<p>ঢাকা শহরে দেড় লাখ প্রাইভেট কার ও ১২ লাখ মোটরসাইকেল রাইড শেয়ারিং করে থাকে। এসব যানবহনকে রাজধানীর যানজটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে মোটরসাইকেল-প্রাইভেট কারে রাইড শেয়ারিং বন্ধের দাবি জানিয়েছে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে ১০ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। ঢাকায় নিবন্ধনহীন অটোরিকশা বন্ধেরও দাবি জানানো হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বৃদ্ধকে হত্যার পর লাশ ১১ টুকরো করে পলিথিনে ভরেন মা-মেয়ে!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/02/1727869965-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বৃদ্ধকে হত্যার পর লাশ ১১ টুকরো করে পলিথিনে ভরেন মা-মেয়ে!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/02/1431107" target="_blank"> </a></div> </div> <p>বুধবার (২ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো এক আবেদনে এসব দাবি জানান ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন।</p> <p>ইউনিয়নের দাবিগুলো হচ্ছে, ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা সম্পূর্ণ বন্ধ করা ও এসব রিকশা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। জনগণের চলাচলের সুবিধার্থে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দেওয়া সব রিকশা-ভ্যানের লাইসেন্স বাতিল করে মহানগরীতে এক লাখ রিকশা-ভ্যানের লাইসেন্স প্রদান করা। রাইড শেয়ারিংয়ের দেড় লাখ প্রাইভেট কার ও ১২ লাখ মোটরসাইকেল বন্ধ করা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহালয়ায় শুরু দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/02/1727869378-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহালয়ায় শুরু দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/02/1431103" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ও ফিটনেস বিহীন যানবাহন স্থায়ীভাবে ডাম্পিং করা, পর্যায়ক্রমে রাস্তার পাশ ও ফুটপাত হকার মুক্ত করা, নির্ধারিত স্টপেজ ছাড়া যানবাহনে যাত্রী ওঠা-নামা না করা, যানজট নিরসনে সড়কে প্রতিবন্ধকতা হবে এমন স্থানে যানবাহনের কাগজপত্র পরীক্ষা না করা, লক্কর-ঝক্কর যানবাহন উচ্ছেদ করে ঢাকা মহানগরীতে অত্যাধুনিক যানবাহন চলাচলের ব্যবস্থা করা এবং সড়কে গণপরিবহন থেকে বেআইনিভাবে চাঁদাবাজি বন্ধ করা।</p>