি বিলুপ্ত করে বিএনপির সঙ্গে যারা নিয়মিত কাজ করেছে, তাদের দিয়ে কমিটি করার দাবি জানাই।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পৌর বিএনপি থেকে বহিষ্কৃত নেতাকে আহ্বায়ক করে পকেট কমিটি ঘোষণা করেছেন। কমিটির বেশির ভাগ লোক এলাকায় থাকে না। তারা আওয়ামী লীগ থেকে নিয়মিত সুযোগ-সুবিধা নিয়েছে। এমনকি তারা গত সরকারের আমলে বিভিন্ন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে নির্বাচনের প্রচার-প্রচারণা করেছে অথচ এত বছর তারা সুযোগসন্ধানী ছিল, এখনো তারা সুযোগসন্ধানী হয়ে রয়েছে; আমরা এই কমিটি মানি না।
অবিলম্বে এই অবৈধ পকেট কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক মাঝি, সাবেক পৌর যুবদল সভাপতি আসাদুজ্জামান লাতু খান, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার জাহের, বিএনপি নেতা সাব্বির রহমান শিকদার, রাজা বেপারীসহ পৌরসভার দুই শতাধিক নেতাকর্মী।