শনিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শনিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
সংগৃহীত ছবি

রাজধানীতে কেনাকাটার জন্য প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তবে রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জেনে নেওয়া জরুরি। না হলে আপনি বিড়ম্বনায় পড়তে পারেন। তাই জেনে নিন শনিবার (১৫ মার্চ) রাজধানীর কোন কোন এলাকার শপিং মল ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।

বন্ধ থাকবে যেসব মার্কেট
নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শরিফ ম্যানশন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

রমযানে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ না সৃষ্টির আহ্বান : ডিএমপির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রমযানে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ না সৃষ্টির আহ্বান : ডিএমপির

পবিত্র রমজানে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১৬ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত।

এই উৎসবের প্রস্তুতির পাশাপাশি রমজান মাসের এ সময় দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বৃদ্ধি পায়। পরিবর্তিত অফিস সময়ে কাজ সম্পাদন করে ধর্মপ্রাণ মুসলমানরা পরিবারের সঙ্গে ইফতার করতে নিজ নিজ বাসায় ছুটে যান।’


ডিএমপি বিজ্ঞপ্তিতে আরো জানায়, স্বাভাবিকভাবেই রমজান মাসে নগরীর সড়কসমূহে যানবাহনের আধিক্য বেশি থাকে। অল্প সময়ে অধিকসংখ্যক যানবাহন ব্যবস্থাপনায় ট্র্যাফিক পুলিশকেও নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।

এর বাইরে ইদানীং কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের নামে কথায় কথায় রাস্তা-ঘাট অবরোধ করে নগরবাসীর জীবনযাত্রা কঠিন করে তুলেছে।


এমতাবস্থায়, নগরবাসীর সুবিধার্থে পবিত্র মাহে রমজানের বাকি সময়গুলোতে রাস্তা-ঘাট অবরোধ করে অহেতুক জনভোগান্তি তৈরি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানায় ডিএমপি।

মন্তব্য

ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার
সংগৃহীত ছবি

সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ করে রেখেছিল ছাত্র-জনতা। আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব রুহুল কুদ্দুস বিপ্লব।

তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যরা তাকে বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার করে নিয়ে গেছে। 

এর আগে রবিবার (১৬ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসলে তাকে অবরুদ্ধ করে শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা।

পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র-জনতা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম জানান, সেগুনবাগিচা থেকে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে একটি টিম আসে। শাহবাগ থানা থেকে সেকেন্ড অফিসার টিম নিয়ে আসেন। পরে সেনাবাহিনীর গাড়িবহরে করে তাকে (ডা. অনিন্দিতাকে) পাঠিয়ে দেওয়া হয়।

তিনি বাসায় চলে গেছেন।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, অবরুদ্ধ ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেবাবাহিনী। এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পুলিশ সেখানে যায়নি।

তার বিরুদ্ধে মামলা থাকলে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডা. অনিন্দিতা দত্ত সাবেক এমপি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক।

মন্তব্য

কৃষি বিভাগ থেকে ‘আওয়ামী দোসরদের’ অপসারণ দাবিতে খামারবাড়িতে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কৃষি বিভাগ থেকে ‘আওয়ামী দোসরদের’ অপসারণ দাবিতে খামারবাড়িতে সড়ক অবরোধ
সংগৃহীত ছবি

কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ কৃষি বিভাগের কিছু কর্মকর্তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এ সময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে খামারবাড়ির সামনের সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা।

রবিবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে প্রথমে খামারবাড়ি গোলচত্বর এলাকা অবরোধ করলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়; এতে সেখান থেকে আশপাশের এলাকাতেও যানজট ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে চলতি পথের যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার বিষয়ে কাজ করছেন পুলিশ ও সেনা সদস্যরা।

রোজার মাসে সড়কে এ ধরনের ভোগান্তি তৈরি না করতে অনুরোধ করা হলেও আন্দোলনকারীরা কানে তোলেনি বলে পুলিশের ভাষ্য।

ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে কিছু মানুষ দুপুর ১২টার দিকে খেজুর বাগান ক্রসিং সড়কটি অবরোধ করেন। এর ফলে মানিক মিয়া এভিনিউ দিয়ে মিরপুর কিংবা বিজয় সরণিগামী যানবাহনগুলো আটকা পড়ে।

এক্সপ্রেসওয়ে থেকে নামার মুখও আটকে যায়। বন্ধ হয়ে যায় ফার্মগেট থেকে আসাদগেট ক্রসিংয়ের রাস্তাটিও। দুপুর দেড়টার দিকে তারা মূল সড়ক থেকে সরে এসে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়।

মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের উপপরিচালক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। এই বদলি ঘিরে খামারবাড়িতে এ অস্থিরতা তৈরি হয়েছে।

মন্তব্য

রাজধানীতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত
প্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুর থানাধীন রাজারবাগ এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম পরিচয় জানা যায়নি বয়স আনুমানিক ২২ বছর হতে পারে। তার পরনে ছিল পুরাতন কমলা ও বিভিন্ন প্রিন্টের কামিজ ও সাদা কালো ওড়না।

সত্যতা নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপ পরিদর্শক এসআই মো. রিয়াজুল ইসলাম বলেন, মৃত নারী ভারসাম্যহীন শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজার বাগ আউটার সার্কুলার রোড গ্রীন লাইন কাউন্টারে সামনে ওভার ব্রিজের দক্ষিণ পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির অজ্ঞাত কোনো গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে দিবাগত গত রাত আড়াইটার দিকে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরো পড়ুন
উত্তর মেসিডোনিয়ায় নৈশক্লাবে আগুন, নিহত ৫১

উত্তর মেসিডোনিয়ায় নৈশক্লাবে আগুন, নিহত ৫১

 

পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এসআই আরো বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক গাড়িটি শনাক্ত করা যায়নি।

নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও এস আই জানান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ