‘ধর্ষণ’ শব্দের বদলে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘ধর্ষণ’ শব্দের বদলে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারের
ফাইল ছবি

গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএম‌পি) ক‌মিশনার শেখ মো. সাজ্জাত আলী। ‘ধর্ষণ’ শব্দটির বদলে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ শব্দ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন তিনি।

আজ শনিবার ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে চালু করা গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ সাজ্জাত আলী বলেন, ‘আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ।

আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা নারী নির্যাতন বা নিপীড়ন বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।

বক্তব্যে যেসব ঘটনা জনমনে আতঙ্ক বা ভয় সৃষ্টি করে, তা কম দেখানোর অনুরোধ জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘এটা আপনারা করবেন, আপনাদের পেশাগত দায়িত্ব। তবে যদি একটু রিজনেবল করে দেখানো যায়।’

ডিএমপি কমিশনার বলেন, ‘যেসব ঘটনা প্যানিক সৃষ্টি করে, সেন্স অব ইনসিকিউরিটি তৈরি করে তা যদি আপনারা বারবার না দেখান তাহলেই আমার মনে হয় ভালো হবে।

গণপরিবহনে হেল্প অ্যাপে পাওয়া অভিযোগকে প্রাথমিক অভিযোগ বা এফআইআর হিসেবে ধরে পুলিশ কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘সে ক্ষেত্রে কাউকে থানায় যেতে হবে না। এর পর থেকেই যখন কোনো অ্যাকশনের দরকার হবে, এটা ধরেই আমরা মামলা নেব।’

গণপরিবহনে নিপীড়ন প্রতিরোধে শ্রমিক নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠকের পরামর্শ দেন শেখ সাজ্জাত আলী। অনুষ্ঠানে বি‌শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম।

সভাপ‌তি হিসেবে বক্তব্য দেন বি‌জে‌সির চেয়ারম‌্যান রে‌জোয়ানুল হক। অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন বি‌জে‌সির নির্বাহী শাহনাজ শারমীন। এ ছাড়া এতে উপ‌স্থিত ছি‌লেন সুইচ বাংলা‌দে‌শের নির্বাহী প‌রিচালক মাইনুল আহসান ফয়সাল, স‌লিউশন স্পি‌নের প‌রিচালক আব্দুল্লাহ্ আল সা‌লেহ, বি‌জে‌সির সদস্যস‌চিব ইলিয়াস হো‌সেন, কোষাধ্যক্ষ মানস ঘোষ।

মন্তব্য

সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে দুই তরুণকে পেটানো কিশোর আশিকসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মোহাম্মদপুরে চাপাতি দিয়ে দুই তরুণকে পেটানো কিশোর আশিকসহ গ্রেপ্তার ৪
সংগৃহীত ছবি

সম্প্রতি চাপাতি দিয়ে দুই তরুণকে পেটাচ্ছে এক কিশোর। তার পাশেই দাঁড়িয়ে একজন ভিডিও করছেন। এসংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি মোহাম্মদপুর এলাকার হওয়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়।

এবার সেই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি আভিযানিক দল। রবিবার সকালে ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্টবেঙ্গল পদাতিক ব্যাটালিয়নের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেপ্তার ওই কিশোরের নাম আশিক। সে টুন্ডা বাবুর ভাতিজা।

এই টুন্ডা-বাবু গ্রুপের ছত্রচ্ছায়ায় একটি কিশোর গ্যাং মোহাম্মদপুর এলাকায় নানা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। এদিকে ওই ভিডিওতে থাকা শাহরিয়ার ওরফে টেপা, টুণ্ডা বাবুর ভাই মো. স্বপন ও জাহিদকেও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫২০ পুঁটলি গাঁজা স্টিক, তিনটি বড় সামুরাই, একটি চাপাতি এবং ছোট-বড় আরো ছয়টি ছুরি পাওয়া যায়।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িত টুণ্ডা বাবু গ্রুপ।

টুণ্ডা বাবু ও তার ভাই স্বপন উঠতি বয়সী কিশোর ছেলেদের প্রশিক্ষণ দিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় তাদের ভাইরাল করে এ রকম সন্ত্রাসী কার্যক্রমে প্রলুব্ধ করে থাকে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ভোররাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই কিশোর গ্যাং সদস্যদের অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, টুণ্ডা বাবুকে কিছুদিন আগে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারপর থেকে ছোট ভাই স্বপন গ্যাংকে নেতৃত্ব দিয়ে আসছিল।

মন্তব্য

মধ্যরাতে ফ্লাইওভারে মিলল তরুণীর লাশ, মেলেনি পরিচয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মধ্যরাতে ফ্লাইওভারে মিলল তরুণীর লাশ, মেলেনি পরিচয়
ফাইল ছবি

মধ্যরাতে রাজধানীর ফ্লাইওভার থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তরুণর নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় ওই তরুণী মারা গেছেন। তিনি মানসিক ভারসম্যহীন ও বয়স আনুমানিক ২২ বছর।

 

শনিবার দিবাগত রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম।

আরো পড়ুন
ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টাকে ফোনে যা বললেন জাতিসংঘ মহাসচিব

ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টাকে ফোনে যা বললেন জাতিসংঘ মহাসচিব

 

পুলিশ জানায়, মধ্যরাতে খবর আসে রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপরে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এক তরুণীর লাশ পড়ে রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হয়।  

উপপরিদর্শক রিয়াজুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। হেঁটে ফ্লাইওভারের ওপরে উঠে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় কোনো যানবাহনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য

নারীদের সুরক্ষায় চালু ‘হেল্প অ্যাপ’, অভিযোগ করলেই এফআইআর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নারীদের সুরক্ষায় চালু ‘হেল্প অ্যাপ’, অভিযোগ করলেই এফআইআর
সংগৃহীত ছবি

রাজধানীর গণপরিবহনে নারীদের সুরক্ষা নিশ্চিতে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম (হেল্প) অ্যাপ চালু করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ডিএমপি শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে কোনো নারী অভিযোগ করলে তা এফআইআর হিসেবে গণ্য করা হবে। 

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথভাবে চালু করা পরিষেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, হেল্প অ্যাপের মাধ্যমে কোনো নারী অভিযোগ করলে এক কিলোমিটারের মধ্যের থানায় তা এফআইআর হিসেবে লিপিবদ্ধ হবে।

পরবর্তী সময়ে এই অভিযোগকে ভিত্তি ধরেই মামলার প্রস্তুতি নেওয়া হবে। নারী নির্যাতনের মতো ঘটনায় অনেক সময় ভুক্তভোগী বা তার পরিবার থানায় যেতে চায় না। তারা নিজেদের পরিচয় গোপন রাখতে চায়। এই অ্যাপ চালু হওয়ায় কাউকে থানায় আসতে হবে না।
অভিযোগ পর্যালোচনা করে পুলিশ নিজেই বাদী হিসেবে মামলা রুজু করতে পারবে বলে জানান ডিএমপি কমিশনার।

পাইলট প্রকল্প হিসেবে শুরুতে এই সেবা ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। পরবর্তী সময়ে এটিকে সব রুটে চালু করার ওপর জোর দিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এ ব্যাপারে পুলিশ সব ধরনের সাহায্য করবে। রাজধানী এখন অনেক বিস্তৃত।

সব কটি রুট ধরে কাজ করতে পারলে নারীরা গণপরিবহনে আর অনিরাপদ বোধ করবে না। আর এমন একটি অ্যাপ চালু হয়েছে, এ বিষয়টিও সবাইকে জানাতে হবে।’

মন্তব্য

দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় আজ রবিবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

আরো পড়ুন
মাগুরার সেই শিশুটির পরিবারের এখন কী অবস্থা?

মাগুরার সেই শিশুটির পরিবারের এখন কী অবস্থা?

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা ঢাকা মহানগরীর কামারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা হতে বলাকা ভবন পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে উত্তরা সকল সেক্টর, উত্তরখান, দক্ষিণখান ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাসগ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ