পহেলা বৈশাখে ঢাবিতে যা করা যাবে, যা করা যাবে না

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পহেলা বৈশাখে ঢাবিতে যা করা যাবে, যা করা যাবে না

শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বর্ষবরণ উদযাপনের লক্ষ্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : পহেলা বৈশাখের দিন ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে, সেদিন ক্যাম্পাসে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে, এরপর শুধু ক্যাম্পাস থেকে বের হওয়া যাবে। পহেলা বৈশাখের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি না করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় আরো উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক।

 

সভায় বলা হয়, নববর্ষের শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুদিনের ঐতিহ্যের পরিচায়ক। এ বছর ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে ধারণ করে শোভাযাত্রা সর্বজনীন অংশগ্রহণের লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

এ বছর নববর্ষের শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে সকাল ৯টায় বের করা হবে। শোভাযাত্রাটি শিশুপার্কের সামনে থেকে ঘুরে শাহবাগ হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হবে।

জনসাধারণের জন্য আরো যেসব নির্দেশনা দেওয়া হয় তা হলো : পহেলা বৈশাখের আগের দিন ১৩ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। পহেলা বৈশাখের দিন ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোনো ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত মোড় সংলগ্ন গেট ও পলাশী মোড়সংলগ্ন গেট ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া পহেলা বৈশাখের দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখের রাজু ভাস্কর্যের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগত ব্যক্তিবর্গ সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য চারুকলা অনুষদ সম্মুখের ছবির হাটের গেট, বাংলা একাডেমির সম্মুখের সোহরাওয়ার্দী উদ্যানের গেট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেট ব্যবহার করতে পারবেন।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে প্রস্থানের পথ হিসেবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেইট, রমনা কালী মন্দির সংলগ্ন গেট ও বাংলা একাডেমির সম্মুখে সোহরাওয়ার্দী উদ্যানের গেট ব্যবহার করা যাবে।

পহেলা বৈশাখের দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখে বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম এবং অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প থাকবে। হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ সংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন এলাকা, দোয়েল চত্বরের আশপাশের এলাকা ও কার্জন হল এলাকায় মোবাইল পাবলিক টয়লেট স্থাপন করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় বিষয় : ইঞ্জিনিয়ার ইশরাক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় বিষয় : ইঞ্জিনিয়ার ইশরাক
সংগৃহীত ছবি

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করেছেন আদালত। একই সঙ্গে বিএনপির সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। 

এ রায়ের প্রতিক্রিয়ায় ইকরাক হোসেন বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি, এটা হলো মূল বিজয়।

আমি মেয়র হতে পারব কি না বা শপথ নেব কি না, সেটা সম্পূর্ণ দলীয় বিষয়।’ 

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে ন্যায়বিচার ফিরে আসুক। ফ্যাসিবাদী হাসিনা সরকার পতনের পর সাধারণ মানুষ যে ন্যায়বিচার পায়, সেটার ধারা শুরু হচ্ছে বা শুরু হয়েছে। এই ধারাটা অব্যাহত থাকুক।

বাংলাদেশের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের মূল উদ্দেশ্য।’ 

আরো পড়ুন
চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, দোকানি গ্রেপ্তার

চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, দোকানি গ্রেপ্তার

 

নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘২০২০ সালের ১ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেই নির্বাচনে দিনদুপুরে ভোট ডাকাতি হয়েছিল। নির্বাচনের প্রচারণার শুরু থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম।

তখন আমাদের প্রচারণাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছিল। তখনকার বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের বিনা মামলায় গ্রেপ্তার করা হয়। আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে। পোস্টা ছিঁড়ে ফেলা হয়েছে। প্রচারণার শেষ পর্যায়ে আমার মিছিলে হামলা করে আমাদের অংসখ্য নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করা হয়েছে।
নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও ভোট কারচুপি করা হয়। আমরা তখন মামলা করেছিলাম। সব কিছু আইনগতভাবে সম্পন্ন হয়েছে।’

মন্তব্য

অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ পাচ্ছেন ধানমণ্ডিতে ডাকাত ধরা ৫ শ্রমিক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ পাচ্ছেন ধানমণ্ডিতে ডাকাত ধরা ৫ শ্রমিক
সংবাদ সম্মেলনে ডিএমপি কর্মকর্তারা

রাজধানীর ধানমণ্ডিতে এম এ হান্নান আজাদ নামে এক জুয়েলার্স মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের ধরতে সাহসিকতার পরিচয় দেন পাঁচ শ্রমিক। এবার তাদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত এসেছে। সেই সঙ্গে পুলিশের অক্সিলিয়ারি ফোর্স হিসেবেও নিয়োগ পেতে যাচ্ছেন তারা।

বুধবার (২৬ মার্চ) ভোরে ধানমণ্ডিতে ‘অলংকার নিকেতন’ জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতরা র‍্যাব, ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে এম এ হান্নান আজাদের বাসা ও ওই ভবনের একটি অফিস থেকে প্রায় ৩৭ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ওই সময় পাশের নির্মাণাধীন ভবনের এই পাঁচজন শ্রমিক জীবন বাজি রেখে চার ডাকাতকে ধরে ফেলেন। পরে আরো দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

আরো পড়ুন

ঈদে পুলিশ সদস্যদের ছুটি নেই : স্বরাষ্ট্র সচিব

ঈদে পুলিশ সদস্যদের ছুটি নেই : স্বরাষ্ট্রসচিব

 


 
তিনি বলেন, ‘ধানমণ্ডিতে ডাকাতির ঘটনায় ডাকাতদের প্রতিরোধ করা এবং তাদের ধরতে সহায়তা করায় পাঁচজন শ্রমিকের নাম পাওয়া গেছে। সাহসিকতার জন্য ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পাঁচ শ্রমিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া এই পাঁচজনকে অক্সিলিয়ারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার কথাও জানানো হয়েছে।


 
চলমান রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ডিএমপি বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে তালেবুর রহমান বলেন, ‘এ সময় টহল জোরদার, কৌশলগত জায়গায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া দু-একটি যে ঘটনা ঘটছে সেগুলোর সঙ্গে সঙ্গে উদঘাটন করে আসামি গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এর মধ্যে কেউ যদি অপরাধ করে তাদের আইনের আওতায় আনা হবে।’

আরো পড়ুন

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, গেল বাবা-মেয়ের প্রাণ

গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, গেল বাবা-মেয়ের প্রাণ

 


 
সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘ধানমণ্ডিতে জুয়েলার্স মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত র‌্যাব লেখা কালো রঙের দুটি জ্যাকেট, তিনটি কালো রঙের র‌্যাব লেখা ক্যাপ, দুটি মাইক্রোবাস, পাঁচটি মোবাইল ফোন, একটি লোহার তৈরি ছেনি, একটি লাল রঙের পুরনো স্লাই রেঞ্জ ও নগদ ৪৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।’
 
তিনি আরো বলেন, ‘ডাকাতদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত চলছে। ডাকাতিতে তাদের ২৫ থেকে ৩০ জনের টিম জড়িত। তাদের মূল পরিচয় উদঘাটন করে বিস্তারিত জানানো হবে। প্রাথমিকভাবে গ্রেপ্তার ছয় ডাকাত এলোপাতাড়ি তথ্য দিয়েছেন, তাদের রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।’

আরো পড়ুন

৩ যুগ ধরে ইফতারে বিনামূল্যে খিচুড়ি-বিরিয়ানি খাওয়াচ্ছেন মিন্টু

৩ যুগ ধরে ইফতারে বিনা মূল্যে খিচুড়ি-বিরিয়ানি খাওয়াচ্ছেন মিন্টু

 


 
গ্রেপ্তার ছয়জন হলেন— ফরহাদ বিন মোশারফ (৩৩), ইয়াছিন হাসান (২২), মোবাশ্বের আহাম্মেদ (২৩), ওয়াকিল মাহমুদ (২৬), আবদুল্লাহ (৩২), সুমন (২৯), আবদুল্লাহ (৩২) ও গাড়িচালক সুমন (২৯)।

মন্তব্য

গণহত্যা দিবস উপলক্ষে ডিএফপিতে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভা

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
গণহত্যা দিবস উপলক্ষে ডিএফপিতে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভা
সংগৃহীত ছবি

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ডিএফপি প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম।

প্রদর্শনীতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সংঘটিত নির্মম হত্যাযজ্ঞের বিরল ও গুরুত্বপূর্ণ ছবি প্রদর্শিত হয়, যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়তা করবে। এ সময় অধিদপ্তরের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে ডিএফপির মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় মূল বক্তা হিসেবে আলোচনা করেন ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার প্রেক্ষাপট, ভয়াবহতা নিয়ে আলোচনা করেন।

তিনি সবাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, নতুন প্রজন্মের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভায় আরো আলোচনা করেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (চলচ্চিত্র) মো. জাহিদুল ইসলাম, পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ ফখরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) মুহা. শিপলু জামান প্রমুখ।

বক্তারা বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত বাংলাদেশের উন্নয়নে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

এ ছাড়া ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যায় শাহাদাতবরণকারী এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 অনুষ্ঠানে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

লালবাগে কলেজছাত্রী, কামরাঙ্গীরচরে শ্রমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
লালবাগে কলেজছাত্রী, কামরাঙ্গীরচরে শ্রমিকের আত্মহত্যা

রাজধানীর লালবাগে এক কলেজছাত্রী ও কামরাঙ্গীরচরে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার সকালে আত্মহত্যা করেন তারা। 

জানা গেছে, লালবাগ থানাধীন নিউ পল্টন এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে বুধবার রাতে বেঞ্জির আহমেদ রোজ (১৯) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেন। 

মৃতের মামা ফেরদৌস আলম সায়েম বলেন, বেঞ্জির মুন্সি আব্দুর রউফ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে সবার অগোচরে নিজ রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে সেখান থেকে নামিয়ে লালবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার এসআই নাজমুল হোসেন বলেন, মাসখানেক আগে প্রেমিক মো. ছামীর হোসেনের (২৩) সঙ্গে বিয়ে হয় মেয়েটির।

এর পর থেকে স্বামীসহ মায়ের কাছেই থাকত। তবে বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে বনিবনা হতো না। এর জেরে সবার অগোচরে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
 

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মো. আরিফ হাওলাদার (৩৫) নামের এক স মিল শ্রমিক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কামরাঙ্গীরচর মাদ্রাসাঘাট মহিউদ্দিন টিম্বার স মিলে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আরিফ পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার পশ্চিম সোয়াগদল গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে। তিনি কামরাঙ্গীরচর সাইনবোর্ড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

 

ঢামেক হাসপাতালে নিয়ে আসা মৃতের ভাগ্নে হৃদয় সরদার বলেন, মামা প্রায় সময় মোবাইলে জুয়া খেলত। তিনি অনেক টাকা ঋণগ্রস্ত ছিলেন। কাজও করতেন না ঠিকমতো। এসব বিষয় নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়া লেগেই থাকত। 

তিনি আরো বলেন, আজ সকালে বাসা থেকে কাজের কথা বলে স মিলে গিয়ে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ