<p>শনিবার ভোরে সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলে কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। সানা জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল-অধিকৃত সিরিয়ার গোলান হাইটস এবং লেবানিজ অঞ্চলের দিক থেকে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করেছে। </p> <p>শুক্রবার গভীর রাতে সিরিয়ার কেন্দ্রীয় এবং দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলায় সিরিয়ায় ক্ষয়ক্ষতির কোনও তথ্য অবশ্য রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।</p> <p>সিরিয়ার প্রতিরক্ষা বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, শুক্রবার দিবাগত রাত দুইটার পর থেকে সিরিয়াকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল। তবে এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইল ইনসেপ্টরের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা হয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র। এর আগে শনিবার সানা সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশে বিস্ফোরণের খবর দিয়েছিল।</p> <p>ইসরায়েল কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে কিন্তু ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযান জোরদার করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চ্যাটবট 'প্রেমিকার' প্ররোচনায় নিজের মাথায় গুলি চালায় কিশোর!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/26/1729924739-b1b2f18193dc99a1a760ace02ead45b1.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চ্যাটবট 'প্রেমিকার' প্ররোচনায় নিজের মাথায় গুলি চালায় কিশোর!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/26/1439316" target="_blank"> </a></div> </div> <p>এদিকে ইসরায়েল শনিবার ভোরে ইরানেও পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছিল, তারা ইরানের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে এবং ইরানি সংবাদমাদ্যম একাধিক বিস্ফোরণের প্রতিবেদন করছে। শুক্রবার দিবাগত রাতে ইসরায়েলি হামলায় রাজধানী তেহরান এবং তার আশপাশের এলাকাগুলো মুর্হুমুহু বিস্ফোরণে কেঁপে উঠে। </p> <p>হামলা শেষে ইসরায়েল জানিয়েছে, ‘প্রতিশোধমূলক হামলা এবং মিশনটি সম্পন্ন হয়েছে।’  দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, রাতে প্রায় ২০টি স্থানে আঘাত করার পর ইসরায়েলের সময় ভোর ৫টা নাগাদ ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়।</p> <p>ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী বলছে, গত ১ অক্টোবর ইরানের ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে  প্রতিশোধমূলক প্রতিক্রিয়া দেখিয়েছে তেল আবিব। ইরানের অভিযানের নাম ছিল ‘অপারেশন ট্রু প্রমিজ-২’। ইসরায়েল তাদের অভিযানের নাম দিয়েছে, ডে’স অব রিপেন্টেনস অর্থ্যাৎ ইরানের জন্য ‘অনুতাপের দিন’।</p> <p>সূত্র : রয়টার্স</p>