<p>আর জি কর-কাণ্ডে প্রতিবাদে মুখর গোটা ভারত। চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ। এরই মধ্যে নতুন করে তোলপাড় ফেলেছে হেমা কমিশনের রিপোর্ট। আর জি কর-কাণ্ডের ঘটনার পর হেমা কমিশনের রিপোর্টে উঠে এসেছে মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার একের পর এক অধ্যায়। যেগুলো বেশ নাড়া দিয়েছে গোটা ভারতের বিনোদনপ্রেমীদের।</p> <p>এর পরই যৌন হেনস্তা ইস্যুতে একের পর এক অভিনেত্রী তুলছেন বিস্ফোরক অভিযোগ। প্রসঙ্গটি নিয়ে এবার মুখ খুললেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।</p> <p>সামান্থা হেমা কমিশনের রিপোর্টের প্রশংসা করে বলেন, ‘তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির নারীরা হেমা কমিটির রিপোর্টকে স্বাগত জানাই। কেরালায় ডাব্লিউসিসির ক্রমাগত প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই, যা রাস্তা দেখিয়ে দিয়েছে।’</p> <p>অভিনেত্রী আরো বলেন, ‘তেলেঙ্গনা সরকারকে আমরা অনুরোধ করছি, যৌন হেনস্তার ব্যাপারে জমা দেওয়া সাব-কমিটির রিপোর্ট প্রকাশের জন্য, যা টিএফআইতে (তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি) নারীদের কাজের পরিবেশ নিরাপদ করতে সরকার ও শিল্পনীতি তৈরি সহায়তায় সহায়তা করতে পারে।’</p> <p>সম্প্রতি হেমা কমিটির রিপোর্টে দক্ষিণী বিনোদন জগতের একাধিক কাস্টিং কাউচ, যৌন হেনস্তা ও পারিশ্রমিকের বৈষম্যের কথা লেখা রয়েছে। আর এমন পরিস্থিতিতে শ্রীলেখা মিত্র, মিনু মুনীরসহ একাধিক অভিনেত্রী অভিযোগ জানিয়েছেন। এ প্রসঙ্গে আওয়াজ তুলেছেন ঋতাভরী চক্রবর্তী, রাধিকা শরৎকুমারসহ একাধিক জনপ্রিয় তারকা। </p> <p>ইতোমধ্যেই অ্যাসোসিয়েশন অব মালয়ালম মুভি আর্টিস্টসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিযুক্ত পরিচালক রঞ্জিত। রঞ্জিতের কোঝিকোড়ের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি সমর্থকরা। সব বিষয়ের তদন্তের জন্য সিনিয়র নারী পুলিশদের নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। মালয়ালম চলচ্চিত্রের ‘আম্মা’ নামক একটি সংগঠন থেকে পদত্যাগ করেছেন সুপারস্টার মোহনলাল। রীতিমতো নড়েচড়ে বসেছে গোটা ভারতের বিভিন্ন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি।</p>