ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

বিজয়নগরে ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
বিজয়নগরে ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তৌফিক (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) দুপুরে আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তৌফিক ওই গ্রামের আরু মিয়ার ছেলে। সে স্থানীয় বাজারে গ্যাস সিলিডার দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিল।

স্থানীয়রা জনান, উপজেলার পত্তন ইউনিয়েনে আদমপুর বাজারের পাশে সিএনজি অটোরিকশা ও পিকআপভ্যান রেখে দুই চালক দোকানে নাস্তা করতে যায়। এ সময় তৌফিক অটোরিকশা ও পিকআপের চালককে তাদের গাড়ি সরাতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে তারা তৌফিকের বুকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ চালক ও অটোরিকশা চালকে আটক করা হয়।

অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

রান্নাঘরের গর্তে মিলল ১১ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
রান্নাঘরের গর্তে মিলল ১১ কেজি গাঁজা
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার রাতে পুলিশের অভিযান রান্নাঘরের গর্ত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় কামাল ভূঁইয়া (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে রবিবার (১৩ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, শনিবার রাতে সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদবাদ গ্রামের কামাল ভূঁইয়ার বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় একটি টিনশেড দোচালা ঘর, যেটি রান্নার কাজের ব্যবহৃত হয় সেখানে গর্তে লুকিয়ে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় কামাল নামের একজনকে। এ ঘটনার তার বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

ভেজাল চিপস তৈরি করায় লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ভেজাল চিপস তৈরি করায় লাখ টাকা জরিমানা
ছবি: কালের কণ্ঠ

সিরাজগঞ্জে বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে একটি কারখানার মালিকের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার রামগাঁতি এলাকায় অবস্থিত এস, এম মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
নন্দীগ্রামে জামাই মেলা শুরু

নন্দীগ্রামে জামাই মেলা শুরু

 

সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, প্রতিষ্ঠানটি আলুর বদলে চিপস তৈরিতে ময়দা ব্যবহার করছে।

এছাড়াও চিপসে বিষাক্ত কেমিক্যাল ও রং ব্যবহার করে তা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। ভোক্তাদের স্বাস্থ্য ঝুকি বিবেচনায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৪১ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা আদায় এবং কারখানার মালিক একাব্বর আলী সর্তক করা হয়েছে।
 

মন্তব্য

ধুনটে শিশুকে মাদক সেবনের মামলায় কর্মচারী কারাগারে

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনট (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
ধুনটে শিশুকে মাদক সেবনের মামলায় কর্মচারী কারাগারে
সংগৃহীত ছবি

বগুড়ার ধুনটে শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে কৌশলে ইয়াবা ট্যাবলেট সেবন করানোর মামলায় শাহাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী রাসেল সেখকে (৩২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রবিবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় শাহাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে রাসেল সেখের বিষয়টি অবগত করা হয়েছে। রাসেল সেখ উপজেলার শেহলীয়াবাড়ী গ্রামের আকছের আলীর ছেলে।’  

আরো পড়ুন
জুট মিলের আড়ালে রিফিল করা হচ্ছিল অবৈধ গ্যাস সিলিন্ডার, আটক ১

জুট মিলের আড়ালে রিফিল করা হচ্ছিল অবৈধ গ্যাস সিলিন্ডার, আটক ১

 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শেহলীয়াবাড়ী গ্রামের সৌরভ সেখের ছেলে তাওহীদ (৩) ২০২৪ সালের ১৯ মার্চ দুপুরে বাড়িতে খেলাধুলা করছিল।

রাসেল সেখ বাদাম খাওয়ানোর লোভ দেখিয়ে কৌশলে তাওহীদকে ওই বিদ্যালয় প্রঙ্গণে নিয়ে যান। সেখানে বাদামের পরিবর্তে তাওহীদকে ২টি ইয়াবা ট্যাবলেট সেবন করান তিনি। এ সময় তাওহীদ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় তাওহীদের বাবা সৌরভ শেখ বাদি হয়ে ২০২৪ সালের ২ এপ্রিল বগুড়া আদালতে মামলা দায়ের করেন।

ওই মামলায় রাসেল সেখ ৯ এপ্রিল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি বগুড়া জেলা কারাগারে রয়েছে।

আরো পড়ুন
সাবেক মন্ত্রী এনামুলসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী এনামুলসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, ‘শাহাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী রাসেল সেখের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

নন্দীগ্রামে জামাই মেলা শুরু

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
নন্দীগ্রামে জামাই মেলা শুরু

পহেলা বৈশাখকে কেন্দ্র করে বগুড়া নন্দীগ্রামে জামাই মেলার আয়োজন করা হয়েছে। থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে আনুমানিক ৩০০ বছর ধরে এ মেলা বসছে। প্রাচীন এ মেলায় লোকসমাগম বেড়ে যাওয়ায় পাশের গ্রাম নিমাইদীঘিতেও আরেকটি মেলা বসছে এক দশক ধরে। গ্রামীণ জনপদজুড়ে এখন উৎসবের আমেজ।

নাইওর এসেছেন ৪০-৫০ গ্রামের নববধূ ও মেয়েরা। শ্বশুরবাড়িতে নিমন্ত্রণে এসেছেন জামাইরা।

মেলা উপলক্ষে শ্বশুরবাড়িতে জামাইদের নিমন্ত্রণের রেওয়াজ চালু আছে বলে স্থানীয়ভাবে এই দুটি মেলা ‘জামাই মেলা’ নামে পরিচিত। প্রতিবছর পহেলা বৈশাখ উপলক্ষে ওই গ্রামের লোকজন আয়োজন করে ব্যতিক্রমধর্মী এই জামাই মেলা।

হাজার হাজার দর্শনার্থী এই মেলায় এসে আনন্দ উপভোগ করে। মেলাটির নাম যেহেতু জামাই মেলা, সেহেতু এই মেলার মূল আকর্ষণ বাহারি রকমের মিষ্টি। অন্যান্য দোকানের চেয়ে মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড় বেশি। এ ছাড়া ছোট ছেলে য়েদের জন্য নাগরদোলা, চরকি, ট্রেনসহ বড়দের আনন্দ উপভোগের জন্য রয়েছে মোটরসাইকেল খেলা।
এই মেলাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র, তালপাখা, মেয়েদের কসমেটিকস বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছে।

মেলায় ঘুরতে আসা রাব্বি হাসান জানান, তার বাড়ি উপজেলার দিঘীরপাড় গ্রামে। পহেলা বৈশাখ ও জামাই মেলা উপলক্ষে তিনি শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসেছেন। শ্বশুরবাড়ির লোকজন জামাই আদর করে। তার পরও জামাই হিসেবে তিনি বিভিন্ন ধরনের এক মণ মিষ্টি কিনেছেন।

রেজেনা খাতুন নামের আরেকজন বলেন, পহেলা বৈশাখ এলে তার খুব ভালো লাগে। এদিন মেলা হয় তাই ঈদের দিনের মতো বাবার বাড়িতে অনেকেই বেড়াতে আসে। ভাই-বোন ও বান্ধবীদের সঙ্গে দেখা হয়। খুব ভালো লাগে।

মেলার মিষ্টি ব্যবসায়ী আলম হোসেন বলেন, ‘আমি ১০ মণ মিষ্টি নিয়ে এসেছি। বিক্রিও ভালো। চাহিদামতো দামে মিষ্টি বিক্রি করতে পেরে খুশি লাগছে।’

নিমাইদিঘী বৈশাখী মেলা কমিটির সভাপতি কুদ্দুস হাসান জানান, মেয়ের জামাইদের সম্মান প্রদর্শন করতেই শত বছর ধরে মেলাটির আয়োজন করা হয়। পহেলা বৈশাখের আনন্দ অনেক বাড়িয়ে দেয় এই মেলাটি। এই মেলা দুই দিনের জন্য হলেও এর আমেজ চলতে থাকে সপ্তাহব্যাপী। এই মেলার শেষের দিন উপস্থিত হয় শুধু নারীরা। মেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ