<p style="text-align:justify">রাজধানীর মিরপুরের জনবসতিপূর্ণ এলাকা রূপনগর। তিন কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের খালটি একসময় এলাকাবাসীর চলাচলের অন্যতম মাধ্যম ছিল, নানা সুফলও পেত তারা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আওতায় থাকা এই খালটি এখন এলাকার দুর্ভোগের অন্যতম কারণ।</p> <p style="text-align:justify">দখল হতে হতে এই খালের প্রস্থ এখন কোথাও পাঁচ ফুট, কোথাও ১০, কোথাও ৩০ ফুট। আবার কোথাও নালার মতো। এলাকাবাসীর দাবি, খালটি সংস্কার করা হোক, নইলে ভরাট করে দেওয়া হোক। এভাবে ফেলে রাখায় খালের ময়লা পানির দুর্গন্ধে এবং এই পানিতে থাকা মশার কারণে এলাকায় থাকা কষ্টকর হয়ে পড়ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/22/1732249706-7112b05baf2dc5cc91b474f93e696c9f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লেবানন থেকে ফিরলেন আরো ৮২ বাংলাদেশি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/22/1449368" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম রূপনগর খালটি পুনরুদ্ধারের ঘোষণা দিয়ে বলেছিলেন, এই খাল দিয়ে আবারও নৌকা চলবে। খালের পাশে বড় ফুটপাতসহ রাস্তা নির্মাণ হবে, থাকবে মানুষের বসারও ব্যবস্থা।</p> <p style="text-align:justify">হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আতিকুল ইসলাম এখন জেলহাজতে। সাবেক ওয়ার্ড কমিশনার মোবাশ্বের চৌধুরী রূপনগরের খালের পাশের সড়কের ঠিকাদার ছিলেন। তিনিও একাধিক মামলার আসামি, এখন পলাতক।</p> <p style="text-align:justify">তবে সিটি করপোরেশন এই কাজটি চলমান রেখেছে। তবে হাঁটার রাস্তা মিললেও খালের দুর্ভোগ থেকে এলাকাবাসী কবে রক্ষা পাবেন তার উত্তর মিলছে না এখনো।</p> <p style="text-align:justify">সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, রূপনগর খালটি ছিল গণপূর্ত অধিদপ্তরের অধীনে, দেখভালের দায়িত্বে ছিল ওয়াসা। কিন্তু খালের সীমানা নির্ধারণ করে না দেওয়ায় প্রতিবছরের জরিপে এর আকার কমতে থাকে। পরে খালটি উত্তর সিটি করপোরেশনের অধীনে দিলে তারা উদ্ধারের উদ্যোগ নেন।</p> <p style="text-align:justify">ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরীফ উদ্দীন জানান, খালের সীমানা চিহ্নিত করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিএস, আরএস ও দলিলসংক্রান্ত জটিলতার কারণে এই কাজে বেশি সময় লাগছে। সীমানা চিহ্নিত হওয়ার পর খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এসংক্রান্ত কাজের জন্য প্রকল্প তৈরি করে এর সংস্কার করা হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষী পায়নি পুলিশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/22/1732249452-7d50ac07110deb9e6a7509eec550d0dc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষী পায়নি পুলিশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/22/1449366" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">রূপনগরের অধিবাসী কোরাইশ রেজা জানান, চার-পাঁচ দশক আগে এই খাল দিয়ে নৌকায় চড়ে তুরাগে যাওয়া যেত। কিন্তু এটি এখন অতীত। বর্তমানে ময়লাযুক্ত পানিদূষণে দুর্গন্ধে খালের পাশ দিয়ে হাঁটাও যায় না। তিনি বলেন, ‘গত ১৫ বছরে খালটি বেশি দখল হয়ে যায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা খাল দখল করে বস্তি তৈরি করে ভাড়া তুলতেন। সেখানে মাদক ব্যবসা চলত।’</p> <p style="text-align:justify">স্থানীয় ব্যবসায়ী তালুকদার মো. হান্নান বলেন, ‘সন্তানকে নিয়ে সন্ধ্যার পর বাইরে বের হওয়া যায় না। মশা ও দুর্গন্ধ মিলেমিশে একাকার হয়ে আছে।’</p> <p style="text-align:justify">রূপনগর আবাসিক এলাকার ১০ ও ১১ নম্বর সড়কে রয়েছে মনিপুর স্কুলের একটি শাখা। এখানে দুই শিফটে প্রায় আট হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। শিক্ষার্থীরা জানায়, মশার কারণে তারা ঠিকমতো ক্লাস করতে পারছে না। আব্দুল লতিফ নামের এক অভিভাবক জানান, স্কুলটির সীমানা ঘেঁষেই রূপনগর খাল। দিনের বেলায়ও মশা ক্লাসরুমে ঢুকে শিক্ষার্থীদের কামড়ায়।</p> <p style="text-align:justify">স্থানীয় ব্যবসায়ী ইয়াসিন আলী জানান, ময়লা-আবর্জনায় ভরাট হতে হতে খালটি নালায় পরিণত হয়েছে। খালের পার দখল করে অবৈধ বাসাবাড়ি ও দোকান বানানো হয়েছে। আবর্জনা জমে থাকায় খালে পানির প্রবাহ নেই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাত কর্মসূচি ঘোষণা করলেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/22/1732248858-c7cc7e2e46e740a133282023c4e12410.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাত কর্মসূচি ঘোষণা করলেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/22/1449365" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">রূপনগরের ৩ নম্বর সড়কের শেষ মাথা থেকে হেঁটে দোয়ারীপাড়া পর্যন্ত গেলে দেখা যায়, খালে পানির প্রবাহ নেই। আটকে আছে ময়লা-আবর্জনা, ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। স্থানীয়রা বাড়ির ময়লা-আবর্জনা ফেলছে এই খালে। খালের পারে কেউ কেউ টয়লেটও বসিয়েছে।</p> <p style="text-align:justify">গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি) সম্প্রতি রাজধানীর ৯টি জলাবদ্ধতাপ্রবণ এলাকা চিহ্নিত করেছে, যার মধ্যে এই খালটিও রয়েছে। সংস্থাটি পল্লবী শিয়ালবাড়ী, রূপনগর ও ইস্টার্ণ হাউজিংয়ের জলাবদ্ধতা নিরসনে রূপনগর খাল খনন করার সুপারিশ করেছে।</p>