<p>সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনী। ইসরায়েল তার আক্রমণ সমাপ্ত ঘোষণার পর এই তথ্য জানাল ইরান। ইসরায়েলি সেনাবাহিনী শনিবার রাত ২টার পরে ইরানের সামরিক স্থাপনাগুলোতে আঘাত করে। </p> <p>ইরানি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছে। গত রাতে আমাদের দুজন যোদ্ধা অপরাধী ইহুদিবাদী শাসকদের ক্ষেপণাস্ত্রের মোকবেলা করার সময় চূড়ান্ত আত্মত্যাগ করেছে।’</p> <p>ইসরায়েলি হামলায় নিহতদের একজনের ছবি প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম। নিহত দুই সেনার নাম, মেজর জাহান্দিদেহ এবং সার্জেন্ট শাহরোখিফার। হামশাহরি ওয়েবসাইট হামজেহ জাহান্দিদেহের একটি ছবি শেয়ার করা হয়েছে এবং বলা হয়েছে, তিনি ইরানের দক্ষিণে মাহশাহরে নিহত হয়েছেন।</p> <p>ইসরায়েল ইরানে প্রতিশোধমূলক হামলা শুরুর ঘোষণা দেওয়ার প্রায় তিন ঘণ্টা পর তা সমাপ্তির ঘোষণাও দেয় ইসরায়েল। পাশাপাশি তারা এই বিষয়ে আর উত্তেজনা সৃষ্টি না করতে ইরানকে সতর্কও করেছে। </p> <p>ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ডানিয়েল হেগারি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের বার্তা পরিষ্কার, যারা ইসরায়েল রাষ্ট্রকে হুমকি দিচ্ছে এবং এই অঞ্চলকে আরো বিস্তৃত উত্তেজনার দিকে টেনে নিতে চায়, তাদের চড়া মূল্য দিতে হবে।’   </p> <p>আইডিএফ জানিয়েছে  ‘কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার’ জবাবে শনিবার দেশটিতে হামলা চালানো হয়েছে। গত ১ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই দেশটি এর জবাব দেওয়ার কথা বলে আসছিল। সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার ঘটনার পর ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। তার আগে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া গত জুলাইয়ে তেহরানে এক বিস্ফোরণে প্রাণ হারান। ইরানি কর্মকর্তারা এ জন্য ইসরায়েলকে দায়ী করেছেন।</p> <p>এদিকে শনিবারের হামলার পর ইরানের আধাসরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলের যেকোনো ‘আগ্রাসনের’ জবাব দিতে প্রস্তুত ছিল দেশটি। বিভিন্ন সূত্রের বরাতে সংবাদসংস্থাটি লিখেছে, ‘এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে ইসরায়েল তার পদক্ষেপের আনুপাতিক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।’</p> <p>মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল ইরানের তেল পরিকাঠামো বা পারমাণবিক সাইটে নয়, বিভিন্ন সামরিক লক্ষ্যে হামলা চালিয়েছে।<br /> এই হামলাকে ‘ইরানের সার্বভৌমত্ব' ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়েছে সৌদি আরব। সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি এই অঞ্চলের উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে তারা।</p> <p>সূত্র : আলজাজিরা, ডয়চে ভেলে</p>