নামাজে যাওয়ার সময় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নামাজে যাওয়ার সময় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে মো. আকতার হোসেন (৫২) নামে এক পথচারীর নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের ভাগ্নে আফসার হোসেন মুকুল বলেন, তেজগাঁও শি/এ থানাধীন  মধ্য কুনিপাড়া দিয়ে হেঁটে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় সেখানে নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলার ছাদ থেকে ইট তার মাথায় পড়ে গুরুতর আহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার প্রথমে স্থানীয় সমরিতা হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে রাত রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত আকতার হোসেন তেজগাঁও শিল্পাঞ্চল কুনিপাড়ার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত হাসান আলী।

এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

চৈত্রের সন্ধ্যায় রাজধানীতে ঝড়-বৃষ্টি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চৈত্রের সন্ধ্যায় রাজধানীতে ঝড়-বৃষ্টি
ছবি: কালের কণ্ঠ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বজ্রপাতেরও খবর পাওয়া গেছে। হঠাৎ বৃষ্টিতে কয়েকদিন ধরে চলা তাপদাহের মধ্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।

সন্ধ্যার আগে থেকেই ঢাকার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়। এরপরই ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এতে গরমের ছন্দঃপতন হয়। কিছুটা স্বস্তি পায় ঢাকাবাসী।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিনের মধ্যে দেশের আরো কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন
বৃষ্টি নামলেও নেই তপ্ততায় সুখবর

বৃষ্টি নামলেও নেই তপ্ততায় সুখবর

 

এর আগে, ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য

চুলা জ্বালানো নিয়ে সতর্ক করল তিতাস গ্যাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চুলা জ্বালানো নিয়ে সতর্ক করল তিতাস গ্যাস
সংগৃহীত ছবি

ঈদুল ফিতরের ছুটি শেষে গ্যাসের চুলা জ্বালানো নিয়ে কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

আজ শনিবার তিতাস গ্যাসের পক্ষ থেকে বলা হয়েছে, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট পূর্বে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন। চুলার নব, বাটন, হুসপাইপ, পিতলের চাবি ইত্যাদিতে কোনো গ্যাস লিকেজ আছে কি না পরীক্ষা করুন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছে, লিকেজ পরিলক্ষিত হলে রাইজারের চাবি বন্ধ করে দিন এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামতের ব্যবস্থা করুন।

গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে এই নম্বরসমূহে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ ও কল সেন্টারে (১৬৪৯৬) যোগাযোগ করুন।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফ্লাইওভারে ছিটকে পড়ে নিহত দুই যুবকের পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফ্লাইওভারে ছিটকে পড়ে নিহত দুই যুবকের পরিচয় মিলেছে

রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছিটকে পড়ে নিহত দুই যুবকের পরিচয় মিলেছে। তারা দুইজন বন্ধু। তাদের একজনের নাম তোফাজ্জল, অন্যজন হলেন রিয়াদ। তোফাজ্জল ঢাকায় থাকতেন আর রিয়াদ ঢাকায় বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

 

আরো পড়ুন
ডায়াবেটিসে কোন পেঁপে উপকারী, কাঁচা না পাকা?

ডায়াবেটিসে কোন পেঁপে উপকারী, কাঁচা না পাকা?

 

পল্লবী থানার এসআই আতিকুর রহমান এ তথ্য জানান। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে দুই তরুণ মোটরসাইকেলে করে ফ্লাইওভারে উঠছিলেন। এ সময় একটি টয়োটা সিএইচ-আর মডেলের প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পেছনে বসা আরোহী প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়েন।

আশপাশের পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ ছাড়া চালক ফ্লাইওভারের ওপরেই ছিটকে পড়েন।

আরো পড়ুন
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোল বাংলাদেশ

 

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাদের স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে রাত ১২টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, নিহত দুই তরুণের বয়স আনুমানিক ২০ বছর। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ দুটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও মোটরসাইকেল পল্লবী থানা পুলিশের হেফাজতে আছে।

মন্তব্য

রেশ কাটেনি ঈদের ছুটির, এখনো বন্ধ অনেক দোকান-মার্কেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রেশ কাটেনি ঈদের ছুটির, এখনো বন্ধ অনেক দোকান-মার্কেট
সংগৃহীত ছবি

ঈদুল ফিতরের পঞ্চম দিনেও ঢাকায় পরিপূর্ণ কর্মচাঞ্চল্য ফেরেনি। শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক দোকান ও মার্কেট বন্ধ রয়েছে। আবার ঈদের ছুটির শেষ সময়েও দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকে কর্মস্থলে ফেরেননি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন জনবহুল এলাকার মার্কেট ও শপিং মলগুলোর অনেক দোকানের শাটার নামানো।

খোলা থাকা দোকানগুলোতেও বেচাকেনা কম, বিশেষ করে মোহাম্মদপুর, ধানমণ্ডি, নিউমার্কেট, গাউছিয়া ও মিরপুরের বিভিন্ন মার্কেটে অন্য ছুটির দিনের মতো ভিড় নেই। আবার এলাকা ও পাড়া-মহল্লার অনেক দোকানেও তালা ঝুলছে। খোলা দোকানগুলোতে বিক্রেতাদের অলস সময় কাটাতেও দেখা গেছে।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটি শেষ হয়ে এলেও মানুষের মধ্যে এখনো উত্সবের আমেজ বিরাজ করছে।

দীর্ঘ রোজা ও ঈদের ব্যস্ততা শেষে মানুষ একটু বিশ্রাম নিতে চাইছে। কর্মস্থলে ফেরার বিষয়েও অনেকে দেরি করছেন। সে জন্য এখনো রাজধানীতে ধীরগতি বিরাজ করছে। এ অবস্থায় ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে আরো কয়েক দিন সময় লাগবে বলে মনে করছেন তাঁরা।

রাজন মাহমুদ নামের এক দোকানি বলেন, ‘ঈদের সময় অনেক ব্যস্ততা যায়। ছুটিতে বাড়ি গিয়েছিলাম, গতকাল (বৃহস্পতিবার) ফিরেছি। আজ (শুক্রবার) দোকান খুলেছি কিন্তু মার্কেটে মানুষের আনাগোনা খুই কম। ফলে বিক্রিও কম। তা ছাড়া এখনো স্টাফরা ফেরেনি।

তিনি আরো বলেন, ‘ঢাকার বাইরে যাওয়া ক্রেতা এবং শ্রমজীবী মানুষ এখনো ঢাকায় পুরোপুরি না ফেরায় মার্কেট ও ফুটপাতে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে না। এ ছাড়া শহরের রাস্তাঘাটেও যানবাহনের চাপ কম। হয়তো আরো কয়েক দিন পরে পরিস্থিতি স্বাভাবিক হবে।’

গাউছিয়া মার্কেটের আরেক বিক্রেতা মাহবুব বলেন, ‘ক্রেতা নেই বললেই চলে। যাঁরা ঢাকায় ফিরেছেন, তাঁরাও কাজ শুরু করেননি পুরোদমে। আরো দু-এক দিন পর হয়তো গতি ফিরবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ