ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২
ছবি: কালের কণ্ঠ

জামালপুরের বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ ইউপি সদস্য বাসর সরদার ও তার সহযোগী নুহ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৭ মার্চ) ভোর রাতে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়নের পৃথক এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাসর সরদার সূর্যনগর পশ্চিমপাড়া এলাকার মৃত গফুর সরকারের ছেলে। তিনি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

নুহ মিয়া একই এলাকার মতি মিয়ার ছেলে।

আরো পড়ুন
ছবি তুললেও ভোট দেওয়া হবে না ২ বন্ধুর

ছবি তুললেও ভোট দেওয়া হবে না ২ বন্ধুর

 

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নুহ মিয়ার বাড়িতে অভিযান চালালে তার গোয়াল ঘর থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। নুহ মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান- মোটরসাইকেলটি ইউপি সদস্যের কাছ থেকে ক্রয় করেছেন।’

তিনি আরো বলেন, ‘পরে ইউপি সদস্য বাসর আলীকে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

চোরাই মোটরসাইকেলটি জব্দ করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

খরস্রোতা নদীগুলো এখন মরা খাল

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ
অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ
শেয়ার
খরস্রোতা নদীগুলো এখন মরা খাল
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহ জেলার ওপর দিয়ে বয়ে গেছে ১২টি নদ-নদী। খননের অভাব আর দখলদারদের কারণে নদ-নদীগুলো বর্তমানে মরা খালে পরিণত হয়েছে। এক সময়ের খরস্রোতা এসব নদীতে এখন আর আগের মতো পানি নেই।

নদ-নদীতে পাওয়া যায় না দেশীয় প্রজাতির মাছ।

শুষ্ক মৌসুমে সেখানে চাষ করা হয় ধান, পাট, সরিষাসহ নানা ফসল। সুযোগ নিয়ে নদীপাড়ের জায়গা দখল করতেও ব্যস্ত দখলদাররা।

জেলার ছয় উপজেলায় নদীর জায়গা দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। নদীগুলো দখলমুক্ত ও নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে জেলাবাসী বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম করলেও সংশ্লিষ্টরা সেদিকে এখন পর্যন্ত কোনো নজর দেননি।

জানা গেছে, জেলার ছয়টি উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে নবগঙ্গা, চিত্রা, কুমার, বেগবতি, গড়াই, ইছামতি, ডাকুয়া, কপোতক্ষ, কালীগঙ্গা, কোদলা, ফটকি ও বুড়ী নদী। নদ-নদীর মোট আয়তন ১ হাজার ৬৪১ দশমিক ৭৫ হেক্টর। 

সরেজমিনে দেখা যায়, ঝিনাইদহ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর বিভিন্ন স্থানে জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। শহরের বিভিন্ন এলাকা দিয়ে ড্রেনের ময়লা আবর্জনা গিয়ে পড়ছে নদীতে।

সদর উপজেলার গান্না এলাকার ওপর দিয়ে বয়ে গেছে এক সময়ের খরস্রোতা নদী চিত্রা। নদীতে পানি না থাকায় সেখানে বিভিন্ন ফসলের চাষাবাদ করা হচ্ছে। এসব কারণে একদিকে যেমন কমছে নদীর প্রশস্ততা, অন্যদিকে হুমকির মুখে পড়ছে মাছসহ জলজ প্রাণী। তাই দ্রুত সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সদর উপজেলার গান্না এলাকার মৎস্যজীবী নারায়ণ হালদার বলেন, ‘এক সময় চিত্রা নদীতে মাছ ধরে সংসার চালাতাম।

এখন বর্ষাকালেও পানি থাকে না। তাই এখন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি।’

ঝিনাইদহ শহরতলীর মুরারিদহ এলাকার আব্দুর রশিদ বলেন, ‘আমি যখন স্কুলে পড়তাম তখন দেখেছি নবগঙ্গা নদীতে অনেক বড় বড় নৌকা আসত। এখন সেই নদীতে সারা বছর মানুষ পায়ে হেঁটে পার হয়। বর্ষা মৌসুমেও পানির দেখা পাওয়া যায় না।’

জেলা নদীরক্ষা কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমাদের জেলার সকল নদ-নদী এখন দখলদারদের দখলে। এ দখলদারদের উচ্ছেদ করার জন্য আমরা বারবার তাগাদা দিয়েও কোনো লাভ হয়নি। শহরের নদীগুলোতে নিয়মিত আর্বজনা ফেলা হচ্ছে। আবার গ্রামাঞ্চলে নদীর বুকে বিভিন্ন ফসলের চাষ করা হচ্ছে। এদিকে সংশ্লিষ্টরা যেন কোনো নজরই দিচ্ছে না। তাই সরকারকে এসকল নদ-নদীর বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী বিকাশ রঞ্জন দাস বলেন, ‘এ জেলায় যে নদ-নদীগুলো রয়েছে, তার বেশির ভাগের উৎসমুখ ভরাট হয়ে গেছে। তাই উৎসমুখগুলো খনন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে নবগঙ্গা নদী খননরে জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি নদ-নদীগুলো খননের ব্যবস্থা করা হবে।’

এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল আওয়াল কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে নদ-নদীগুলোর উৎসমুখ খনন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। খনন করা হলে এসব নদীর পানি প্রবাহ আগের মতো হবে।’

তিনি বলেন, ‘এ ছাড়াও যেসব স্থানে অবৈধ দখলদার রয়েছে সেখানে দ্রুতই অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করা হবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

বিক্ষোভে ইসরায়েলি পণ্য বয়কেটর ডাক হেফাজত নেতাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
বিক্ষোভে ইসরায়েলি পণ্য বয়কেটর ডাক হেফাজত নেতাদের
ছবি: কালের কণ্ঠ

গাজায় ইসরাইলের বর্বর হামলা ও ভারতে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর। 

শুক্রবার (২১ মার্চ) চট্টগ্রামের বাদ জুমা আন্দরকিল্লা শাহি জামে মসজিদের উত্তর গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা, অনতিবিলম্বে ফিলিস্তিনের উপর ইসরাইলের হামলা বন্ধ এবং নেতানিয়াহুসহ সকল হামলাকারীদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানানো হয়। এই সময় ইসরাইলের পণ্য বয়কট করার আহ্বান জানান হেফাজত নেতারা।

বিক্ষোভ সমাবেশে ভারতের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন  বন্ধ করার জোর দাবি জানানো হয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা আলী ওসমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মাওলানা সায়েমউল্লাহ,কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মাওলানা ফয়সাল, কেন্দ্রীয় সহ প্রাণ ও দুর্যোগ সম্পাদক মাওলানা জাকারিয়া মাদানী, বাইজিদ থানা সভাপতি মাওলানা নুরুন্নবী, জাহেদ হাসান প্রমুখ। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করেন। 

মন্তব্য

চট্টগ্রামে যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ৩৪

চট্টগ্রাম নগরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ কর্মীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

মন্তব্য

৬তলা ভবনের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
৬তলা ভবনের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু
সংগৃহীত ছবি

বরিশালের বানারীপাড়ায় ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে মৌ (১৪) নামের এক কিশোরী মারা গেছেন। তিনি ওই ভবনের ৫ম তলার নুরে জান্নাত নুরানী হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী। শুক্রবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
 
রোজাদার মৌ ওই ভবনের ছাদ থেকে প্রথমে একতলা টিনের চালা ঘরের উপর পড়ে এবং সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বিকাল ৪টার দিকে তিনি মারা যান। 

আরো পড়ুন
ছিনতাইয়ের সময় আটক যুবককে গণপিটুনি দিয়ে বুড়িগঙ্গায় নিক্ষেপ, অতঃপর...

ছিনতাইয়ের সময় আটক যুবককে গণপিটুনি দিয়ে বুড়িগঙ্গায় নিক্ষেপ, অতঃপর...

 

মৌ ওই সময় ভবনের রেলিংঘেরা ছাদে কেন গিয়েছিল এবং সেখান থেকে কিভাবে নিচে পড়ে গেল তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তবে কেউ কেউ ধারণা করছেন কাপড় শুকাতে দিতে তিনি ছাদে গিয়েছিল।

তবে রেলিংঘেরা ছাদ থেকে তার নিচে পড়ে যাওয়া নিয়ে ‘রহস্যের’ সৃষ্টি হয়েছে। মৌ বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন মহুরীর মেয়ের ঘরের নাতনি ও উজিরপুর পৌর শহরের বাসিন্দা মো. শাহিনের মেয়ে।

মৌর এ মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।

এ দিকে ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ দাফনের জন্য বরিশাল জেলা প্রশাসকের অনুমতির প্রক্রিয়া চলছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ