<p>সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বুধবার ফুসফুসের প্রদাহজনিত সমস্যা থেকে সেরে উঠেছেন। সরকারি গণমাধ্যমে প্রচারিত রাজকীয় আদালতের বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।</p> <p>এই ঘোষণার তিন দিন আগে জানানো হয়েছিল, ৮৮ বছর বয়সী বাদশাহ সালমানের ফুসফুসে সংক্রমণ হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।</p> <p>এর আগে গত মে মাসে প্রথম জানা যায়, বাদশাহ সালমান ফুসফুসের সমস্যায় ভুগছেন, যার সঙ্গে ছিল জ্বর ও গিঁটের ব্যথার মতো উপসর্গ। সে সময় তাকে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার কিছুদিন পরই তিনি সেরে উঠেছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সৌদি বাদশাহ সুস্থ আছেন, নিশ্চিত করলেন যুবরাজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/05/21/1716295092-12af6d4adc10e48e476f76869e6b237b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সৌদি বাদশাহ সুস্থ আছেন, নিশ্চিত করলেন যুবরাজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/05/21/1390017" target="_blank"> </a></div> </div> <p>বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরবের সিংহাসনে আছেন। ২০১৭ সালে তার ছেলে যুবরাজ মুহাম্মদ বিন সালমান উত্তরাধিকার হিসেবে প্রথম স্থানে জায়গা করে নেন এবং তিনিই বর্তমানে সৌদি আরবের দৈনন্দিন শাসনের দায়িত্ব পালন করছেন।</p> <p>বিশ্বের সর্ববৃহৎ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব দীর্ঘদিন ধরে বাদশাহ সালমানের স্বাস্থ্যের বিষয়ে সব ধরনের জল্পনা-কল্পনা বন্ধের চেষ্টা করছে।</p> <p>এদিকে যুবরাজ সালমান মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের সময় তার বাবার স্বাস্থ্যের বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন বলে সরকারি গণমাধ্যম জানিয়েছে। বাদশাহ সালমান সর্বশেষ ২৪ সেপ্টেম্বর মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সৌদি বাদশাহ অসুস্থ, আজই স্বাস্থ্য পরীক্ষা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/05/19/1716114545-6ee6cab01844b33c139b05d0b97f8ac1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সৌদি বাদশাহ অসুস্থ, আজই স্বাস্থ্য পরীক্ষা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/05/19/1389358" target="_blank"> </a></div> </div> <p>বাদশাহ সালমানের শাসনকালে সৌদি আরবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার হয়েছে, যার অধিকাংশই পরিচালিত হয়েছে তার ছেলের অধীনে। যুবরাজ সালমান সৌদি আরবকে ভবিষ্যতে তেলনির্ভরতার বাইরে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন।</p> <p>সূত্র : এএফপি</p>