জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, ‘যেই সাম্যের বাংলাদেশের জন্য জুলাই অভ্যুত্থানটা হয়েছে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করব। কারো পদ বা সম্পত্তির ভিত্তিতে অধিকার নিশ্চিত করা যাবে না, ভোটের অধিকার খর্ব হবে না, কাউকে অপমান করা যাবে না, এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে।’
রবিবার (৩০ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারগুলোর মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।
আরো পড়ুন
আকাশ পথে ঈদযাত্রায় ভিন্ন চিত্র
এ সময় জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সভাপতিত্বে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, মুখপাত্র রাজিব মোল্লা, সদস্য মিরাজুল মাজিদ তূর্য্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমজান আলী, ঢাকা বাংলা কলেজের শিক্ষার্থী জাকির হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্যসচিব মো. রাশেদুল ইসলাম, মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক সাঈদুরজ্জামান সাকিব, আলতাব মাহমুদ, ছাত্র আন্দোলনের সদস্য টোকন মন্ডলসহ জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানে রাজবাড়ীর নিহত ৩ শহীদ পরিবার ও আহত ৭৭ জনের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, চিনি, সেমাই, তেল এবং গুঁড়া দুধ দেওয়া হয়।
আরো পড়ুন
ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চাপ নেই গাড়ির
ডা. তাসনিম জারা আরো বলেন, ‘আপনারা সাহস এবং ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিলেন, গুলির মুখে দাঁড়িয়ে ছিলেন। শুধু একবার নয়, বারবার দাঁড়িয়ে ছিলেন, মৃত্যুর মুখে জেনেও।
আসলে এটি কোনো বলার ভাষা রাখে না। সেই কারণেই আমরা আজ গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আছি।’