<p style="text-align:justify">নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলমকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। বুধবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদপ্তরের সামনে আয়োজিত এক মানববন্ধনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এ সময় তৎকালীন মহাপরিচালক মেরিন ক্যাপ্টেন শফিকুল্লাহকে অতি দ্রুত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়ার দাবিও জানানো হয়।</p> <p style="text-align:justify">মানববন্ধনে বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হলেও দেশের নৌ সেক্টর ফ্যাসিবাদী প্রশাসন ব্যবস্থা থেকে মুক্ত হতে পারেনি। ২০০৯ সালের মার্চ মাসে তৎকালীন মহাপরিচালক মেরিন ক্যাপ্টেন শফিকুল্লাহকে জামায়াতে ইসলামী ট্যাগ লাগিয়ে জোরপূর্বক উৎখাতের মাধ্যমে হাসিনা সরকার নৌ সেক্টরে স্বৈরতন্ত্রের সূচনা করে। সেই স্বৈরাচারের চরম দোসর বর্তমান নৌপরিবহন অধিদপ্তর মহাপরিচালক। তিনি বিভিন্ন মহলের নির্দেশনায় বিভিন্নভাবে দমন-পীড়ন ও কূটকৌশলের প্রয়োগ করে নৌ সেক্টর ও বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাকে তালাক দেওয়ায় বাবাকে খুন করল ছেলে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728474733-d515dc95be25e9e1402d10e15171dc23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাকে তালাক দেওয়ায় বাবাকে খুন করল ছেলে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/09/1433477" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বক্তারা আরো বলেন, ‘কমোডর মাকসুদ নৌ বাণিজ্য অধিদপ্তরে পদোন্নতিযোগ্য ও নিয়োগযোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও উপযুক্ত কোনো প্রার্থী নেই মর্মে মিথ্যা তথ্য দিয়ে সরকারকে বিভ্রান্ত করেছেন বর্তমান মহাপরিচালক। তিনি নৌ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ চিফ নটিক্যাল সার্ভেয়ার, চিফ ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার, নটিক্যাল সার্ভেয়ার ও ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার মন্ত্রণালয়ের অনীহা সত্ত্বেও মেরিনারদের বঞ্চিত করে ভিন্ন জায়গা হতে অনুপযুক্ত লোক এনে পূরণ করার খেলায় মত্ত হয়েছেন। এর ফলে মেরিনারদের বিশাল অংশ বেকার হয়ে পড়বে এবং দেশের সম্ভাবনাময় জাহাজ সেক্টরের মৃত্যু ঘটবে।’</p> <p style="text-align:justify">মানববন্ধনে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সহকারী জেনারেল সেক্রেটারি মেরিন ইঞ্জিনিয়ার মো. গোলাম জিলানী, নির্বাহী কমিটির সদস্য কাজী মো. আবু সাঈদ, সদস্য ক্যাপ্টেন তাকবীম হাসান ও সদস্য ক্যাপ্টেন সাহেদীন।</p>