ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

শনিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শনিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
সংগৃহীত ছবি

রাজধানীতে কেনাকাটার জন্য প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তবে রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জেনে নেওয়া জরুরি। না হলে আপনি বিড়ম্বনায় পড়তে পারেন। তাই জেনে নিন শনিবার (১৫ মার্চ) রাজধানীর কোন কোন এলাকার শপিং মল ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার।

বন্ধ থাকবে যেসব মার্কেট
নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শরিফ ম্যানশন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

মধ্যরাতে ফ্লাইওভারে মিলল তরুণীর লাশ, মেলেনি পরিচয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মধ্যরাতে ফ্লাইওভারে মিলল তরুণীর লাশ, মেলেনি পরিচয়
ফাইল ছবি

মধ্যরাতে রাজধানীর ফ্লাইওভার থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তরুণর নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় ওই তরুণী মারা গেছেন। তিনি মানসিক ভারসম্যহীন ও বয়স আনুমানিক ২২ বছর।

 

শনিবার দিবাগত রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম।

আরো পড়ুন
ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টাকে ফোনে যা বললেন জাতিসংঘ মহাসচিব

ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টাকে ফোনে যা বললেন জাতিসংঘ মহাসচিব

 

পুলিশ জানায়, মধ্যরাতে খবর আসে রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপরে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এক তরুণীর লাশ পড়ে রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠান হয়।  

উপপরিদর্শক রিয়াজুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। হেঁটে ফ্লাইওভারের ওপরে উঠে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় কোনো যানবাহনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য

নারীদের সুরক্ষায় চালু ‘হেল্প অ্যাপ’, অভিযোগ করলেই এফআইআর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নারীদের সুরক্ষায় চালু ‘হেল্প অ্যাপ’, অভিযোগ করলেই এফআইআর
সংগৃহীত ছবি

রাজধানীর গণপরিবহনে নারীদের সুরক্ষা নিশ্চিতে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প) অ্যাপ চালু করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ডিএমপি শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে কোনো নারী অভিযোগ করলে তা এফআইআর হিসেবে গণ্য করা হবে। 

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে চালু করা পরিষেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, হেল্প অ্যাপের মাধ্যমে কোনো নারী অভিযোগ করলে এক কিলোমিটারের মধ্যের থানায় তা এফআইআর হিসেবে লিপিবদ্ধ হবে।

পরবর্তী সময়ে এই অভিযোগকে ভিত্তি ধরেই মামলার প্রস্তুতি নেওয়া হবে। নারী নির্যাতনের মতো ঘটনায় অনেক সময় ভুক্তভোগী বা তার পরিবার থানায় যেতে চায় না। তারা নিজেদের পরিচয় গোপন রাখতে চায়। এই অ্যাপ চালু হওয়ায় কাউকে থানায় আসতে হবে না।
অভিযোগ পর্যালোচনা করে পুলিশ নিজেই বাদী হিসেবে মামলা রুজু করতে পারবে বলে জানান ডিএমপি কমিশনার।

পাইলট প্রকল্প হিসেবে শুরুতে এই সেবা ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। পরবর্তী সময়ে এটিকে সব রুটে চালু করার ওপর জোর দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এ ব্যাপারে পুলিশ সব ধরনের সাহায্য করবে। রাজধানী এখন অনেক বিস্তৃত।

সব কটি রুট ধরে কাজ করতে পারলে নারীরা গণপরিবহনে আর অনিরাপদ বোধ করবে না। আর এমন একটি অ্যাপ চালু হয়েছে, এ বিষয়টিও সবাইকে জানাতে হবে।’

মন্তব্য

দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় আজ রবিবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

আরো পড়ুন
মাগুরার সেই শিশুটির পরিবারের এখন কী অবস্থা?

মাগুরার সেই শিশুটির পরিবারের এখন কী অবস্থা?

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা ঢাকা মহানগরীর কামারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা হতে বলাকা ভবন পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে উত্তরা সকল সেক্টর, উত্তরখান, দক্ষিণখান ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাসগ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে ঢাকার বাসিন্দারা দোকানপাট ও মার্কেট যান। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক রবিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
 

আরো পড়ুন
কুরস্ক নিয়ন্ত্রণের দ্বারে রাশিয়া

কুরস্ক নিয়ন্ত্রণের দ্বারে রাশিয়া

 

যেসব এলাকার দোকানপাট বন্ধ
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

আরো পড়ুন
একনজরে আজকের কালের কণ্ঠ (১৬ মার্চ)

একনজরে আজকের কালের কণ্ঠ (১৬ মার্চ)

 

বন্ধ থাকবে যেসব মার্কেট
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ