ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

নানাবাড়ি থেকে ফিরছিলেন সোয়াদ, পথে প্রাণ গেল মা-ছেলের

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
নানাবাড়ি থেকে ফিরছিলেন সোয়াদ, পথে প্রাণ গেল মা-ছেলের
প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় মা ও সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনা কুষ্টিয়ার শীতলীডাঙ্গা গ্রামের সোহেল রানার স্ত্রী রুপা খাতুন ও তার ছেলে সোয়াদ হোসেন (৬)।

আরো পড়ুন
মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু

 

স্থানীয়রা জানায়, রুপা খাতুন তার বাবার বাড়ি শৈলকুপার গাবলা থেকে ইজি বাইকে করে শ্বশুরবাড়ি শীতলীডাঙ্গা যাচ্ছিলেন।

চাঁদপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি ইজি বাইটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিপা খাতুন মারা যান। এ সময় তার ছেলে সোয়াদ হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, ‘মা-ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন ফের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন ফের রিমান্ডে
সংগৃহীত ছবি

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধানসহ ছয়জনকে ফের আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রবিবার (১৩ এপ্রিল) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুম এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। তারা সবাই মায়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা।

সেই সঙ্গে আতাউল্লাহ ছাড়া বাকী সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামান (২৪) রয়েছেন।

আরো পড়ুন
মিষ্টি আলু কেন খাবেন?

মিষ্টি আলু কেন খাবেন?

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে জুনুনী ও তার পাঁচ সহযোগীকে আদালতে উঠানো হলে শুনানি শেষে বিচারক আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার জন্য গোপন বৈঠক করে আসছিল।

র‌্যাব ও পুলিশ গোপন সংবাদ পারে যে আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছে। 

আরো পড়ুন
সামিট নিয়ে আশিক চৌধুরীর পোস্ট, জানালেন প্রেজেন্টেশনের পেছনের গল্প

সামিট নিয়ে আশিক চৌধুরীর পোস্ট, জানালেন প্রেজেন্টেশনের পেছনের গল্প

তিনি আরো বলেন, র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে জুনুনী ওরফে আতাউল্লাহর বিরুদ্ধে ৯টি হত্যা মামলাসহ অনেক অভিযোগ রয়েছে। তিনি মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান।

তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড দেওয়া হয়েছে। 

১৭ মার্চ রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। ১৮ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির তাদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন
পহেলা বৈশাখে চার ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি ও শাহবাগ মেট্রো স্টেশন

পহেলা বৈশাখে চার ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি ও শাহবাগ মেট্রো স্টেশন

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ মজুমদার বলেন, সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারদের মধ্যে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী রয়েছে।

মন্তব্য

হবিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নবীগঞ্জ  (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জ  (হবিগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
হবিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মুকুল নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল (দক্ষিণকুর্শা) গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ঘটনায় আহত হাফিজুর রহমান বাদি হয়ে গত ৯ জানুয়ারি সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্তে ইমদাদুর রহমান মুকুলের সংশ্লিষ্টতা পায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেন, ‌‘রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
 

মন্তব্য

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
শেয়ার
হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

লালমনিরহাটের হাতীবান্ধায় ঘাস কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পদোলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আসাদুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার সকালে আসাদুল ইসলাম বাড়ির পাশে ভারতীয় সীমান্ত ঘেঁষা খর্পদোলায় ঘাস কাটতে যান।

সেখানে আগে থেকেই পানি সেচের জন্য বৈদ্যুতিক মটরের সংযোগের বৈদ্যুতিক লাইনের বাশের খুঁটি ভেঙে ঝুলে ছিল। হঠাৎ ওই ঝুলে থাকা তার আসাদুলের গলায় জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুরের দিকে স্থানীয়রা খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, ‘ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুলের মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। বিষয়টি নিয়ে এখনো কাজ করছি। কাজ শেষে বিস্তারিত জানাতে পারব।

মন্তব্য

শেরপুরে ভুট্টাক্ষেত থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি
শেয়ার
শেরপুরে ভুট্টাক্ষেত থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

নিখোঁজের দুই দিন পর শেরপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে। 

নিহতের নাম মাহবুবুর রহমান আনন্দ (২৭)। তিনি পার্শ্ববর্তী ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

পাশের জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় আনন্দ ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১১ এপ্রিল রাত থেকে আনন্দের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুই দিন পর ভুট্টক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবাইদুল আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটির তদন্ত চলছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ