আউটসোর্সিং বাতিল করে রাজস্বভুক্ত করার দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
আউটসোর্সিং বাতিল করে রাজস্বভুক্ত করার দাবিতে মানববন্ধন
ছবি: কালের কণ্ঠ

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে। পরে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

রবিবার (২৩ মার্চ) দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, কেয়ারটেকারদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
শরীর ও মনের বয়স জানালেন কুসুম

শরীর ও মনের বয়স জানালেন কুসুম

 

মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সারা দেশে ৩ লাখ মসজিদে ৮০ হাজার আলেম ওলামা বিগত ৩৩ বছর ধরে কর্মরত রয়েছেন।

কিন্তু সবসময় অবহেলিত, নির্যাতিত, বৈষম্যের শিকার হয়ে আসছেন তারা। সাতবার প্রকল্প পাস করার পর অষ্টমবার প্রকল্প পাস করার ক্ষেত্রে আশ্বাস দেওয়া হয়েছিল রাজস্ব খাতে নেওয়ার। কিন্তু তিন মাস অতিবাহিত চললেও কোনো বেতন বোনাস দেওয়া হয় নাই। সামনে ঈদুল ফিতর, পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগীরা বলেন, আজ যেখানে সারা বাংলাদেশের মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত, তখন দেশের ৮০ হাজার ওলামা বেতন না পাওয়ায় অনিশ্চয়তায় দিন পার করছেন। শতকরা ৮ ভাগ হিন্দুদের মন্দির ভিত্তিক সহশিক্ষা কার্যক্রম পাস হয়। অথচ ৯২ ভাগ মুসলিমদের প্রকল্প পাস হয় না। তাই তাদের দাবি, প্রকল্পকে আউটসোর্সিং থেকে বাতিল করে রাজস্ব খাতে নিতে হবে এবং প্রস্তাবিত ৮ম পর্যায়ের প্রকল্প দ্রুত অনুমোদন দিতে হবে।

আর ঈদের আগেই আমাদের বেতন ভাতা পরিশোধ করতে হবে এবং প্রতিমাসের বেতন প্রতিমাসে দিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন গতে তোলা হবে।

পরে জেলা প্রশাসক কার্যালয়ে যাওয়ার সময় জেলা পরিষদের সামনে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, সেক্রেটারী আব্দুল গাফফার খান।

ইসলামিক ফাউন্ডেশন, পাবনার ফিল্ড অফিসার রজব আলীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মাসুদুর রহমান, উজ্জ্বল হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

হেরোইন বহনের দায়ে এক যুবকের ৫ বছরের কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
শেয়ার
হেরোইন বহনের দায়ে এক যুবকের ৫ বছরের কারাদণ্ড
সংগৃহীত ছবি

৫০ গ্রাম হেরোইন বহনের দায়ে গোলাম হোসেন ওরফে গোলাম মোস্তফা (৪৩) নামের এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।


একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় । অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


আসামি গোলাম হোসেন ওরফে গোলাম মোস্তফা সদর উপজেলার খানকা দালাল পাড়ার মৃত হারুনুর রশিদের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ।

মন্তব্য

ভিজিএফ চালের বস্তা লুটপাট, ৪ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি
শেয়ার
ভিজিএফ চালের বস্তা লুটপাট, ৪ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
সংগৃহীত ছবি

গাইবান্ধা ফুলছড়িতে ভিজিএফ চালের বস্তা লুটপাটের ঘটনায় ৪ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন উদাখালি ইউপি চেয়ারম্যান। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান ও বিএনপি নেতাকর্মীরা পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।

এই মামলার আসামিরা হলেন দক্ষিণ উদাখালী গ্রামের ময়নাল প্রধানের ছেলে এনামুল হক (৪২), দক্ষিণ বুড়াইল গ্রামের নাজির হোসেন হেলালের ছেলে আনিছুর রহমান (৪০), বটের ভিটা গ্রামের চুসা মিয়ার ছেলে ইয়াছিন আলী (৩৫) ও দক্ষিণ বুড়াইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মজিবর রহমান।

 

মামলা সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এ বছর গাইবান্ধা ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়ন পরিষদে গত বুধবার (১৯ মার্চ) সকাল ৮টা থেকে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ এর চাল বিতরণ চলছিল। এ সময়  ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন। 

তিনি তার প্রত্যয়নপত্রে উল্লেখ করেছেন ওই দিন ৪ হাজার ৭৮টি  স্লিপের বিপরীতে ৪০ দশমিক ৭৮০ মেট্রিক টন চাল বিতরণের কথা ছিল। যা ১৩৫৯টি বস্তায় রাখা ছিল।

এর মধ্যে ১৩৩৪টি বস্তা বিতরণ শেষ হয়। এরপর বিকাল ৩টার সময় একদল লোক গোডাউনের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করতেই ভিজিএফ চালের বস্তা লুট করা শুরু হয়। পরবর্তীতে ১০০-১৫০ মানুষ চাল রাখা গোডাউনের ভেতরে প্রবেশ করে এবং মেঝেতে পড়ে থাকা ২৫ বস্তা চাল লুট করে, যে যার মতো নিয়ে যায়।

এ ঘটনায় গত রবিবার (২৩ মার্চ) দুপুরে ফুলছড়ি উপজেলার ৩ নং উদাখালী ইউনিযন পরিষদের চেয়ারম্যান আল-আমিন আহমেদ বাদী হয়ে গাইবান্ধা জেলা জজ কোর্টের ফুলছড়ি আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

তবে ফুলছড়ি উদাখালি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দাবি এটি একটি মিথ্যা ও সাজানো মামলা। 

এদিকে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মামলার বাদী আল-আমিন আহমেদ অভিযোগ করে বলেন, যারা চালের বস্তা লুটপাট করেছেন তারা সকলেই ফুলছড়ির উদাখালি ইউনিয়ন  বিএনপির নেতাকর্মী। সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে এসব লুটপাট চালানো হয়।

তিনি আরো অভিযোগ করে বলেন, এর আগে ১ হাজার স্লিপ দাবি করেন এই দুই নেতা। স্লিপ না দেওয়ায় তারা এরকম ঘটনা ঘটান।

 

ফুলছড়ি উদাখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর ও যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই মামলাটি একটি সাজানো মামলা। তারা এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, চেয়ারম্যান ও তার লোকজন এই ঘটনা ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের ফাঁসানোর চেষ্টা করছেন। 

মন্তব্য

‘অপরাধীদের প্রতি কোনো কৃপা প্রদর্শন করা হবে না’

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি
শেয়ার
‘অপরাধীদের প্রতি কোনো কৃপা প্রদর্শন করা হবে না’
ছবি: কালের কণ্ঠ

যশোরে নবাগত পুলিশ সুপার (এসপি) রওনক জাহান বলেছেন, পুলিশকে জনগণের আস্থায় ফিরিয়ে আনার জন্য যা কিছু করা দরকার, তার সবকিছুই করা হবে। অপরাধীদের প্রতি কোনো কৃপা প্রদর্শন করা হবে না।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার রওনক জাহান বলেন, খুনি ও ছিনতাইকারীদের ধরতে ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে।

অবৈধ অস্ত্র উদ্ধার করে এবং অস্ত্রধারীদের গ্রেপ্তার করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা হবে।

এর আগে জেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন প্রেস ক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ প্রমুখ।

এ সময় জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রওনক জাহান চলতি মাসে যশোরের পুলিশ সুপার হিসেবে যোগ দেন।

দেশের প্রাচীনতম জেলা যশোরে জেলা পুলিশের শীর্ষ ব্যক্তি হিসেবে এই প্রথম কোনো নারী কর্মকর্তা নিযুক্ত হয়েছেন। এর আগে যশোর পিবিআইয়ের এসপি হিসেবে আরেক নারী কর্মকর্তা রেশমা শারমিন কর্মরত আছেন।

মন্তব্য

থানার গেইটে চলছিল মাদকের কারবার, ‘বিস্মিত’ ওসি

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
থানার গেইটে চলছিল মাদকের কারবার, ‘বিস্মিত’ ওসি

ঝিনাইদহের শৈলকুপা থানা গেইটের সামনে থেকে গাঁজাসহ অমল কুমার ঠাকুর নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে থানা গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক অমল কুমার ঠাকুর উপজেলার হেতামপুর গ্রামের মৃত জিতেন কুমারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান।

 

ওসি মাসুম খান কালের কণ্ঠকে বলেন, ‘আটক ওই কারবারিকে জিজ্ঞাসাবাদের পর সে বলেছে, দীর্ঘদিন ধরে থানার গেইটে মাদকের কারবার করছিল। এ ঘটনা শোনার পর আমি নিজেই বিস্মিত।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ